বাংলাদেশ

০১) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?
উত্তরঃ ১৯৮০ সালে।

০২) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?
উত্তরঃ ১৬ টি।

০৩) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
উত্তরঃ ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।

০৪) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
উত্তরঃ ১২ নভেম্বর, ১৯৯৬।

০৫) বাংলাদেশের আইন সভার নাম কি?
উত্তরঃ জাতীয় সংসদ।

0৬) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
উত্তরঃ ১৯৬২ সালে।

০৭) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তরঃ লুই আই কান।

০৮) লুই আই কান কোন দেশের নাগরিক?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নাগরিক।

০৯) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
উত্তরঃ হ্যারি পাম ব্লুম।

১০) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে?
উত্তরঃ ১৯৬৫ সালে।

১১) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত?১
উত্তরঃ ২১৫ একর।

১২) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২৮ জানুয়ারী, ১৯৮২।

১৩) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উত্তরঃ ৯ তলা।

১৪) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উত্তরঃ ১৫৫ফুট।

১৫) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?
উত্তরঃ শাপলা ফুল।

১৬) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।

১৭) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
উত্তরঃ ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।

১৮) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
উত্তরঃ ৩৫০ টি।

১৯) বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা কতটি?
উত্তরঃ ৩০০ টি।

২০) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?
উত্তরঃ ৫০ টি।

২১) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
উত্তরঃ পঞ্চগড়-১।

২২) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
উত্তরঃ বান্দরবান।

২৩) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
উত্তরঃ স্পিকারের ভোটকে।

২৪) মধ্যে ব্যবধান কতদিন?
উত্তরঃ ৬০ দিন।

২৫) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?
উত্তরঃ ৩০ দিন।

২৬) সংসদ অধিবেশন কে আহবান করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি।

২৭) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?
উত্তরঃ ৬০ জন।

২৮) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
উত্তরঃ দুই-তৃতীয়াংশ।

২৯) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
উত্তরঃ ৯০ কার্যদিবস।

৩০) গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উত্তরঃ শাহ আব্দুল হামিদ।

৩১) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উত্তরঃ মোহাম্মদ উল্ল্যাহ।

৩২) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
উত্তরঃ ১৯৩৭ সালে।

৩৩) কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?
উত্তরঃ যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন,১৯৭৪।

৩৪) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?
উত্তরঃ এডভোকেট আবদুল হামিদ।

৩৫) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উত্তরঃ সুপ্রীম কোর্ট।

৩৬) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ বিচারপতি এম ইদ্রিস।

৩৭) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ কাজী রকিবউদ্দীন আহমদ

৩৮) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
উত্তরঃ স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।

৩৯) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?
উত্তরঃ ২৭ মার্চ, ১৯৯৬।

৪০) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তরঃসৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।

৪১) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
উত্তরঃ ২০তম।

৪২) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ।

৪৩) শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
উত্তরঃ ১৪ তম।

 

I hope you are enjoying this article. Thanks for visiting this website.