ssc MATH third week

এসএসসি ও দাখিল ২০২৪ এর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য প্রণীত তৃতীয় সপ্তাহের ১০ম শ্রেণি গণিত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর – এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৪ নমুনা উত্তর নিয়ে হাজির হলাম। তোমরা যারা সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের দশম শ্রেণীতে অধ্যায়নরত আছো তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর গণিত বিষয়ের একটি নির্ধারিত কাজ দেয়া হয়েছিল। যথাযথ মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে তোমাদের জন্য দশম শ্রেণীর গণিত তৃতীয় সপ্তাহের এসাইনমেন্ট এর বাছাই করা একটি নমুনা উত্তর দেওয়া হল।

শিখনফল বিষয়বস্তুঃ

১। অনুক্রম ও ধারা বর্ণনা করতে ও এদের পার্থক্য নিরুপন করতে পারবে। ২। সমান্তর ধারা ব্যাখ্যা করতে পারবে। ৩। স্বাভাবিক সংখ্যার বর্গের ও ঘনের সমষ্টি নির্ণয় করতে পারবে।

৪। গুণােত্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়ােগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে।

https://i.imgur.com/Xt90sGC.jpg

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১। ক) ১০ম চিত্রটি গঠন কর ও কয়েন সংখ্যা নির্ণয় কর। (তথ্যের আলােকে চিত্র গঠন করবে ও কয়েন সংখ্যা বসাবে)

খ) প্রদত্ত তথ্যের আলােকে n তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় কর। (সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করবে।)

২। ক) n = 5 হলে ২য় কলামের সংখ্যাগুলাে নির্ণয় কর এবং ছক থেকে দেখাও n = 1,2, 3, 4 এর আলােকে n তম সারির সংখ্যাগুলাের সমষ্টি 2n কে সমর্থন করে। ( তথ্যের আলােকে ২য় কলামের সংখ্যাগুলাে গঠন ও সংখ্যাগুলাের সমষ্টি পর্যবেক্ষণ করবে।)

খ) প্রত্যেক সারির সমষ্টিগুলােকে নিয়ে একটি ধারা তৈরি কর এবং কতগুলাে সারির সমষ্টিগুলাের সমষ্টি 2046 হবে? (সমষ্টির সূত্র ব্যবহার করবে।)

এসএসসি ও দাখিল গণিত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর বা সমাধান

বিদ্যালয় মাদ্রাসাসমূহের দশম শ্রেণীর গণিত তৃতীয় সপ্তাহের এসাইনমেন্টে উল্লেখিত নির্দেশনা ও মূল্যায়ন রুবিক্স সমূহ অনুস্বরণ করে একটি বাছাই করা উত্তর প্রস্তুত করে দেয়া হলো।

মাদ্রাসা ও বিদ্যালয় সমূহের ১০ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান: ১০ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

নিচের ছবিগুলোতে দশম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট এর উত্তর গুলো দেখতে পাবে।

3rd Week Math Assignment Class 10

প্রশ্ন-১ এর (ক): ১০ম চিত্রটি গঠন কর ও কয়েন সংখ্যা নির্ণয় কর। (তথ্যের আলােকে চিত্র গঠন করবে ও কয়েন সংখ্যা বসাবে)

নিচের ছবিতে দশম শ্রেণীর গণিত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের ১ নং এর ক প্রশ্নের উত্তর দেওয়া হল।

১নং এর (ক) প্রশ্নের সমাধান

https://i.imgur.com/83SoBo5.jpg

প্রশ্ন-১ এর (খ): প্রদত্ত তথ্যের আলােকে n তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় কর। (সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করবে।)

১নং এর (খ) প্রশ্নের সমাধান

https://i.imgur.com/h6Dyyb4.jpg

প্রশ্ন-২ এর (ক): n = 5 হলে ২য় কলামের সংখ্যাগুলাে নির্ণয় কর এবং ছক থেকে দেখাও n = 1,2, 3, 4 এর আলােকে n তম সারির সংখ্যাগুলাের সমষ্টি 2n কে সমর্থন করে। (তথ্যের আলােকে ২য় কলামের সংখ্যাগুলাে গঠন ও সংখ্যাগুলাের সমষ্টি পর্যবেক্ষণ করবে।)

২নং এর (ক) প্রশ্নের সমাধান

https://i.imgur.com/jLxw3WU.jpg

প্রশ্ন-২ এর (খ): প্রত্যেক সারির সমষ্টিগুলােকে নিয়ে একটি ধারা তৈরি কর এবং কতগুলাে সারির সমষ্টিগুলাের সমষ্টি 2046 হবে? (সমষ্টির সূত্র ব্যবহার করবে।)

২নং এর (খ) প্রশ্নের সমাধান

https://i.imgur.com/zBgXHnz.jpg

প্রশ্ন-৩: 22=1 k = 784, যেখানে n C Nহলে, n_, 2 এর মান নির্ণয় কর। n & N এর জন্য স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির ধারা গঠন করবে। (স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রে n এর মান বসাবে।)

৩নং প্রশ্নের উত্তর বা সমাধান

https://i.imgur.com/zCnl9Jq.jpg

বন্ধুরা এই ছিল তোমাদের জন্য বিদ্যালয় ও মাদ্রাসার দশম শ্রেণির এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণই ২০২৪ সালের পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তর। প্রতি সপ্তাহের উত্তর পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের ফেইসবুক পেইজ টি লাইক এবং ফলো করে রাখ।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.