নতুন স্মার্টফোন কেনার পর করণীয়

নতুন একটি স্মার্টফোন কেনার পর আমাদের মধ্যে সবাই কমবেশি অনেক খুশি থাকে। আপনি যদি নতুন স্মার্টফোন কিনে থাকে তাহলে সেই স্মার্টফোনে আপনার এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে আপনার এন্ড্রয়েড ফোনটি বেশিদিন ব্যবহার করতে পারবেন। সেই সাথে আপনার স্মার্টফোনের কোন ধরনের সমস্যা দেখা দিবে না।

তো বন্ধুরা আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করব নতুন এন্ড্রয়েড ফোন কেনার পর করণীয় কি তা নিয়ে। আপনি যদি নতুন একটি স্মার্টফোন কিনে থাকেন। আর সেই স্মার্টফোনটি যদি হয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন। তাহলে নতুন স্মার্ট এন্ড্রয়েড ফোন কেনার পর আপনার যা যা করণীয় তা নিম্নে আলোচনা করা হল।

নতুন ফোনের বক্স চেক করা

আপনার ক্রয়কৃত নতুন এন্ড্রয়েড ফোনটির সাথে যে বক্স দেওয়া হয়ে তা ভালোভাবে চেক করে নিবেন। কেননা সে বক্সের ভিতরে স্মার্টফোনের পাশাপাশি অনেক কিছু দেওয়া হয় যেমন চার্জার, ইয়ার ফোন, ফোনের কাভার সহ আরো ইত্যাদি।

যদি আপনি নতুন স্মার্ট ফোন কিনে থাকেন তাহলে অবশ্যই মনের বাক্স চেক করে এইসব রয়েছে কিনা এটা চেক করে নিতে পারেন। আপনার পরবর্তী সময়ে এসবের প্রয়োজন হতে পারে যদি আপনি এস ব্যবহার করেন।

যেমন গান শোনার জন্য আপনার ইয়ারফোন এর প্রয়োজন পড়বে। যদি আপনি স্মার্ট ফোন চার্জ দিতে চান এই ক্ষেত্রে চার্জার এর প্রয়োজন পড়বে। আর তাই এই সব প্রয়োজনীয় জিনিসগুলো স্মার্টফোনের বক্সে রয়েছে কিনা এটা ভালোভাবে চেক করে নিতে হবে।

গ্যারান্টি/ওয়ারেন্টি কার্ড চেক 

আপনি নতুন যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ক্রয় করেছেন সেই ফোনটির সাথে ওয়ারেন্টি কার্ড আছে কিনা সেটা যত তারাতারি পারেন চেক করে নিন। কেননা আপনি যেকোনো অফিশিয়াল ব্র্যান্ডের স্মার্টফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন কিনলে তার সাথে অবশ্যই তারা ওয়ারেন্টি কার্ড দিয়ে থাকবে।

আর যদি আপনি কোন অবৈধ/ডুপ্লিকেট/কপি স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন কিনে থাকেন তাহলে এক্ষেত্রে আপনাকে ওয়ারেন্টি কার্ড দেওয়া হবে না। আর এসব ফোন গুলো বেশিদিন ব্যবহার করতে পারবেন না। তাই নতুন স্মার্টফোনটি ক্রয় করার সাথে সাথে এটার ওয়ারেন্টি কার্ড রয়েছে কিনা সেটা চেক করে নিবেন।

গুগল একাউন্ট সেটাপ

আপনার কি শব্দ কেন নতুন স্মার্টফোন বা এন্ড্রয়েড ফোনে সবার আগে গুগোল একাউন্ট সেটআপ করে নিবেন যেহেতু আপনি নতুন একটি স্মার্টফোন কিনছেন তাই আপনার ই-মেইল এ্যাড্রেস এ এ্যাড্রেস পেয়েছে সেটা প্রথমে আপনার স্মার্টফোনে যুক্ত করে নিবেন।

আপনি জানলে অবাক হবেন যে স্মার্টফোনের অধিকাংশ ফিউচার বর্তমান সময়ে গুগোল উপর নির্ভরশীল ভূগোলের বিভিন্ন সার্ভিসের কারণে আপনাকে প্রথমে নতুন স্মার্ট ফোনে গুগল একাউন্ট লগইন করতে হবে।

প্রয়োজনীয় অ্যাপস ইন্সটল

আপনি যদি নতুন একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে থাকেন তাহলে প্রথমে চেষ্টা করবেন আপনার নতুন ফোনটিতে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করে নেওয়ার।

আপনি যেসব অ্যাপস অথবা সফটওয়্যার গুলো বেশি ব্যবহার করেন বা আপনার প্রয়োজনীয় বা দরকারি এইসব অ্যাপস সফটওয়্যার নতুন স্মার্টফোন কেনার সাথে সাথে ইন্সটল করে নিবেন।

এতে করে আপনার নতুন স্মার্ট ফোনটি ব্যবহার করে খুবই আরাম পাবেন। সেই সাথে নতুন এন্ড্রয়েড ফোন কেনার পরে বারে বারে আপনাকে কোন অ্যাপস বা সফটওয়্যার ইন্সটল করার প্রয়োজন পড়বে না

অপ্রয়োজনীয় অ্যাপস আনইন্সটল

আপনি যদি নতুন একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে থাকেন তাহলে উক্ত ফোমে আগে থেকেই কিছু অপ্রয়োজনীয় সফটওয়্যার অথবা অ্যাপ থাকতে পারে। আপনি যদি সেই সব অ্যাপ গুলো বা সফটওয়্যার গুলো ব্যবহার না করেন তাহলে সাথে সাথে ডিলিট অথবা রিমুভ করে দিবেন।

অথবা যদি ডিলিট বা রিমুভ না হয় তাহলে সেই সব অ্যাপস গুলো আপনি চাইলে ডিজেবল করে দিতে পারেন। যেহেতু আপনি এসব অপ্রয়োজনীয় অ্যাপস ব্যবহার করবেন না বা আপনার কোন কাজে এসব সফটও্যার গুলোর প্রয়োজন পড়বে না। তাই আপনাকে এসব অ্যাপস গুলো আনইনস্টল করে দিতে হবে।

এতে করে আপনি স্মার্টফোনটি চালাতে বা ভালো ভাবে ব্যবহার করে খুবই স্বস্তি বোধ করবেন। কেননা এসব অপ্রয়োজনীয় সফটওয়্যার এবং অ্যাপস গুলো আপনার মেমোরির অধিকাংশ স্পেস দখল করে থাকতে পারে। এর কারনে আপনি অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ইন্সটল বা ব্যবহার করতে পারবেন না।

আশাকরি নতুন এন্ড্রয়েড ফোন কেনার পর করণীয় কি তা জানতে পেরেছেন। এর পরও যদি আপনি জানতে বা বুঝতে না পারেন যে আপনার নতুন স্মার্টফোন অথবা এন্ড্রয়েড ফোন কেনার পর কি কি করতে হবে।

তাহলে চাইলে আমাদের কে ইনবক্স এ মেসেজ করতে পারেন। আমরা যথাযথ চেষ্টা করে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যাতে করে আপনি নতুন এন্ড্রয়েড ফোন কেনার পর করণীয় কি সেগুলো আরো ভালোভাবে বুঝতে এবং জানতে পারেন।

 

 

About Author

Srabon Mahamud
জানতে ও জানাতে চাই।