স্মার্টফোনের অ্যাপস ফোন থেকে মেমোরিতে নেওয়ার উপায়

আমাদের ফোনের মেমোরি যখন ফুল হয়ে যায় তখন কিন্তু আমরা নট এনাফ স্পেস (Not Enough Space) বা ইন্টারনাল স্টোরেজ রানিং আউট (Internal Storage Running) নামে বিভিন্ন নোটিফিকেশন দেখতে পাই। এই দুইটি নোটিফিকেশন আসার পর থেকে আমরা এন্ড্রয়েড ফোন দিয়ে আর কোন কাজ ভালোভাবে করতে পারি না।

এই নোটিফিকেশনগুলো মূলত আসে আমাদের ফোনে থাকা বিভিন্ন সফটওয়্যার গেম বা বিভিন্ন ফাইল যখন অনেক বেশি থাকে। তখনই আমাদের ফোনের মেমোরি ফুল হয়ে গেলে এই নোটিফিকেশন গুলো আসে। আর এই নোটিফিকেশন গুলো আসার পর থেকে আমরা আর এন্ড্রয়েড ফোন দিয়ে কোন কাজ ঠিকমত করতেই পারি না।

তখন কিন্তু আপনি এই বিপদ থেকে খুব সহজে বাঁচতে পারবেন। আর এই জন্য আপনাকে এন্ড্রয়েড ফোন থেকে অ্যাপস বা সফটওয়্যার গুলো মেমোরি কার্ডে ট্রান্সফার করে নিতে হবে। এতে করে দেবেন আপনার ফোনটি আগের মত হয়ে গেছে। এরপরে কোনরকম সমস্যা ছাড়া আগের মত আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন।

আজকের এই আর্টিকেলে মূলত আমরা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে এন্ড্রয়েড ফোনের অ্যাপ গুলো মেমোরি কার্ড নিবেন! আপনি যদি এন্ড্রয়েড ফোনের অ্যাপস গুলো মেমোরি কার্ডে নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে, কিভাবে এন্ড্রয়েড ফোনের অ্যাপস গুলো মেমোরি কার্ডে নেওয়া যায়।

স্মার্টফোনের অ্যাপস মেমোরি কার্ডে কেন নিবেন?

যখন আপনার ফোনের মেমোরির অতিরিক্ত কোনো অ্যাপস ইন্সটল করবেন তখনই আপনার ফোনে নট এনাফ স্পেস (Not Enough Space) বা ইন্টারনাল স্টোরেজ রানিং আউট (Internal Storage Running) নামে বিভিন্ন নোটিফিকেশন দেখা দিবে।

দেখা যায় আপনার ফোনের রেম রয়েছে দুই জিবি। এখন আপনার ফোনে বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যার যদি দুই জিবির বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফোনে স্পেস না থাকায় কাজ করবে না। কেননা আপনার ফোনের রাম হলো দুই জিবি। তাই এখানে দুইজিবি পরিমাণ বিভিন্ন অ্যাপ সফটওয়্যার আপনি রাখতে পারবেন না।

আর দুইজিবি এর বেশি কোন অ্যাপস বা সফটওয়্যার ফোনে রাখলে আপনার ফোনে হ্যাং করবে এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে। আর এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনার ফোনে যতটুকু এক্সপ্রেস খালি রয়েছে। ঠিক ততটুকুই ব্যবহার করার জন্য এর বেশি কোন কিছু ব্যবহার করতে যাবেন না।

আর যদি এর বেশি কোন কিছু ব্যবহার করতে চান তাহলে এন্ড্রয়েড ফোনে বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যার গুলো মেমোরি কার্ডে ট্রান্সফার করে নিয়ে নিবেন। তাহলে কোন আপনার ফোনে এই সমস্যাটি হবে না

নিচে আমরা এন্ড্রয়েড ফোনের অ্যাপস গুলো মেমোরি কার্ডে নেয়ার পদ্ধতি গুলো নিয়ে আলোচনা করেছি। তো চলুন জেনে নেয়া যাক কিভাবে এন্ড্রয়েড ফোনের অ্যাপ সফটওয়্যার গুলো মেমোরি কার্ডের নিবেন

মেমোরি কার্ডে অ্যাপ মুভ করার নিয়ম

স্মার্টফোন বা এন্ড্রয়েড ফোনে থাকা বিভিন্ন অ্যাপস ও সফটওয়্যার গুলো মেমোরিতে ট্রান্সফরমার বা মুভ করার জন্য প্রথমে আপনাকে ফোনের সেটিংস এ চলে যেতে হবে। সেটিংসে গিয়ে অ্যাপ এবং নোটিফিকেশন Apps & Notifications) নামক একটি মেনু দেখতে পাবেন সেটাতে ক্লিক করতে হবে।

এর পরে সেখানে আপনার ফোনে থাকা সকল অ্যাপস গুলো দেখতে পাবেন। এখন এসব অ্যাপস গুলোর মধ্যে থেকে যেই সব অ্যাপগুলো সবচেয়ে বেশি ডাটা গ্রহণ করেছে সেই সব গুলো তে ক্লিক করে দেখতে হবে। ঐ অ্যাপসগুলো মেমোরি কার্ডে মুভ/কপি করা যাবে কিনা।

যদি মুভ/কপি করা যায় তাহলে আপনি সেখানে একটি চেঞ্জ করার অপশন পাবেন। সেই অপশনটা ক্লিক করে বড় সাইজের অ্যাপস বা সফটওয়্যার গুলো মেমোরি কার্ডে মুভ করে নিতে পারবেন।

মেমোরি কার্ডে অ্যাপ মুভ করার অ্যাপ

যদিও সব ফোনে অ্যাপস মুভ করার অপশন থাকে না। কিন্তু আপনি চাইলে কিছু থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করে ও আপনার ফোনে থাকা বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যার গুলো মুভ করে মেমোরি কার্ডে নিতে পারবেন।

এজন্য প্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। এর পরে সেখানে লিখতে হবে লিংক টু এসডি (LinktoSD)। এরপর প্রথমে যে অ্যাপসটি আসবে সেই অ্যাপস টি ডাউনলোড করে নিবেন।

ডাউনলোড করার পর ইন্সটল করে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি যেইসব অ্যাপস বা যেসব সফটওয়্যার গুলো ফোন থেকে মেমোরি কার্ডে নিতে চাচ্ছেন, সেগুলো খুব সহজে মুভ/কপি করে নিতে পারবেন।

আশা করি এন্ড্রয়েড ফোনের অ্যাপ মেমোরি কার্ডে নেয়ার পদ্ধতিটা আপনারা এখন জানতে এবং বুঝতে পেরেছেন। এর পরও যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস মেমোরিতে নেওয়ার পদ্ধতি জানা জানতে বা না বুঝতে পারেন।

তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাকে আবারও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে, কিভাবে এন্ড্রয়েড ফোনের অ্যাপস সফটওয়্যার গুলো মেমোরি কার্ডে নিবেন।

 

About Author

Srabon Mahamud
জানতে ও জানাতে চাই।