আপনি কি আইফোন ব্যবহার করেন? আর আপনার আইফোন কি প্রয়োজন অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না। তাহলে আপনি আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আইফোন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর উপায় সম্পর্কে জানতে পারেন। এতে করে আপনি আপনার আইফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর উপায় সম্পর্কে জানতে পারবেন।

যাতে করে যখন প্রয়োজন হবে তখন আইফোন ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে নিতে পারেন। কেননা আমাদের মধ্যে যাদের আইফোন আছে তাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হল যথেষ্ট পরিমাণ আইফোন ব্যাটারি ব্যাকআপ থাকে না। আর আপনি আজকের এই আর্টিকেল থেকে কিছু টিপস ফলো করার মাধ্যমে আপনার আইফোনের ব্যাটারি ব্যাকআপ করে বাড়িয়ে নিতে পারবেন

আইফোন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর উপায়

আপনার আইফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য সব সময় আইফোন অতিরিক্ত ঠান্ডা স্থানে রাখবেন না। আবার অতিরিক্ত গরম জায়গায় ও আইফোন রাখবেন না। কেননা আইফোনে ব্যাটারি গুলোর মূলত লিথিয়াম আয়ন ব্যাটারি।

আর এই লিথিয়াম আয়ন ব্যাটারি গুলোর পারফরম্যান্স তাপমাত্রার উপর নির্ভর করে আইফোনে ব্যাটারি ব্যাকআপ প্রদান করে থাকে। এই টিপসটি ফলো করলে আপনারা আইফোনের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন

কম বা বেশি চার্জ না দেওয়া

আমাদের মধ্যে অনেকেই আছে যারা আইফোন যখন চার্জ দেয় তখন ১০০% চার্জ না হওয়া পর্যন্ত চার্জার থেকে আইফোনটি খোলে না। কিন্তু এই ভুল কখনো করা যাবে না। কেননা অনেক সময় দেখা যায় ১০০% পার্সেন্ট ব্যাটারি চার্জ হয়ে গেলে তারপরে কিন্তু আপনার ফোন চার্জ নিতে পারে না।

আর এই চাপটা পড়ে ব্যাটারির উপর। আর তাই কখনো ১০০% চার্জ দিতে যাবেন না। যদি পারেন ৩০% পার্সেন্ট চার্জ হলে ব্যাটারি চার্জ দিতে যাবেন। এবং ৮০ থেকে ৯০% চার্জ হলে চার্জার থেকে সকেট খুলে ফেলবেন। এরকম করলে দেখবেন আপনার ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় কয়েক গুণ বেশি বাড়িয়ে নিতে পারবেন।

লো পাওয়ার মোড

আপনার আইফোনের ব্যাটারি অনেকটাই রক্ষা করতে পারেন লো পাওয়ার মোড চালু করার মাধ্যমে। লো পাওয়ার মোড চালু করলে আপনার আইফোনের বিভিন্ন ডাউনলোড জাতীয় কিছু অন করা থাকলে ব্যাকগ্রাউন্ডে সব অ্যাকটিভিটি বন্ধ থাকবে। আর এতে করে আপনার ব্যাটারির উপর কোন চাপ সৃষ্টি হয় না।

যে কারণে ব্যাটারি আগের তুলনায় ভালো পারফর্মেন্স দিতে বাধ্য থাকে। আইফোন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য সব সময় লো পাওয়াস মোড সব সময়ে চালু করে রাখবেন। যাতে করে আপনার ফোনের চার্জ ২০ পার্সেন্ট এর নিচে আসলে লো পাওয়ার মোড অটো চালু হয়ে যায়।

এভাবে আপনি আপনার ফোনের ব্যাটারি চার্জ আগের তুলনায় অনেকটা সেভ করতে পারবেন। আইফোনে লো পাওয়ার মোড চালু করার জন্য প্রথমে চলে যেতে হবে সেটিংসে। সেটিংস এ যাওয়ার পর ব্যাটারি নামক অপশনটিতে ক্লিক করতে হবে। এবারে সেখান থেকে লো পাওয়ার মোড অপশন টা চালু করে দিতে হবে।

চালু করলে দেখবেন আপনার ফোনের উপরে থাকা ব্যাটারি আইকনটি হলুদ হয়ে থাকবে। এখন যদি আপনার ফোনে ২০ পার্সেন্ট এর নিচে চার্জ চলে আসে তাহলে অটোমেটিকভাবে লো পাওয়ার মোড চালু হয়ে যাবে। এভাবে আপনি আপনার আইফোন ব্যাটারি ব্যাকআপ খুব সহজে বাড়াতে পারে।

অটো ব্রাইটনেস

আপনি জানেন কি আইফোনে ব্যাটারি চার্জ সবচেয়ে বেশি খরচ করে থাকে ফোনে থাকা ডিসপ্লেটি। তাই যখন আপনার প্রয়োজন হবে না তখন পারলে ডিসপ্লেতে যে ব্রাইটনেস আছে সেটা কমিয়ে রাখবেন।

আবার যখন প্রয়োজন হবে তখন ব্রাইটনেস বাড়িয়ে ব্যবহার করবেন। এরপর দেখবেন আপনার আইফোন ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক বেশি চার্জ সেভ করতে পেরেছেন। আইফোনের অটো ব্রাইটনেস কমানোর জন্য বন্ধ প্রথমে আপনাকে আপনার আইফোনের সেটিংস এ চলে যেতে হবে।

সেটিংসে গিয়ে (Accessibility) মেন্যুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর (Display & Text Size) সিলেক্ট করবেন। এরপরে অটো ব্রাইটনেস (Auto brightness) বাড়াতে এবং কমাতে পারবেন।

যখন আপনার অতিরিক্ত ব্রাইটনেস আর প্রয়োজন পড়বে, তখন এভাবে সেটিংসে গিয়ে অটো ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন। আবার যখন আপনার ব্যবহার করা শেষ হয়ে যাবে। তখন সাথে সাথে অটো ব্রাইটনেস কমিয়ে দিতে হবে। তাহলে দেবেন আপনি আপনার আইফোনের ব্যাটারি আগের তুলনায় অনেকটা সেভ করতে পেরেছেন।

আশা করি আইফোন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর উপায় সম্পর্কে আপনি জানতে পেরেছেন। উপরের টিপস গুলো ফলো করার মাধ্যমে আপনার আইফোনের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক অনেকাংশেই বাড়িয়ে নিতে পারবেন।

এরপর যদি আপনি আপনার আইফোনের ব্যাটারি ব্যাকআপ সেভ করতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার কিছু এডভাইস দিব, যার মাধ্যমে আপনি আপনার আইফোনের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারবেন।

জানতে ও জানাতে চাই।