বর্তমানে যেহেতু কোভিড পরিস্থিতিতে আমরা সবাই ঘরে অবস্থান করছি। এই সময়টাকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। আজকের আলোচনার বিষয়- বাড়ির আঙ্গিনায় বাগান করার ক্ষেত্রে যে যে পদক্ষেপ গ্রহণ করবে এবং বাগান তৈরীর মাধ্যমে যেভাবে লাভবান হওয়া যায় তার বর্ণনা।
বাগানে তুমি কি কি গাছ লাগাতে চাও?
শহরের বাড়িতে ছাদ হলো উন্মুক্ত স্থান। ছাদের পরিকল্পনা করে সবজি ও ফলের বাগান করা এবং মুরগি, কোয়েল পাখি ও কবুতর পালন করা যায়। এক্ষেত্রে তারের জাল দিয়ে ঘর তৈরি করে নিতে হয়।
ছাদে যেসব গাছ লাগানো যায়, তা হলোÑ কলম করা আম, পেয়ারা, ডালিম, পেঁপে, বরই ইত্যাদি। সবজির মধ্যে লাউ, সীম, ঝিঙ্গা, কুমড়া, পুঁই, শশা, করল্লা ইত্যাদি। মরিচ, লেবু, টমেটো, বেগুন ইত্যাদি গুল্ম গাছও লাগানো যায়।
তবে গাছ কেবল লাগালেই চলবে না এর যত্ন ও পরিচর্যা করতে হবে। শহরের প্রতিটি বাড়ির ছাদকে যদি সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় তবে সবুজের বিপ্লব ঘটানো সম্ভব।
নিজের উৎপাদিত সবজি একদিকে যেমন তৃপ্তি দিবে অন্যদিকে অর্থের সাশ্রয় হবে। অবসর সময়কে কাজে লাগানো যাবে। পরিবারের সবাই মিলে কাজ করলে সকলের মধ্যে মধুর সম্পর্ক গড়ে উঠবে।
আরও দেখুনঃ
বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার করবে?
এ কাজের মাধ্যমে তুমি কীভাবে উপকৃত হবে বলে মনে করছো?