ঘ) পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর:
উত্তর: পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করা হলো –
উদ্দীপকের বিক্রিয়া দুটি হল –
- 2HCl (aq) + Mg(OH)2 (aq) → MgCl2 + 2H2O
- 3HCl (aq) + Al(OH)3(aq)→ AlCl3 + 3H2O
এসিড + ক্ষার→ লবণ + পানি
পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার ভূমিকা অপরিসীম।
মূলত পাকস্থলীতে এসিডিটি (HCl) দেখা দিলে আমাদেরকে অ্যান্টাসিড ঔষধ সেবন করানো হয়।
এন্টাসিড মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যা, সাসপেনশন বা ট্যাবলেট দুইভাবেই পাওয়া যায়।
কখনো কখনো এন্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে। এই ক্ষারজাতীয় এন্টাসিড ওষুধ পাকস্থলীর এসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিড কে প্রশমিত করে নিরপেক্ষ যৌগ লবণ ও পানি উৎপন্ন করে।
এবং এই লবণ ও পানি বেশি হয়ে গেলে তা আমাদের শরীরের ঘাম এর মধ্য দিয়ে ও প্রস্রাবের মধ্য দিয়ে বেরিয়ে যায় এবং আমরা এসিডিটি থেকে রক্ষা পাই।
পাকিস্তানের এসিড + এন্টাসিড ওষুধ →লবণ + পানি।
সুতরাং, পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে তা থেকে উত্তরণের জন্য উদ্দীপকের বিক্রিয়াগুলোর ভূমিকা অপরিসীম।
আরও দেখুনঃ
ক) এসিডের সঙ্গা দাও?
খ) ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন, ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের ii) নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর।