রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ প্রকাশিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিশিয়াল ওয়েবসাইটে (ru.ac.bd)। আজকে রাবি আবেদন যোগ্যতা ও ভর্তি তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব।
Rajshahi University Admission Test Notice 2025-19
আজকে আমারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে খুটিনাটি আলোচনা করব । রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়টি ইউনিট রয়েছে , কোন ইউনিট কোন অনুষদের অর্ন্তভূক্ত, আবেদন যোগ্যতা এবং আসন সংখ্যা নিয়ে আলোচনা করব ।
গুরুত্বপূর্ন তারিখ ও সময় সমূহ:
আবেদন শুরুঃ ৩ সেপ্টেম্বর ২০২৫ (দুপুর ১২.০০)
আবেদন শেষঃ ১২ সেপ্টেম্বর ২০২৫ (রাত ১২.০০)
ভর্তি পরীক্ষা : ২২ ও ২৩ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা:-
রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ এ প্রাথমিক আবেদনের সর্বনিম্ন জিপিএ কমানো হয়েছে।।
- বিজ্ঞান বিভাগ:- মোট জিপিএ ৮.০০ (এসএসসি ও এইচএসসি এর কোনোটিতে ৩.৫০ এর কম নয়)
- মানবিক বিভাগ:- মোট জিপিএ ৭.০০ (কোনোটিতে ৩.০০ এর কম নয়)
- বানিজ্য বিভাগ:- মোট জিপিএ ৭.৫০ (কোনোটিতে ৩.৫০ এর কম নয়) মোটঃ ৭.৫০
পরীক্ষা পদ্ধতি ও নাম্বার বন্টন:-
রাবিতে এবার হচ্ছে না লিখিত পরীক্ষা। গতবছরের মতোই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ মার্কসের পরীক্ষা হবে। ৫ টি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রতি ইউনিটে সর্বোচ্চ ৩২০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। সোর্স: রাবি উপ-উপাচার্য
- মোট মার্কঃ ১০০
- পাস মার্কঃ ৪০ থেকে কমিয়ে ৩৫ করা হয়েছে
*** I (আই) ইউনিটের নাট্যকলা ও সঙ্গীত বিভাগে, ইউনিটের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ এবং ইউনিটের চিত্রকলা , প্রাচ্যকলা , মৃৎশিল্প ও ভাষ্কর্য, গ্রাফিক্স ডিজাইন , কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ভর্তী হতে ইচ্ছুক তাদের তাদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। ব্যবহারিক পরীক্ষার সময় সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
ইউনিট পরিচিতি ও মোস্ট ডিমান্ডেড সাব্জেক্ট:-
ইউনিট |
অনুষদের নাম |
A |
কলা, চারুকলা অনুষদ |
B |
বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট(আইবিএ) |
C |
বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদ |
D |
জীব ও ভূ-বিজ্ঞান এবং কৃষি অনুষদ |
E |
আইন, সামাজিক বিজ্ঞান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট |
বিশেষ কোটায় আসন সংখ্যাঃ
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠি:- ৫০ টি (প্রতি সাব্জেক্টে সর্বোচ্চ ২ টি )
- শারীরিক প্রতিবন্ধী:-৫০ টি (প্রতি সাব্জেক্টে সর্বোচ্চ ২ টি )
- মুক্তিযোদ্ধা :- প্রতি সাব্জেক্টের আসন সংখ্যার ৫ %
- পোষ্যকোটা:- প্রতি সাব্জেক্টের আসন সংখ্যার ৫ %
- বি কে এস পি:- শারীরিক শিক্ষা ও বিজ্ঞান বিভাগের আসন সংখ্যার ২০%
গুরুত্বপূর্ণ তথ্য:-
- আগামী বছর থেকে এমসিকিউ ও লিখিত উভয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- সেকেন্ড টাইম বন্ধ আগামী বছর থেকে।