বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯

১৯৮৬ সালে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয় শাবিপ্রবিএবং সাস্ট নামেও পরিচিত। এটি দক্ষিণ এশিয়ার প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। sust এর ভর্তি বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়  sust.edu/ ওয়েবসাইটে।

Shahjalal University of Science and Technology Admission Notice 2025

গুরুত্ত্বপূর্ন সময় ও তারিখঃ 

আবেদন শুরুঃ ০২ সেপ্টেম্বর ২০২৫

আবেদন শেষঃ ২৫ সেপ্টেম্বর ২০২৫

ভর্তি পরীক্ষাঃ ১৩ অক্টোবর ২০২৫ সকাল ৯:৩০ A Unit এবং দুপুর ২ঃ৩০ B  Unit

ইউনিট পরিচিতিঃ 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি ইউনিট রয়েছে-একটি A ইউনিট অন্যটি B ইউনিট

  • A ইউনিটঃ বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য
  • B ইউনিটঃ শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য
  • B ইউনিট কে আবার দুটি সাবগ্রুপে ভাগ করা হয়েছে
  • B1 ইউনিটঃ সকল ইঞ্জিনিয়ারিংবিষয় এর জন্য।
  • B2 ইউনিটঃ আর্কিটেকচার এর জন্য।
  • কেউ চাইলে শুধু বি -১ এ এক্সাম দিতে পারবে কিংবা চাইলে বি-২ সহ এক্সাম দিতে পারবে।
  • ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা এক্সাম দিতে পারবে|

ফরমের মূল্যঃ

  • A ইউনিটঃ- ৮০০ টাকা
  • B1 ইউনিটঃ- ৮০০ টাকা
  • B2 ইউনিটঃ- ৯০০ টাকা

আবেদনের যোগ্যতাঃ

  • SSC/সমমান পাশ করতে হবেঃ ২০১৫ বা ২০১৬
  • HSC/সমমান পাশ করতে হবেঃ ২০২৫ বা ২০২৫
  • A ইউনিটের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই- এসএসসি ও এইচএসসি পরিক্ষায় নূন্যতম জিপিএ ৩.০সহ মোট ৬.৫ থাকতে হবে।
  • B ইউনিট ইউনিটের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই- এসএসসি ও এইচএসসি পরিক্ষায় নূন্যতম জিপিএ ৩.০সহ মোট ৭.০ থাকতে হবে।

বিজ্ঞান বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা A ও B দুইটি ইউনি্টেই আবেদন করতে পারবেন।

আসন সংখ্যা

ইউনিট

আসন সংখ্যা

A ইউনিট বিজ্ঞান-২২০
মানবিক- ৩১০
বাণিজ্য- ৮৩

A ইউনিটে মোট আসন ৬১৩ টি

B1 ইউনিট ৯৫০
B2 ইউনিট ৪০

B ইউনিটে মোট আসন ৯৯০ টি

সংরক্ষিত আসন

মুক্তিযোদ্ধার সন্তান ২৮
ক্ষুদ্র নৃগোষ্ঠী ২৮
প্রতিবন্ধী ১৪
পোষ্য ১৬
বিকেএসপি

মোট ১০০

পরীক্ষার মানবন্টন

বিজ্ঞান বিভাগের জন্যঃ-

  • ইংরেজি-২০
  • বাংলা-১০
  • পদার্থবিজ্ঞান-১০
  • গণিত/জীববিজ্ঞান-১০
  • রসায়ন-১০
  • বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি-১০
  • লিখিত পরীক্ষা -৭০
  • রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০
  • সর্বমোট -১০০
  • সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

মানবিক বিভাগের জন্যঃ-

  • ইংরেজি ২০
  • বাংলা ১০
  • মাধ্যমিক পর্যায়ের গণিত-১০
  • অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস ও ইসলামের ইতিহাস, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়-৩০
  • লিখিত পরীক্ষা -৭০
  • রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০
  • সর্বমোট -১০০
  • সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

বাণিজ্য বিভাগের জন্যঃ-

  • ইংরেজি-২০
  • বাংলা-১০
  • মাধ্যমিক পর্যায়ের গণিত-১০
  • হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসংগ-৩০
  • লিখিত পরীক্ষা -৭০
  • রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০
  • সর্বমোট -১০০
  • সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

B ইউনিট(B1 ইউনিট)ঃ-

  • ইংরেজি -১০
  • পদার্থ- ২০
  • রসায়ন -২০
  • গণিত -২০
  • লিখিত পরীক্ষা=৭০
  • রেজাল্টঃ SSC+HSC=১৫+১৫=৩০
  • সর্বমোট = ১০০
  • সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

B2 ইউনিটঃ 

  • ইংরেজি -১০
  • পদার্থ- ২০
  • রসায়ন -২০
  • গণিত -২০
  • ড্রইং ও স্থাপত্য বিষয়ে সাধারণ জ্ঞান-৩০
  • সর্বমোট = ১০০
  • সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট+ ১ ঘন্টা=২ঘন্টা ৩০ মিনিট

প্রস্ততির ক্ষেত্রে করণীয়ঃ 

প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আলাদা করে কিছু প্রস্তুতি নিতে হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও আলাদা কিছু বিষয় নিয়ে ভাবতে হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে নিচে আলোচনা করা হল।

পদার্থ, রসায়ন এবং ম্যাথ এর সূত্রের জন্য আলাদা আলাদা নোট তৈরি  করতে হবে । এই নোটটিতে অধ্যায়ভিত্তিক ছোট-বড়, জানা-অজানা সকল সূত্র থাকতে হবে। যেন পরীক্ষার আগে বা যেকোন প্রয়োজনে তুমি সহজে দেখা যায়। সূত্রগুলো থেকে কীভাবে ম্যাথ আসতে পারে তা ভাবতে হবে।  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে গণিতে সিদ্ধহস্ত হতে হবে। গণিতে ভাল প্রস্তুতি এর জন্য বিগত দশ বছরের প্রশ্ন দেখার পাশাপাশি মূল বইয়ের ম্যাথ Step by step প্রতিটাই করার পাশাপাশি কৌশলগুলোও মনে রাখতে হবে। এছাড়া বিগত ৬-৭ বছরের সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে হবে । কখনই কোন বিষয় না বুঝে এড়িয়ে যাওয়া যাবে না। আলাদা পৃষ্ঠায় না বোঝার বিষয়গুলো লিখে রাখতে হবে।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.