বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৫-১৯ প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য brur.ac.bd এই ওয়েব সাইটে পাওয়া যাবে । আজকে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
Begum Rokeya University Admission Notice 2025-19
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ২০২৫-১৯ শিক্ষাবর্ষে ০৬(ছয়)টি অনুষদের ২১(একুশ)টি বিভাগে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির আবেদন আহ্বান করা হচ্ছে।
ভর্তি পরীক্ষার গুরত্বপূর্ণ তারিখ ও সময়
আবেদন শুরুর তারিখ: ২৬ সেপ্টেম্বর (বুধবার) ২০২৫ সকাল ১০ঃ০০ টা
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) ২০২৫ রাত ১২ঃ০০ টা
ভর্তি পরীক্ষাঃ ২ ডিসেম্বর (রবিবার) ২০২৫ থেকে ৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ২০২৫
ফলাফল প্রকাশঃ ১২ ডিসেম্বর (বুধবার) ২০২৫
ইউনিট পরিচিতি ও আসন সংখ্যাঃ
ইউনিট ও অনুষদ | বিভাগ | HSC পরীক্ষার শাখা অনুযায়ী আসন সংখ্যা | মোট আসন সংখ্যা |
ইউনিট A (কলা অনুষদ) |
বাংলা |
|
৬৫ |
ইংরেজি |
|
৬৫ |
|
ইতিহাস ও প্রত্নত্তত্ত্ব |
|
৬৫ |
|
ইউনিট B (সামাজিক বিজ্ঞান অনুষদ) |
অর্থনীতি
|
|
৬৫ |
রাষ্ট্রবিজ্ঞান |
|
৬৫ |
|
সমাজ বিজ্ঞান |
|
৬৫ |
|
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ |
|
৬৫ |
|
গণযোগাযোগ ও সাংবাদিকতা |
|
৫০ |
|
লোকপ্রশাসন (পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন) |
|
৬৫ |
|
ইউনিট C (ব্যবসায় প্রশাসন অনুষদ) |
অ্যাকাউন্টিং |
|
৬০ |
মার্কেটিং |
|
৬০ |
|
ম্যানেজমেন্ট |
|
৬০ |
|
ফিনান্স ও ব্যাংকিং |
|
৬০ |
|
ইউনিট D (বিজ্ঞান অনুষদ) |
পদার্থ |
|
৬০ |
গণিত |
|
৬০ |
|
রসায়ন |
|
৬০ |
|
পরিসংখ্যান |
|
৬০ |
|
ইউনিট E (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) |
|
৩৫ |
ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) |
|
৩৫ |
|
ইউনিট F (জীব ও ভূবিজ্ঞান অনুষদ) |
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান |
|
৫০ |
দূর্যোগ ব্যাবস্থাপনা |
|
৫০ |
আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে প্রতিটি ইউনিটের জন্য বিভাগভিত্তিক আলাদা আলাদা পয়েন্ট নির্ধারণ করা হয়েছে ।
ফরমের মূল্যঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক ফরমের মূল্য নির্ধারন করা হয়েছে ।
ইউনিটের নাম |
অনুষদ | টাকা (সার্ভিস চার্জসহ ) |
A |
কলা |
৪৪০ |
B |
সামাজিক বিজ্ঞান | ৬০৫ |
C | বিজনেজ স্টাডিজ |
৪৯৫ |
D |
বিজ্ঞান | ৪৯৫ |
E | প্রকৌশল ও প্রযুক্তি |
৩৮৫ |
F | জীব ও ভূ-বিজ্ঞান |
৩৮৫ |
আবেদনের প্রক্রিয়াঃ
একটি টেলিটক মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে স্পেস দিয়ে HSC শিক্ষা বোর্ডের ইংরেজি নামের প্রথম তিনটি অক্ষর লিখে স্পেস দিয়ে HSC পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস দিয়ে HSC পাশের সন লিখে স্পেস দিয়ে SSC শিক্ষা বোর্ডের ইংরেজি নামের প্রথম তিনটি অক্ষর লিখেস্পেস দিয়ে SSC পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস দিয়ে SSC পাশের সন লিখে স্পেস দিয়ে কাঙ্খিত ইউনিটের কোডটি (A / B / C/ D / E / F) লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে।
উদাহরণ:
BRUR<space>DIN<space>123456<space>2022<space>DIN<space>567890<space>2015<space>A
উপরের নিয়ম অনুযায়ী SMS পাঠানোর পর সকল তথ ̈ সঠিক হলে ফিরতি SMS-এ আবেদনকারীর নাম, রেজিস্টেশন ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে।
সম্মতি জানানোর জন প্রথমে BRUR লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN নম্বর লিখে স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন ̈ নিজের ব ̈বহৃত (যে কোনো অপারেটর এর) একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।
উদাহরণ: BRUR<space>YES<space>PIN<space>01XXXXXXXXX
আবেদনকারীর টেলিটক মোবাইলে কাঙ্খিত পরিমাণ টাকা থাকলে সম্মতি জানানোর সাথে সাথেই রেজিস্টেশনের জন্য নির্ধারিত ফি কর্তন করে নেওয়া হবে এবং একটি USER ID ও Password দেওয়া হবে । যা কিনা প্রবেশ পত্র ডাউনলোডের জন্য কাজে লাগবে ।