খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৫-১৯ ভর্তি বিজ্ঞপ্তি বা কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ প্রকাশিত হবে kuet.ac.bd ওয়েবসাইটে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৫-১৯ এখনো প্রকাশিত হয়নি। কুয়েট ভর্তি সার্কুলার ২০২৫-১৯ প্রকাশিত হওয়ার সাথে সাথে এখানে সকল আপডেট পেয়ে যাবেন। চলুন দেখে নেয়া যাক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৮।
কুয়েট ভর্তি পরীক্ষার গুরুত্ত্বপূর্ন তারিখ ও সময়ঃ
আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শুরুঃ ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা
আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শেষঃ ২৩ সেপ্টেম্বর রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে পরীক্ষার জন্য টাকা জমা দেওয়া যাবে ২৪ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত।
প্রবেশ পত্র ডাউনলোড শুরুঃ
প্রবেশ পত্র ডাউনলোড শেষঃ
A,T,P চিহ্নিত আবেদন পত্র জমা দেয়ার শেষ সময়ঃ
পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ
পরীক্ষাঃ ২৭ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।
ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশঃ
কুয়েট ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতাঃ
HSC/সমমান পাশের সালঃ ২০২৫-২০২৫
ন্যূনতম গ্রেডঃ HSC/সমমানঃ গণিত,পদার্থ,রসায়ন ও ইংরেজী সহ মোট ১৮.৫ পয়েন্ট এবং জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে।
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে হলে কমপক্ষে বায়োলজিতে এ গ্রেড পেতে হবে।
কুয়েট ভর্তি পরীক্ষা পদ্ধতি ও মানবন্টনঃ
সকল আবেদন কারীদের ভিতর থেকে SSC ও HSC ফলাফলের উপর ভিত্তি করে প্রথম ১৩০০০+ জনকে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হবে।
মোট নম্বরঃ ৫০০ (এমসিকিউ),প্রতিটি ভূল উত্তরের জন্য কাটা যাবে ২৫% নাম্বার।
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট।
বিষয় ভিত্তিক নম্বরঃ
- গণিত -১৫০ ,
- পদার্থ -১৫০ ,
- রসায়ন -১৫০
- ইংরেজী-৫০
উপরোক্ত ৪ টি বিষয় থেকে ২৫ টি করে মোট ১০০ টি এমসিকিউ প্রশ্ন করা হবে।
আর্কিটেকচারের জন্যও একই প্রশ্নে পরিক্ষা হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভাগ ও আসন সংখ্যাঃ
- সিভিল ইঞ্জিঃ-১২০
- নগর ও অঞ্চল পরিকল্পনা-৬০
- আর্কিটেকচার-৬০
- বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ও কন্সট্রাকশন ম্যানেজমেন্ট- ৬০
- কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-১৮০
- ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন-৬০
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং -১২০
- মেকানিক্যাল-১২০
- ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিঃ-৬০
- লেদার ইঞ্জিঃ-৬০
- টেক্সটাইল ইঞ্জিঃ-৬০
- এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জি- ৩০
- সহ মোট ১০০৫ টি যেখানে কোটা রয়েছে ৫ টি।
অন্যান্য যে বিষয় গুলো জানা থাকা জরুরীঃ ক্যালকুলেটর ব্যতিত অন্য কোন ডীভাইস সাথে আনা যাবেনা
যে কোন প্রয়োজনেঃ ০১৭৯৯২৭৩৬৫৫(সকাল ৯.০০ টা হতে বিকা; ৫.০০ টা)
কুয়েট অফিসিয়াল ওয়েবসাইটঃ “http://admission.kuet.ac.bd”