চাকরির খবর

নেত্রকোণা সদর উপজেলায় সদ্যপ্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়কে সদর উপজেলায় পাঁচটি মৌজায় ৫০০ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (৬ নভেম্বর) জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদনের বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নেত্রকোণা সদর উপজেলায় পাঁচটি মৌজায় বিভিন্ন দাগের বিপরীতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়কে এই ৫০০ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, নেত্রকোণা সদর উপজেলার রামপুর মৌজায় ৮১ একর, কান্দুলিয়া মৌজায় ২২৫ দশমিক ৪৬ একর, গোবিন্দপুর মৌজায় ১০৫ দশমিক ৯৫ একর, রায়দুমরুহি মৌজায় ৩৪ দশমিক ৩০ একর এবং সুহিলপুর মৌজায় ৫৩ দশমিক ২৯ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টিকে।

সূত্র জানায়, উপাচার্যের অনুরোধে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়কে এই ৫০০ একর জমি অধিগহণের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.