national university

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ২৬ এবং ২৭ নভেম্বরের সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত এই পরীক্ষার তারিখ অতিসত্বর বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৬ এবং ২৭ নভেম্বরে সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত এ পরীক্ষা সমূহের তারিখ শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কী কারণে এই দুই দিনের পরীক্ষা স্থগিত করা হলো সে বিষয়ে কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। তবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা সদ্য জাতীয়করণ করা কলেজ শিক্ষকদের ক্যাডারভুক্তির প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে। সেজন্যই জাতীয় বিশ্ববিদ্যালয় এই দু’দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.