বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দ ফরম পূরণ শুরু হচ্ছে। সোমবার (০৫ নভেম্বর) পাঁচটা থেকে শুরু হয়ে চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম পুরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের ০৫-১৫ নভেম্বরের মধ্যে বিষয় পছন্দ ফরম পূরণ করে তার প্রিন্ট নিতে হবে। নির্ধারিত সময়ে ফরম পূরণ না করলে তিনি সাক্ষাৎকারে (ভাইভা) অংশগ্রহণ নিতে পারবেন না। ধারাবাহিকভাবে ‘এ’ ও ‘ডি’ ইউনিটের সাক্ষাতকার আগামী ১৮ ও ১৯ নভেম্বর, ‘ই’ ইউনিটের আগামী ১৯ ও ২০ নভেম্বর, ‘বি’ ইউনিটের আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীকে পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, পূরণকৃত বিষয় পছন্দ ফরম পুরণের কপি সাথে আনতে হবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ক্লিক করুন) এ পাওয়া যাবে।