শিক্ষা সংবাদ

প্রশাসনের কড়াকড়ি-কোচিং বন্ধসহ বিভিন্ন বিধি-নিষেধ দিয়ে কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁস। এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের মত আবারোও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে ঘুরছে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের ছবি।

রুটিন অনুযায়ী শনিবার সকালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর কথা রয়েছে। তার আগেই শুক্রবার বিকাল থেকে বিভিন্ন পেজ ও গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। ‘ssc examination 2024’ সার্চ দিলেই চলে আসছে এই সব পেইজ বা গ্রুপে কর্মকাণ্ড। এই সব পেইজ বা গ্রুপগুলো ভিজিট করলে দেখা যায়, এসএসসি’র বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের ছবি অথবা মোবাইল স্কিনশর্ট দিয়ে দেয়া হয়েছে। এছাড়া কেউবা প্রশ্নপত্রের ক্ষুদ্র অংশের ছবি দিয়ে জানাচ্ছে টাকা দিলেই পুরো প্রশ্নপত্র পাওয়া সম্ভব অথবা পরীক্ষা শেষ হলে টাকা নেয়া হবে। অনুসন্ধানে দেখা গেছে এইসব পেইজ বা গ্রুপে দেয়া প্রশ্নপত্র একই। তারা সবাই জানাচ্ছে এই প্রশ্ন শতভাগ সঠিক। এদের মধ্যে কেউ কেউ ইউটিউবে প্রশ্নপত্রের ভিডিও চিত্রও আপলোড করে দিয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

‘SSC Questions 2024 All board’ নামের একটি পেইজ প্রতিবেদন লেখার দুই ঘণ্টা আগে তাদের পেইজে প্রশ্নপত্রের মোবাইল স্কিনশর্ট দিয়ে বাংলা ইংরেজি মিলিয়ে লিখেছে,’সবার আগে প্রশ্নপত্র পেতে লাইক দিয়ে একটিভ থাকো, শেয়ার করে সবাইকে জানিয়ে দাও’

‘PSC JSC SSC HSC ALL BOARD QUESTIONS 100% COMMON’ নামের একটি পেইজে ‘‎MD Rahim Khan‎’ নামের এক ফেইসবুক আইডি থেকে লেখা হয়েছে ‘১০০% কমন পড়ার পর টাকা নেবো। তার আগে এক টাকাও নেয়া হবে না।’

‘SSC 2024 All Board Question and Suggestion’ নামের একটি পেইজে লেখা হয়েছে,’ অলরেডি প্রশ্ন হাতে চলে এসেছে। সবাইকে দেয়া শেষ। যাদের লাগবে, এখনই পেজে ম্যাসেজ দিয়ে এডমিট কার্ড আর রেজিস্ট্রেশনের ছবি দিয়ে গ্রুপে জয়েন করো’

এই সব পেইজ ও গ্রুপে দেয়া প্রশ্নপত্রের আংশিক বা পূর্ণ ছবিগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন অনেকেই। অসংখ্য কমেন্ট করেছেন তারা। প্রত্যেকেই যোগাযোগের মাধ্যমে জানতে চাইছেন কিভাবে প্রশ্নপত্র পাওয়া সম্ভব। পেইজ বা গ্রুপ থেকে ইনবক্সে লেখার কথা জানানো হচ্ছে। এই সব পেইজ বা গ্রুপে ম্যাসেজ দিয়ে প্রতিবেদক যোগাযোগ করলে ব্লক করে দেয়া হয়েছে।

এরআগে বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টা খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুবহু একই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। প্রশ্নপত্র ফাঁস হলে পরীক্ষা বাতিল হবে এমন কথা শিক্ষামন্ত্রী বললেও ফাঁস হওয়া বাংলা প্রথম পত্র প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের কোন মিল খুঁজে পাননি বলে জানান তিনি।

আরও পড়ুনঃ

বাতিল হতে পারে এসএসসির ০১/০২/২০২৪ এর বাংলা পরীক্ষা

I hope you are enjoying this article. Thanks for visiting this website.