শিক্ষা সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে আবেদন শেষে এখন পরীক্ষার প্রস্তুতি চলছে।  লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, সেজন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন। ২০২৪-২০২৪ সালের বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান তুলে ধরা হলো। আজ থাকছে প্রথম পর্ব-

১. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ–
উত্তর: তস্কর।

২. যে বাগধারাটি অন্যগুলো থেকে স্বতন্ত্র–
উত্তর: মানিকজোড়।

৩. পরকে পালন করে যে–
উত্তর: পরভৃৎ।

৪. প্রত্যয়বাচক শব্দের দৃষ্টান্ত–
উত্তর: শোওয়া।

৫. লাইলী-মজনু প্রণয়োপাখ্যান সম্পাদনা করেন–
উত্তর: আহমদ শরীফ।

৬. বিভুঁই শব্দে ‘বি’ উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে–
উত্তর: ভিন্নতা।

৭. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচিয়তা–
উত্তর: রশীদ করিম।

৮. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়–
উত্তর: অহিংসা (মানিক বন্দোপাধ্যায়)।

৯. ‘বিদেশী ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর, আগে নয়।’ লেখাটি কার–
উত্তর: আবুল মনসুর আহমদের।

১০. ঠিক বানানটি হলো–
উত্তর: পূর্বাহ্ণ।

১১. সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে–
উত্তর: ওস্কার।

১২. OMBUDSMAN এর বাংলা পরিভাষা হলো–
উত্তর: ন্যায়পাল।

১৩. ‘to kick the bucket’ এর সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দবন্ধ–
উত্তর: পটল তোলা।

১৪. ‘আসাদের শার্ট’ কবিতাটির রচয়িতা–
উত্তর: শামসুর রাহমান।

১৫. ‘লিপিকা’ যে ধরনের গ্রন্থ–
উত্তর: গদ্য।

১৬. রাত্রিকালীন যুদ্ধের সংক্ষিপ্ত রূপ–
উত্তর: সৌপ্তিক।

১৭. প্রমথ চৌধুরীর মতে, ‘সাহিত্যের উদ্দেশ্য হলো’–
উত্তর: আনন্দ দান।

১৮. নিচের কোন বানানটি শুদ্ধ–
উত্তর: নির্মীলিত।

১৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি–
উত্তর: প্রভাবতী সম্ভাষণ।

২০. আলাওলের রচনা নয় কোনটি–
উত্তর: ইউসুফ-জোলেখা।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.