সম্প্রতি শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে আবেদনের সময়সীমা। এবার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সম সময় শুরু। লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে ২০টি করে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। আজ বাংলা বিষয়ে দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর-
১. ‘আরেক ফাল্গুন’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: জহির রায়হান।
২. যে বানান শুদ্ধ-
উত্তর: পোশাক, বিভীষিকা, ন্যূনতম।
৩. কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই?
উত্তর: হাইফেন।
৪. আলালী বা হুতোমী ভাষা বলা হয় কোন ভাষাকে?
উত্তর: চলিত।
৫. ‘দুহিতা’, ‘সৌম্য’, ‘আবির্ভাব’ শব্দের বিপরীত কোনটি?
উত্তর: পুত্র, উগ্র, তিরোভাব।
৬. ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ-
উত্তর: অর্ধাঙ্গিনী।
৭. ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-
উত্তর: চতুঃ+পদ।
৮. ‘সিংহপুরুষ’ ও ‘মৌমাছি’ কোন সমাস?
উত্তর: উপমিত কর্মধারায় ও কর্মধারয় সমাস।
৯. ‘মানব’ ও ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয়-
উত্তর: মনু+ষ্ণ ও মহৎ+ইমন।
১০. যে উপকারীর অপকার করে-
উত্তর: কৃতঘ্ন।
১১. ‘পাপে বিরত থাকো’- কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
১২. ‘Edition’ ও ‘Autonomous’ শব্দের অর্থ-
উত্তর: সংস্করণ ও স্বায়ত্তশাসিত।
১৩. ‘রাত্রি’ শব্দের সমার্থক শব্দ নয়-
উত্তর: ভানু।
১৪. ‘যা পূর্বে ছিল এখন নেই’- বাক্য সংকোচন কোনটি?
উত্তর: ভূতপূর্ব।
১৫. ‘কেতাদুরস্ত’ বাগধারার অর্থ কী?
উত্তর: পরিপাটি।
১৬. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তর: ধ্বনিতত্ত্বে।
১৭. বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৮. ‘দহরম মহরম’-এর বিপরীত বাগধারা কোনটি?
উত্তর: অহি-নকুল।
১৯. ‘ডাক্তার ডাক’- কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: কর্মকারকে শূন্য বিভক্তি।
২০. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান কত সালে?
উত্তর: ১৯১৩ সালে।