Skip to content
Trending

NTRCA Vacant Post List 2025 District Wise (সকল জেলাভিত্তিক শূন্য পদের তালিকা)

HSC Short Syllabus 2025 PDF All Subjects

NTRCA Vacant Post 2025 | www.ngi.teletalk.com.bd Subject Wise Vacant list

Robert Bruce Completing Story for SSC, HSC (Failure is the pillar of Success)

“A Thirsty Crow”: Completing Story for Class SSC, HSC

July 28, 2025
All Result BD
All Result BD
All Result BD
  • Notice
  • Routine
  • Admit Card
  • Result
  • Job Circular
  • Job Result
  • Admission Result
  • Nu Result
  • College Admission
class 7 math assignment
Assignment

Class 7 Math Assignment Answer 2025 3rd Week (৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত)

  • by AllResultBD
  • February 28, 2022February 28, 2022
  • No Comment

We are always there to help you with your academic activities. Because of the recent lockdown situation, the directorate of secondary and higher secondary authority is giving assignment tasks on different subjects. So, students of different classes are looking for assignment solutions.  Today, we have brought your class 7 Math assignment answer 2021. If you want to complete your Math assignment perfectly, our solution can help you a lot.

Class 7 Math Assignment Answer 2021

If you can solve all the questions to your math assignment, you will be able to learn a lot of important things from your math textbook. From this class 7 math assignment answer, you will get to know about different questions on Geometry, Algebra, Trigonometry, and other parts of your mathematics subject. So we would request you practicing more and more to be skilled in this subject.

Check also:

  • Class 7 Agriculture Assignment Answer
  • Class 7 Home Science Assignment Answer
  • Class 7 Assignment (4th Week) All Subjects

You will get both broad and short questions. In the part of the broad question, you will get some sub-questions as well. You first try to solve every question for yourself. If you cannot do it even after that, then you can take help from our assignment solution. This will help you more than any other way.

7th Week Math Assignment Class 7

https://i.imgur.com/WI1QJtC.jpg

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

১. তােমার পরিবারের দুইজন সদস্যের বয়স বছরে লিখ এবং তাদের বর্গমূল সংখ্যা রেখায় স্থাপন কর। ২. ২৪ ও ১৪৩ সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় কর। আবার, সংখ্যা দুইটির বর্গের অন্তরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যােগ করলে যােগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তা নির্ণয় কর।

নির্দেশনাঃ ১. শিক্ষার্থীরা পরিবারের দুইজন সদস্যের বয়স লিখে তাদের বর্গমূল বের করে সংখ্যারেখায় স্থাপন করবে।

২. সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল যে কোনাে প্রক্রিয়ায় নির্ণয় করবে। অতঃপর সংখ্যাটি পূর্ণবর্গ করতে, সংখ্যা দুইটির বর্গের অন্তরের সাথে সঠিক প্রক্রিয়ায় ক্ষুদ্রতম সংখ্যাটি যােগ করবে।

https://i.imgur.com/l2N9Pnf.jpg

৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত

You can easily download your class 7 math assignment answer copy. We have solved all the questions of your math assignment by our expert math teachers so that we are sure about the correctness of every math. If you are skeptical about the accuracy of our math solutions, you can verify them with other math solutions. However, if you want to download your class 7 math assignment answer, you need to click on the link mentioned here.

https://i.imgur.com/EMREgxG.jpg

3rd Week 7 math assignment Answer

আ্যাসাইনমেন্ট-১
১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর।

২. একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, তা নির্ণয় কর।

https://i.imgur.com/qN66uqb.jpg

প্রশ্ন-০১: তােমার গণিত বইয়ের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ, প্রস্থের এক তৃতীয়াংশ এবং তােমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে, প্রাপ্ত তথ্যগুলাে ব্যবহার করে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও।

  • (ক) পরিমাপকৃত বাহুগুলাের দ্বারা ত্রিভুজ অংকন কর।।
  • (খ) দেখাও যে, অংকনকৃত ত্রিভুজের কোণগুলাের মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম।
  • (গ) ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে, তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে।

https://i.imgur.com/wCtuirN.jpghttps://i.imgur.com/fWno4BX.jpghttps://i.imgur.com/KVcubg8.jpg

প্রশ্ন: ০২। তােমার ৩০ জন সহপাঠীর উচ্চতা (আসন্ন সেন্টিমিটারের মানে) সংগ্রহ কর এবং তা তােমার খাতায় লিপিবদ্ধ কর।

  • (ক) উপাত্তগুলােকে মানের ক্রমানুসারে সাজাও।
  • (খ) সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় কর।

https://i.imgur.com/LDaLqQI.jpghttps://i.imgur.com/IU4QrZ8.jpg

সংক্ষিপ্ত প্রশ্ন:

  • ১. (- p + 6) এর বর্গ কত?
  • ২. p + Q = 7 এবং p – q = 3 হলে 2(p2+q2) এর মান কত?
  • ৩. 3a2bc, 5ab2d এবং a3cd2 এর ল.সা.গু কত?

https://i.imgur.com/Ef77tSM.jpg

  • ৪. x3-25x এবং x2 + 2x -15 এর গ.সা.গু কত?
  • ৫. (a – 3)2 – 2 (a – 3) (a + 3) + (a + 3)2 এর সরল মান কত?

https://i.imgur.com/KQcBRux.jpg

  • ৬. 49×2 + 4y2 এর সাথে কত যােগ করলে যােগফল পূর্ণবর্গ হবে?
  • ৭. x2 – 4xy – 9z2 + 4y2 এর একটি উৎপাদক (x – 2y + 3z) হলে, অপরটি কত?
  • ৮. নিচের কোনগুলাে সঠিক?
  • (i) (2x + 3y) (2x – 3y) = 4×2– 9y2
  • (ii)
  • (iii) (a + b)2+ 4ab = (a – b)2

https://i.imgur.com/nhHZ8qu.jpg

  • ৯. (x – y)2 = 29 হলে, (x + y)2 এর মান কত?
  • ১০. x2 + 5x – 6 এর উৎপাদকে বিশ্লেষণ কত?
  • ১১. 5 (x – 3) = 10 সমীকরণটির মূল কত?
  • ১২. কোন বিধি অনুযায়ী 2x + 3 = 7x -5 কে 7x – 5 = 2x + 3 লিখা যায়?
  • ১৩. (-1, 3 ) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
  • ১৪. কোনাে বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষ রেখায়?
  • ১৫. কোন সংখ্যা থেকে -6 বিয়ােগ করলে বিয়ােগফল -12 হয়?

https://i.imgur.com/5siqVZE.jpghttps://i.imgur.com/7Sw14Ze.jpg

6th week class 7 math assignment answer pdf

7 math assignment 5th Week

https://i.imgur.com/nDLed3f.jpg

অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌছল। ব্যবসায় তারা ২,২০,০০০ টাকা বিনিয়ােগ করে ১০% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলাে।

  • (ক) সজলের ঘণ্টায় গতিবেগ নির্ণয় কর।
  • (খ) আমীন ও সজলের গতিবেগের অনুপাত বের কর।
  • (গ) আমীন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় কর।

https://i.imgur.com/68NBq66.jpg

  • (ক) প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ কর।
  • (খ) ভগ্নাংশ তিনটির হরের ল. সা.গু. নির্ণয় কর।
  • (গ) দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যােগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়ােগ করা।

https://i.imgur.com/qCNB3Rv.jpg

সংক্ষিপ্ত প্রশ্ন:

১। ২ মাইল এবং ৩ কিলােমিটারের পার্থক্য কত মিটার?

২৷ একটি ঘনকের একটি তলের পরিসীমা ১২ মিটার হলে এর আয়তন কত?

৩। একটি গ্লাসে ২৫০ মিলিলিটার পানি ধরে। এরুপ ২৫টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরুপে ভরা যায়। পাত্রটিতে কত লিটার পানি ধরে?

৪৷ সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন ৮ ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় ২৮০ কেজি ৫০০ গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়?

৫৷ তােমার পড়ার টেবিলের প্রস্থ ২ ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। টেবিলটির উপরি তলের ক্ষেত্রফল কত?

৬। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে চার চক্কর দেন৷ তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য ১২০ মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলােমিটার হাঁটেন?

৭৷ অনু তার খাতায় একটি সামান্তরিক ঐকে মেপে দেখল যে, এর ভূমি ৭.৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৪.২৫ সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত?

৮৷ একটি ত্রিভুজের ভূমি ৬ সেন্টিমিটার ৫০ মিলিমিটার এবং উচ্চতা ৪০০ মিলিমিটার এর ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?

৯। ৭ কিলােমিটার ৭ সেন্টিমিটার = কত মিটার?

১০৷ উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে?

https://i.imgur.com/8b4LDnz.jpg

Class 7 math assignment 5th Week answer pdf

Class 7 Math 3rd Week assignment

চিত্রে, BA ও CE রেখাদ্বয় পরস্পর সমান্তরাল।

(ক) ∠BAC ও ∠ACE এর মধ্যে সম্পর্ক লিখ।

(খ) দেখাও যে, ∠BAC + ∠ABC = ∠ACD।

(গ) প্রমাণ কর যে, ∠ABC + ∠BCE = দুই সমকোণ।

https://i.imgur.com/0F3ClpC.jpghttps://i.imgur.com/w8MSPYl.jpg

২। একটি ত্রিভুজের দুইটি বাহু a = 3:2 সে:মি:, b = 4:5 সে:মি: এবং ∠B = 30°

(ক) ∠B এর সমান একটি কোণ আঁক।

(খ) একটি ত্রিভুজ আঁক যার দুইবাহু a ও b এবং এদের অন্তর্ভূক্ত কোণ <B এর সমান হয়।

(গ) এমন একটি ত্রিভুজ আঁক যার দুইটি বাহু a ও b এবং ∠B এর বিপরীত বাহু a হয়।

https://i.imgur.com/m9AVESq.jpghttps://i.imgur.com/tSJs1zt.jpghttps://i.imgur.com/BpdLvuE.jpg

সংক্ষিপ্ত প্রশ্ন:

১। সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না?

২। “ক” এর বর্গসংখ্যার একক স্থানে ৬ থাকলে “ক” এর একক স্থানের অঙ্কটি কী কী হতে পারে?

৩। ২৪৩৩৬ সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট ?

৪। ২৪৫ সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে?

৫। সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে ১৮০০ জন সৈন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে?

৬। x = -2, y = 3 হলে (3x – 2y) থেকে (-2x – 3y) এর বিয়ােগফলের মান কত?

৭। (7x – 3) এবং (7x + 5) এর গুণফল কত?

৮। 2a2 – 7ab + 6b2 কে 2a – 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

৯। 2 [6 – 3{ -2 (4 – 3 )}] এর সরল মান কত? ১০। x4 -7×3 + 2x – 11 রাশিটির x3 এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়ােগফলের মান কত?

https://i.imgur.com/LDiltVR.jpghttps://i.imgur.com/myOGDD8.jpghttps://i.imgur.com/VqhoNjq.jpg

Conclusion

We hope that you were not having any difficulty while downloading your class 7 math assignment answer. The solution copy is 100% accurate. So, you can download it without any hesitation and complete your assignment task by following our copy. We wish you all the best with your assignment tasks.

Tags:

Class 7 Assignment Math Assignment Answer

Share This Post:

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.
Class 6 Math Assignment Answer 2025 7th Week, 3rd Week (৬ষ্ঠ গণিত অ্যাসাইনমেন্ট)

Previous

Class 6 Math Assignment Answer 2025 7th Week, 3rd Week (৬ষ্ঠ গণিত অ্যাসাইনমেন্ট)

Next

Class 8 Math Assignment Answer 2025 (7th Week) ৮ম শ্রেণির গণিত

Related Posts

Bangladesh Independence Day
Assignment

This year we are going to celebrate the Golden Jubilee of our Independence Day. If you are assigned to organize a cultural programme to celebrate the day at your school,

  • by AllResultBD
  • July 15, 2025July 15, 2025
Classroom cleaning
Assignment

Think of a person who is a service provider in your school/ locality or at your home. We know, during the lockdown some of these people lost their jobs and thus faced different types of problems.

  • by AllResultBD
  • July 15, 2025July 15, 2025

Recent Post

HSC Admission 2026 | All College Admission Circular Form

HSC Admission 2026 | All College Admission Circular Form

Jul 27, 2025
XI CLASS ADMISSION SYSTEM (SESSION 2025-2026) Apply Online

XI CLASS ADMISSION SYSTEM (SESSION 2025-2026) Apply Online

Jul 27, 2025
Gold Price in Dubai Today Rate | 22k Gold Price In Dubai

Gold Price in Dubai Today Rate | 22k Gold Price In Dubai

Jul 19, 2025
Dhaka Custom House Job Circular 2025 (CHICD Apply Online)

Dhaka Custom House Job Circular 2025 (CHICD Apply Online)

Jul 19, 2025
Rupali Bank Result 2025 Senior Officer Result

Rupali Bank Result 2025 Senior Officer Result

Jul 19, 2025
  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Cookies Policy
  • DMCA

© 2025 All Result BD - All Rights Reserved