DSHE SSC Physics assignment solution 2024. SSC Physics assignment answer 2024 PDF is available on our website. Science group physics assignment has been published on the official website of the Directorate of Secondary and Higher Education. To get SSC assignment answer follow this post.
The answer for SSC assignment is very prominent for our students. It could be vital for our students as it is the last academic task they are doing officially in 2024 by the education directorate. Students are searching for both first and second week answer along with syllabus on internet. Whimsically, they tend to forget that is their physics original text that is main thing for making the answer. This post will help your to get your SSC physics assignment 2024 related all pieces of information.
SSC Physics Assignment 2021
Physics assignments will be given to the students of SSC . Physics is a group-based subject. This subject is compulsory for students of science group. This subject is a little difficult among the other subjects of the science group. But if you understand, everything is easy. However, the answer to the assignment of this subject will be published in this post.
SSC Assignment 2024 Update News: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ১৮ জুলাই থেকে দেয়া শুরু হবে। এসএসসি পরীক্ষার্থীদের ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট দেয়া হবে। তারা প্রতি সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দেবে। এসএসসির ক্ষেত্রে প্রতিটি নৈর্বাচনিক বিষয়ে মোট আটটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। এর মাধ্যমে সংক্ষিপ্ত পাঠ্যসূচি সম্পন্ন করা হবে।
Every week, assignment answers of all the subjects of SSC are published on our website. Similarly, this week’s Physics assignment answer will also be published. So let’s look at the physics assignment and the assignment answer.
SSC Physics 4th Week Assignment 2024 Answer
অ্যাসাইনমেন্টঃ শক্তির রূপান্তর – ৭৫ কেজি একটি পাথর ৪০ মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো
ক. ৪০ মিটার উচ্চতায় বস্তুটির মােট শক্তি কত?
খ. ৪০মিটার উচ্চতায় বস্তুটির মােট শক্তি কী কী রূপে রয়েছে ব্যাখ্যা কর।
গ. বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি ১০ মিটার পরপর বস্তুটির সময় গতিশক্তি ও সময়-বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা কর।
ঘ. লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তি সমান দেখাও এবং সেটা মােট উচ্চতার কত অংশ দেখাও;
- 1st Assignment
অধ্যায় ও শিরােনামঃ প্রথম: ভৌত রাশি এবং পরিমাপ
অ্যাসাইনমেন্টঃ একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তােমার মােটা আর্ট পেপারের প্রয়ােজন। আবার কোভিড মহামারির কারণে তােমার পরিচিত স্টেশনারির দোকানটিও খুলছেনা।
যে দোকানটি খােলা আছে তার দোকানি অসাধু বলে লােকালয়ে দুর্নাম আছে। কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তােমাকে এখন কাগজ কিনতে হবে।
দোকানি তােমাকে যে কাগজ দিয়েছে তার মান ১৬০ গ্রাম/মি বলে দাবী করছে। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ ৬৫ সেমিx ৭৫ সেমি। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে।
বাসায় তােমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে ২ সেমি এর ছােটো কোনাে কিছুর পরিমাপ করা যায়না। আর তােমার বাসায় রান্নার মালমশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে ২০ গ্রামের নীচে কোনাে ভর রেকর্ড হয় না ।
তার। মানে ৮ গ্রামের কোনাে বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তােমাকে ৫টি বস্তু নিতে হবে। যাতে তাদের সম্মিলিত ভর ৪০ গ্রাম হয় যা ২০ গ্রামের গুণিতক। তােমার অন্য কোনাে যন্ত্র ব্যবহারের সুযােগ নেই।
(ক) কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রকত?
(খ) কিলােগ্রামে মাপলে এই মানের একক কী দাঁড়াবে?
(গ) এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তােমাকে কমপক্ষে কতগুলাে কাগজ কিনতে হবে? তােমার হিসেবের স্বপক্ষে যুক্তি দেখাও
(ঘ) কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে (১২০°.৫) গ্রাম/মি তার অর্থ হচ্ছে মানটি আসলে ১১৯.৫ হতে ১২০.৫ এককের এর মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত কটির মান ৫ একক তােমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল?
এসএসসি পরীক্ষা ২০২১ পদার্থ বিজ্ঞান ১ম এ্যাসাইনমেন্ট এর বাছাইকরা উত্তর
(ক) কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রকত?
এখানে,
কাগজের মান ১৬০ গ্রাম/মিটার২
গ্রাম(g), ভরের মাত্রা = M
মিটার(m), দৈর্ঘ্যের মাত্রা =L
সুতরাং, মাত্রা = M/L2
=ML-2
(খ) কিলােগ্রামে মাপলে এই মানের একক কী দাঁড়াবে?
দেওয়া আছে,
কাগজের মান গ্রাম এককে = 160 gm/m2
1 kg = 1000 gm
সুতরাং, 1 gm =1/1000 kg
সুতরাং, কিলোগ্রাম এককে হবে = 160 gm/m2
= 160 x (1/1000) kg/m2
=160 x 10-3 kg/m2
= 0.16 kg/m2
(গ) এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তােমাকে কমপক্ষে কতগুলাে কাগজ কিনতে হবে? তােমার হিসেবের স্বপক্ষে যুক্তি দেখাও
দেওয়া আছে
প্রতি খাতার সাইজ = ৬৫ সে.মি. x ৭৫ সে.মি.
সুতরাং, প্রতি খাতার ক্ষেত্রফল = (৬৫ x ৭৫) বর্গ সেন্টিমিটার
= ৪৮৭৫ বর্গ সে.মি.
=(৪৮৭৫/১০০০০) বর্গ মি. [১ বর্গ মি. = ১০০০০ বর্গ সে.মি.]
= ০.৪৮৭৫ মি.২
এখানে,
কাগজের মান = ১৬০ গ্রাম/মি.২
অর্থাৎ, ১ বর্গমিটার কাগজের ভর ১৬০ গ্রাম
সুতরাং, ০.৪৮৭৫ বর্গমিটার কাগজের ভর = (১৬০ x ০.৪৮৭৫) গ্রাম
=৭৮ গ্রাম
একটি কাগজের ভর ৭৮ গ্রাম। যেহেতু নিক্তিটি ২০ গ্রাম ভরের গুণিতক হিসেবে পরিমাপ করে, তাই ২০ এর গুণিতক আকারে ভর হিসাবের জন্য (৭৮ x ১০) গ্রাম বা ৭৮০ গ্রাম অর্থাৎ ১০ টি কাগজ কিনতে হবে। কারণ ৭৮০ গ্রাম; যা ২০ এর গুণিতক।
সুতরাং সর্বনিম্ন ১০ টি কাগজ একসাথে কিনতে হবে।
(ঘ) কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে (১২০°.৫) গ্রাম/মি তার অর্থ হচ্ছে মানটি আসলে ১১৯.৫ হতে ১২০.৫ এককের এর মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত কটির মান ৫ একক তােমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল?
৮ গ্রাম কোন বস্তু মাপের জন্য আমি পাঁচটি বক্স নিলাম। যাদের সম্মিলিত ভর ৪০ গ্রাম।
ধরি,
2nd Assignment
প্রশ্ন-২: দু’জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী, রাব্বী আর সজল, পরীক্ষার হল বাবর একটি সােজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন। বাসায় থাকে। তাদেরকে পরীক্ষার হল গেটে ৯টার মধ্যে হাজির হতে বলা হয়েছে – এর পর গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যতদুর, রাব্বীর বাসা তার থেকে আরাে ২০০ মি দূরে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোনাে রকমে পড়িমড়ি করে নাস্তা আর মা-বাবার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে, ছির বেগে রাব্বী হেটে যাচ্ছে এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছবে। কিন্তু। ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ ১ মি/সে সমত্বরণে ১০ সেকেন্ডের। বেশি এগুনাে অসম্ভব। আর বাকী সময়টায় সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়তে পারবে । এখন সকাল ৮টা ৫৮ মিনিট বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহুর্তে ঢুকতে পারবে।
ক) সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূরে ? (
(খ) রাব্বী পরীক্ষার আগের রাতে ঠিক করলাে যে সে বাসা থেকে সকাল ৮টা ৪৪ মিনিটে বের হবে আর সমবেগে চলে সকাল ৮টা ৫৫ এর মধ্যে হলে পৌঁছাবে। তাহলে তাকে কী বেগে চলতে হবে?
(গ) এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে ৫০ মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বীর গােড়ালী মচকায় আর এর পর হতে রাব্বী পূর্ব বেগের এক চতুর্থাংশ বেগে চলতে থাকে তাহলে হলে ঢুকার আগে সজল কি তাকে অতিক্রম করবে?
(ঘ) একটি লেখচিত্রে সকাল ৮টা ৫৮ মিনিট হতে সকাল ৯টার মধ্যে রাব্বী আর সজলের রাস্তা অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য তােমাকে অন্তত চারটি বিন্দুর ( সর্বমােট আটটি বিন্দু ) অবস্থান দেখাতে হবে।
SSC Physics Assignment Answer 2021
We hope that you will find this SSC assignment very hand to you. To note that you have been asked by the education ministry to write down the assignment on your own. Any kind of copying or buying assignment from somebody or some place is totally prohibited.
Here you will find All week SSC Physics assignment answer 2024. Our experienced person will solve the assignment.
Here are some tips to help you get better at physics-
- Physics is the sum of some formulas and these formulas are the basis of physics. If you memorize these formulas well, you will easily understand other parts of physics as well. But try to understand rather than memorize the formulas.
- There are many equations in physics that you will find many times while reading physics. Some of these equations are very easy and some are very complex. But the interesting thing is that all of the complex equations come from simple equations. So first of all master the general equations of physics.
- The results of using the wrong unit for mathematical problems may not be acceptable. Also, if you remember the formulas as well as the units, you can solve any kind of problem very quickly. So remember the most used units and learn to find the unit based on the data mentioned in the question.