16th Teachers Registration Exam Question Solution

18th Teachers Registration Exam Question Solution 2024. 18th NTRCA Exam Question Solution 2024 has been announced. 30th December (Friday) 2024 18th NTRCA Teachers Registration Exam was held. 18th Teachers Registration Exam Question Solution 2024 will be found in our website very soon.

18th Teachers Registration Exam Question Solution

18th Teachers Registration Exam Question Solution 2024. 18th NTRCA School Level exam will be held on 15th March (Friday) 2024 at 09:30 AM to 10:30 AM and College Level exam will be held on 15th March (Friday) 2024 at 03:30 PM to 04:30 PM.

In this exam entire 5 Lac & 32 Thousands& 522 Hundreds candidates were participate. From school stage & school stage-2, entire 3 Lac & 52 Thousands& 13 candidates were participate in 13th NTRCA Teachers Registration Exam 2024 & entire 1 Lac & 80 Thousands& 509 Hundreds candidates were participate in 13th NTRCA Teachers Registration Exam 2024.

18th NTRCA Question Solution 2024 School Level

ntrca2ntrca3ntrca4

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ স্কুল পর্যায়

বাংলা প্রশ্নের সমাধান / Bangla question answers

১। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? উ. “চ” ধ্বনি

২। বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে? উ. শব্দমূল

৩। সাধু ও চলিত ভাষার প্রধান প্রার্থক্য- উ. সর্বনাম ও ক্রিয়া পদের রূপগত ভিন্নতায় ৪। বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে? উ. ‘কমা’

৫। ‘প্রথিত’ শব্দের অর্থ কী? উ. বিখ্যাত

৬। ‘পত্রপাঠ্য’ বাগধারাটির অর্থ কী? উ. অবিলম্ব

৭। কোন বানানটি শুদ্ধ? উ. উপর্যুক্ত

৮। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন? উ. দীনতা প্রশংসনীয় নয়

৯। ন-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? -পূর্বাহ্ণ

১০। “Look before you leap”- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? – উ. কিছু করার আগে ভাল করে নাও/ ভাবিয়া করিও কাজ ।

১১। ‘Invoice’ এর বাংলা পরিভাষিক রূপ কোনটি? উ. চালান

১২। ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ- উ. প্রতি + আবর্তন

১৩। সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়? উ. তালব্য

১৪। ‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উঃ অধিকরণে ৭মী

১৫। “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” – বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উ.

১৬। ‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি? উ.অন্যকাল

১৭। ‘মুজিববর্ষ’ কোন সমাস? উ.কর্মধারয় সমাস (   কর্মধারয় সমাসের নিয়ম)

১৮। ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উ.√মুচ্+ক্তি

১৯। পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি? উ. অবনী

২০। ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উ.সিংহদার

২১। ‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে? উ.ত্বরিৎকর্মা

২২। ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি? উ.বক্তব্য

২৩। ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উ.√শ্রু + অন

২৪। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? উ. সৎমা

২৫। ‘রজক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি? উ. রজকী

ইংরেজি প্রশ্নের সমাধান / English question answers

২৬। If I had tried again – উ. B) I could have solved the problem

২৭। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উ. D) Nowadays women are playing important role in all spheres of life.

২৮। I fancy I (turn) a trifle pale. উ. A) turned

২৯। He fell __ a trap. উ. C) into

৩০। I would rather die- উ. B) than beg

৩১। The prince has no ambition __ the throne. উ. D) for

৩২। Which is the noun of the word wise? উ. B) wisdom

৩৩। Ups and downs means- উ. D) rise and fall

৩৪। The verb form of ‘strong’ is- উ. C) strengthen

৩৫। — best companions in life. উ. A) Books are men’s

৩৬। তিনি সৎ লোক ছিলেন, তাই না? উ. He was an honest man, wasn’t he

৩৭। The synonym of ‘incredible’ is— উ. A) unbelievable

৩৮। The antonym of ‘Honorary’ is — উ. C) salaried

৩৯। ‘To end in smoke’ means — উ. C) to come to nothing

৪০। Kalam is as strong as Salam. (Comparative) উ. A) Salam is not stronger than Kalam

৪১। The synonym of ‘Prudent’ is — উ. B) insightful

৪২। Without working hard, you can not succeed. উ. B) Work hard or you can not succeed.

৪৩। Over-flooding is one of the worst problem in our country. (Positive) – উ. C) Very few problems in our country are as bad as over-flooding.

৪৪। What can no be cured must be endured. (Active) উ. C) We must endure what we can not cure.

৪৫। Let us love our country. (Simple) উ. B) We should love our country

৪৬। Noun form of the word ‘comfortable’ is — উ. B) comfort

৪৭। I look forward to (receive) a letter from you. উ. A) receiving ৪৮। He is so dull that — উ. C) He can not understand anything

৪৯। I have left the room but he (enter) the room. উ. D) is entering

৫০। The man is — his son’s fault. উ. A) blind to

গণিত প্রশ্নের সমাধান / Math question answers

৫১। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর? উ. ৬ বছর

৫২। পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে? উ. ৩ মিনিট

৫৩। যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে? উ.৬ দিনে

৫৪। ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুই জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে? উ. ৬৬ ২/৩

৫৫। ৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা? উ. ১২.৫

৫৬। একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা? উ.

৫৭। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? উ. ৯ : ৪

৫৮। ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে? উ. ২১০০ টাকা

৫৯। log3 3+ log4 2= কত? উ. 5/2

৬০। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? উ. ৯০

৬১। 3 5⁴ এর মান কত? উ. ২২৫

৬২। যদি a²+1a²=51হয়, তবে a-1a এর মান কত? উ. +-

৬৩। যদি abˣ⁻³ = baˣ⁻⁵ হয়, তবে x এর মান কত? উ.৪

৬৪। যদি x = yª, y =zb এবং z = xc হয়, তখন ‍abc এর মান হয়- উ.১

৬৫। তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? উ. ৩,৪,৫

৬৬। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার? উ. ৯৬

৬৭। যদি 3m = 81 হয়, তবে m3= ? উ. ৬৪

৬৮। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2 : 3 : 4। কোনগুলোর মান হচ্ছে- উ. ৪০,৬০,৮০ ডিগ্রি

৬৯। যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে.মি. এবং 6 সে.মি. হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? উ. ১২

৭০। 1 – a² + 2ab – b² এর উৎপাদক কোনটি? উ. (1+a-b)(1-a+b)

৭১। 4x² – 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? উ. ২৫

৭২। ৭০º কোণের সম্পূরক কোণ কোনটি? উ. ১১০ ডিগ্রী

৭৩। ABCD চতুর্ভুজে AB ‖ CD, AC = BD এবং ∠A = 90º হলে, সঠিক চতুর্ভুজ কোনটি? উঃ আয়তক্ষেত্র

৭৪। x3-1, x3+1, x4 + x2+1 এর ল.সা.গু. কত? উ. X6-1

৭৫। 2n 2n-1 = কত? উ. 2

সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান / General knowledge question answers

৭৬। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উ. মহেশখালী

৭৭। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে — উ. মৌলভীবাজার

৭৮। ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন — উ. আবুল বরকত

৭৯। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? উ. যশোর

৮০। “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ” পুরস্কার ২০২০ লাভ করেন — উ. আজিজুর রহমান

৮১। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় — উ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে

৮২। ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? উ. দুই টাকার ধাতব মুদ্রা

৮৩। চাকমা জনগোষ্ঠার লোকসংখ্যা সর্বাধিক কোথায়? উ. রাঙ্গামাটি জেলায়

৮৪। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে —। উ. গাম্বিয়া

৮৫। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে —। উত্তর. ২৪শে ফেব্রুয়ারি ২০২২

৮৬। বিশ্ব বানিজ্য সংস্থা (WTO) এর সদস্য সংখ্যা– উ. ১৬৪

৮৭। ‘কিয়েভ’ কোন দেশের রাজধানী? উ. ইউক্রেন

৮৮। অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? উ. ৯ম মহাসচিব

৮৯। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী? উ. ঋষি সুনাক

৯০। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? উ. এশিয়া

৯১। বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় সালে? উ. ১৯৯৬ সাল

৯২। কচুশাক বিশষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো — উ. লৌহ

৯৩। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে —- উ. অঙ্কোলজি (অর্বুদবিজ্ঞান)

৯৪। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর অবস্থিত — উ. নাইরোবি

৯৫। শর্করা জাতিয় খাদ্য যে কাজে ব্যয় হয়-
উত্তর: দেহের বৃদ্ধির জন্য

৯৬। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফ্‌টওয়্যার এর নাম কী?
উত্তরঃ আই সাইট

৯৭। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চেলে যায়?
উত্তরঃ RAM

৯৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে-
উত্তরঃ কোভিড-১৯

৯৯। কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়?
উ. আয়োডিন

১০০। GIS-এর পূর্ণরূপ কোনটি?
উত্তরঃ Geographic Information System

17th NTRCA Question Solution 2024 School Level PDF

 

Bangla Part Question Solution

০১) বাংলা সাধু ভাষার জনক কে?
___(ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
০২) কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
___(সাধু ভাষা)
০৩) “মেঘ”শব্দের সমার্থক শব্দ কোনটি?
___অমুদ
০৪) বিরাম চিহ্নের প্রবর্তক কে?
___ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
০৫) সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
___হাইফেন
০৬) খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?
___চাটুকার
০৭) “গঙ্গা”শব্দের সমার্থক শব্দ কোনটি?
___সবগুলো
(গোমতি,কৃষ্ণবেণী,কাবেরী)
০৮) “চন্দ্র”শব্দের সমার্থক শব্দ কোনটি?
___সোম
০৯) “নৈসর্গিক” শব্দের বিপরীত শব্দ কোনটি?
___কৃত্রিম
১০) নিচের কোন বানানটি সঠিক?
___পিপীলিকা
১১) কোন বানানটি শব্দ?
___সমীচীন
১২) কোন বাক্যটি শুদ্ধ?
___দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
১৩) “তপোবন”কোন সমাস?
___চতুর্থ তৎপুরুষ সমাস
১৪) সন্ধির প্রধান কাজ কী?
___ধ্বনি পরিবর্তন
১৫) সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
___সমস্যমান পদ
___Solved by….AllResultBD
১৬) “তিলে তৈল হয়” “তিলে”কোন কারক?
___অপাদান কারক
১৭) “সিংহাসন” কোন সমাস?
___মধ্যপদলোপী কর্মধারয়
১৮) “রেল গাড়িটি স্টেশন ছেড়েছে” বাক্যে “স্টেশন” কোন কারকে কোন বিভক্তি?
___অপাদানে শূন্য
১৯) “মেঘের ধ্বনি” এর বাক্য সংকোচন কোনটি?
___জীমূতেন্দ্র
২০) সপ্তকাণ্ড রামায়ন” বাগধারাটির অর্থ কী?
___বৃহৎ বিষয়
২১) “সিঁদুরে মেঘ” বিগধারাটির অর্থ কী?
___বিপদের আশঙ্কা
২২) লবণ” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
___লো+অন
২৩) নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
___কুলটা
২৪) “কালসাপ”কোন সমাস?
___নিত্য সমাস(কাল তুল্য সাপ)
২৫) “Watery grave”এর অর্থ কী?
___সলিল সমাধি

English Part Question Solution

29. What is the antonym of ‘agile’?

30. The antonym of ‘optimism’ is-

31. What is the synonym of ‘alliance’?

32. The synonym of ‘annihilate’ is-

33. Verb from of ‘false’ is-

34. Adverb from of ‘heart’ is-

29. What is the antonym of ‘agile’?

30. The antonym of ‘optimism’ is-

31. What is the synonym of ‘alliance’?

32. The synonym of ‘annihilate’ is-

33. Verb from of ‘false’ is-

34. Adverb from of ‘heart’ is-

35. Adjective form of ‘courage’ is-

36. What is the verb from of ‘ability’?

37. It’s time you — your mistakes.

38. Jamal walks as if he — lame. – were

39. Uneasy lies the head that — a crown.

40. Read diligently lest you — fail in the examination.

41. He — me while I was reading.

42. Corruption is one of the worst evils (Positive).

43. We should read books to gain knowledge (Make it complex).

44. ‘Please, keep quite,’(Make it passive).

45. Trees are considered one of our best friends. (Make it active).

46. Cricket is a very qxciting game. (Make it Exclamatory).

47. The word ‘Banish’ means-

48. ‘a cock abd bull story’ means

49. ‘Big bug’ means-

50. ‘At a stretch’ means-

General Knowledge Part Question Solution

76. সর্বপ্রথম ‘বঙ্গ’ দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে- ঐতরেয় আরণ্যক

77. চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়- __বিজু

78. মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল? -২ নম্বর

79. জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী? ___জাইকা

80.বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? -মানিকগঞ্জ

81. SPARRSO কোন মন্ত্রনালয়ের অধীন? -প্রতিরক্ষা মন্ত্রণালয়

82. NATO কোন ধরনের জোট?  -সামরিক জোট

83. ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন- -ডুরান্ড লাইন

84. ‘বাংলাদেশ স্কয়ার’কোথায় অবস্থিত? -লাইবেরিয়া

85. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়- ৫ জুন

86. সংবিধানের ১৫ নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী? ___মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

87. বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম শুরু হয়? -১৯৯৮

88. বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে? -২০১১

89. ‘Seven Sister’ কোন দেশে অবস্থিত? – -ভারতে, ভারতের সাতটি অঙ্গরাজ্যে

90. আগরতলা মামলা প্রত্যাহার করা হয়- -২২ ফেব্রুয়ারি, ১৯৬৯

91. বাংলাদেশ সরকারি EPZ মোট কতটি? -৮ টি

92. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? -ক্যাপ্টেন এম মনসুর আলী

93. বাংলাদেশের প্রথম আদমশুমারী হয়- -১৯৭৪

94. সংবিধানে কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে- -১৩৭ নং

95. নবায়নযোগ্য শক্তি কোনটি? -সমুদ্রের ঢেউ

96. ইতিহাসের জনক কে? – হেরোডোটাস

97. টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়? -২০১৫ , 25 শে সেপ্টেম্বর

98. ‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? -বেলজিয়াম

99. হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত হয়? ___স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের

100. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধি লাভ করেন কত জন? -৪২৬ জন

18 NTRCA School Level 2 Question Solution

https://i.imgur.com/W0ZQb7z.jpg

Bangla Part Question Solution

1. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে- প্রমথ চৌধুরী

2. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি- ৩টি।

3. নিচের কোনটি ষত্ব বিধানের নিয়ম- পােস্ট মাস্টার (বিদেশী শব্দে ষ হয় না)

4. দ্যুলােক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি- দিব+লােক

5. সমাসবদ্ধ শব্দ সাধারণত ণত্ব বিধান খাটে না এর উদাহরণ কোনটি- অগ্রনায়ক

6. পুকুরে মাছ আছে এখানে পুকুর কোন অধিকরণ কারক- ঐকদেশিক অধিকরণ

7. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে- কৃৎ প্রত্যয়

8. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি- চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়

9. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় প্রকাশ করলে কি হয়- প্রত্যদিগমন

10. পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ- পর্তুগীজ |

11. তামার বিষ বাগধারাটির অর্থ কি- অর্থের কুপ্রভাব

12. গুনহীন এর ব্যর্থ আস্ফালন’ অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে- অসারের তর্জন-গর্জন সার

13. বিপরীতার্থে পরা উপসর্গ যুক্ত শব্দ কোনটি- পরাভব

14. বীণাপাণি কোন সমাস- ব্যাধিকরণ বহুব্রীহি

15. বাংলা বর্ণমালার উৎস কি- ব্রাহ্মী লিপি

16. খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ, ইংরেজি + বাংলা

17. Call it a day এর যথার্থ অনুবাদ কোনটি- পুনরায় শুরু করা

18. মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে- উচ্ছ্বাস

19. সম্মােধন পদের পরে যে চিহ্ন ব্যবহৃত হয় তার নাম কি—- কোমা

20. Book post এর পারিভাষিক রূপ কোনটি—–খােলা ডাক

21. কোনটি দেশি শব্দের উদাহরণ- গঞ্জ

22. কোনটি রূপক কর্মধারয় সমাস- কাল স্রোত

23. উষ্ণীয় এর শব্দার্থ—-পাড়ি

24. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?- ক্ষুদ্রার্থে

25. শিরে সংক্রান্তি বাগধারার অর্থ কি?– আসন্ন বিপদ

English Part Question Solution

1.He tried his best (negative)
Ans. He left no stone unturned
2.She was used to…….. the poor.
Ans. helping
3.which is the noun form of the word ‘brief’?
Ans. brevity
4.It was high time we………..our habits
Ans.had Changed
5.Curd Is made….. milk.
Ans.from
6.The Headmaster and the President of the School……… in the last meeting.
Ans.Were
7.If he….. a human being, he would not have done this.
Ans.had been
8.The antonym of the word’ benign’is——–
Ans.malignant
9.Do not……. what you can do today.
Ans.Put off
10.They tell a tale about a tail.The word tale is…
Ans.Noun
11.Move or die (Simple)
In case of your failure to move you will will die
12.Which one is correct?
Mischievous
13.The opposite word of ‘Sluggish’?
Animated
14.I saw him playing(passive)
He was seen to play by me
15.Bootleg means
Smuggle
16.While I (play) in the field,I saw a dead cow.
Was playing
17.But for your help….
I would have failed
18.correct sentence
He was hanged for murder
19.I went there to to seek a job(compound)
Ans.I went there and sought a job.
20. What is the opposite of ‘abduct’?
Ans.Restore
21.The father with his seven daughters. ……left the house.
Ans.has
22.She has no test (taste)….. music.
Ans.in
23…কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল।
Ans.The authority took him to task.
24.সে নদীর কাছ এক কুটিরে বাস করে।
Ans.He lived in a hut close to the river
25.Instead of ” confirm”, We can say…..
Ans.Bear out

General Knowledge Part Question Solution

26. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি-পুণ্ড

27. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগােষ্ঠীর অন্তর্ভুক্ত- অস্ট্রিক।

28. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা ঘােষণা করা 1966 সালের ——– ফেব্রুয়ারি

29.সংগ্রাম ও প্রত্যাশা কি-বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ

30. AIDS রােগের জন্য নিচের কোন ভাইরাস টি দায়ী- HIV

31. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়- প্যারিসে

32. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান |

33. ইউনেস্কোর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করা হয়–৩১

34. দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে- IFRC (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সােসাইটি)।

35. বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বে কততম স্যাটেলাইট দেশ হিসেবে আত্মপ্রকাশ করে

36. 2024 সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে-অধ্যাপক আনিসুজ্জামান

37. বিশ্ব মানবাধিকার দিবস কবে-10 ডিসেম্বর

38.SMS এর পূর্ণরূপ কি-Short message Service

39. বিগ অ্যাপেল কোন শহরের নাম-নিউইয়র্ক

40.IMF এর সদর দপ্তর কোথায়-ওয়াশিংটন ডিসি

41. শ্রীলংকার মুদ্রার নাম কি- রুপি।

42. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে- কামরুল হাসান

43. UNESCOবাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Huminity ( মানবতার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে-বাউল গান

44. বাংলাদেশে সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি-হালদা নদী |

45. নাগরিকের প্রধান কর্তব্য হলাে -রাষ্ট্রের প্রতি অনুগত থাকা।

46. প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু-অ্যালুমিনিয়াম

47. গাড়ির ব্যাটারি তে ব্যবহৃত এসিড কোনটি -H2SO4

48. ফোকেটিং কোন দেশের আইনসভা-ডেনমার্ক

49. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলে- এপিকালচার

50. কোনটি স্থানীয় সরকার নয়- পল্লী বিদ্যুৎ

18th NTRCA Exam Question Solution 2024 College Level

18th NTRCA Question Solution 2024 PDF College Level

18th NTRCA Question Solution 2024 PDF School Level

In previous time, interested candidates were participating4 hours timing Teachers’ Registration Exam. 1 hour was for MCQ Test & other 3 hours was for written exam. But this year this it was not happening. This year candidates were participating only 1 hour timing MCQ Test in 13th NTRCA Teachers Registration Exam 2024. After MCQ Test Result announced, those candidates will passed MCQ Test they will be able to participate in written exam in 13th NTRCA Teachers Registration Exam 2024.

18th NTRCA Exam Result 2024

MCQ method Question paper is made in four (4) subjects. They are: Bangla, English, and Math & General Knowledge. MCQ method Question paper’s total marks are 100. This year 0.50 mark will cut down for every incorrect answer & 1 mark is for every right answer. BDT.350 was for every application’s charge.

17th NTRCA Question Solution 2024 School Level PDF

15th NTRCA Question Solution 2024 PDF College Level

15th NTRCA Question Solution 2024 PDF School Level

14th NTRCA Exam Question Solution 2024 School Level

14th NTRCA Question Solution 2024 School Level (part -2)

14th NTRCA Question Solution 2024 School Level (part -3)

14th NTRCA Question Solution 2024 College Level

12th NTRCA Exam Question Solution 2024 School Level

12th NTRCA Exam Question Solution 2024 College Level

MCQ passed candidates can apply 18th NTRCA Teachers Registration Exam 2024 2nd step online application. After that 2nd step online printed application form & other educational documents have to submit to the authority. After verification selected candidates will call for written test in 18th NTRCA Teachers Registration Exam 2024. Those candidates will pass 2 types of exam (MCQ & written exam), then they will achieve ‘Certificate’ from NTRCA.

Compulsory subject and subsidiary subject preliminary exam has been completed on 20th April 2024 at 10:00 am to 11:00 am and College level Compulsory subject and subsidiary subject preliminary exam also has been completed on 20th April 2024 at 3:00 pm to 4:00 pm. Candidate will be face the exam total marks 200, operational subject MCQ marks 100 and compulsory subject 100 marks written exam.

We will announce all update about 18th Teachers Registration Exam Question Solution 2024 in our website at AllResultBD.com. Non Government Teachers’ Registration Exam result will be published in our website.

I hope you are enjoying this article. Thanks for visiting this website.