NSI Question Solution 2024, Exam Syllabus & Previous Question PDF. NSI Exam will be held on March 2024 for the post Assistant Director and Filed Officer exam held on 29th March. We will upload NSI Question Solution 2024 and NSI Previous Question PDF here.
NSI Question Solution 2024
The Directorate General of National Security Intelligence, commonly known as the NSI, is the principal civilian intelligence agency of the People’s Republic of Bangladesh. The NSI’s headquarters is in 1 Segunbagicha, Dhaka, Bangladesh. NSI is under Prime Minister’s Office. This is NSI question solution 2024.
NSI Recruitment 2024 Exam Date
Take a look a NSI Job Exam Date 2024 from bellow list.
- Assistant Director : 28 September 2024
- Filed Officer: 29th September 2024
- Watcher Constable: 18th October 2024
- Junior Field Officer: October 2024
The examination is held today in various locations of Dhaka City. The examination time also mention at question paper as well. National Security Intelligence (NSI) or prime minister job exam may takes by two (02) ways. First one is the preliminary and other one is written test. Instead of who are passed the both examination they are to be called for interview or voice-viva.
NSI Question Solution Watcher Constable 2024
Question solve details will be here soon…..
NSI Question Solution Assistant Director 2024
Bangla Part Solve:
1. নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক? – উন্মীলন- নিমীলন ( উন্মীলন অর্থ প্রকাশিত আর নিমীলন অপ্রকাশিত)
2. নিচের কোনটি ফারসি উপসর্গ? – কম
3. রাতে তারা দেখা যায়-এ বাক্যে “রাতে কোন কারকে কোন বিভক্তি? – অধিকরণে ৭মী ( এটি কালাধিকরণের উদাহরণ। যেমন প্রভাতে সুর্য ওঠে)
4. নাতিশীতােষ্ণ কোন সমাসের উদাহরণ? – নঞ তৎপুরুষ (ব্যাসবাক্যঃ নয় শীত নয় উষ্ণ)
5. নিচের কোনটির তৎপুরুষ সমাসের উদাহরণ? – সােনার তরী
6. কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি? – তরবারি
7. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে- তুর্কি
8. মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি? – মুখর
9. “Defendant”শব্দের বিপরীত শব্দ কোনটি? – বিবাদি (defendant এর অর্থ – সমর্থক, রক্ষক, প্রতিবাদী, আসামী, আসামি, বিবাদী, অভিযুক্ত ব্যক্তি)
10. হাড়ে বাতাস লাগা বাগধারাটির অর্থ কী? – কোনোটিই নয় (সঠিক অর্থ স্বস্তি পাওয়া)
11. উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? – উৎ+স্থাপন
12. কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? – কুহকিনী ( এটি নী, ঈনী-প্রত্যয় যােগে গঠিত ; যেমনঃ মায়াবীমায়াবিনী, কুহক-কুহকিনী, যােগী-যােগিনী, মেধাবী-মেধাবিনী, দুঃখী-দুঃখিনী)
13. নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য হয়? – বাণ
14. কাঁদনা> কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? – সমীভবন (দুটি ব্যঞ্জনধ্বনির একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে সমীভবন বলে)
15. নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে? – আমরা (এটি একশেষ দ্বন্দ্বের উদাহরণ)
16. যুব সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? – ঈশ্বরচন্দ্র গুপ্ত
17. বার্ধক্য তাহাই যাহা- পুরাতনকে ,মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে-অতিথি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশ বিশেষ? – যৌবনের গান
18. নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত? – অতসী মামী
19. কবি জসীম উদ্দীন রচিত বিখ্যাত রুপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? – নকশী কাঁথার মাঠ
20. ঐতিহাসিক ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? – চন্দ্রকুমার দে
Assistant Director Exam English Solution
Find Odd word:
Ans: Raucous (Dulcet=Mellifluous=Melodious=Harmonious)
Ans: Average (Magnificent=Glorious=Splendid=Outstanding)
Ans: Limpid (Obscure=Ambiguous=Wispy=Vague)
Ans: Significant (Paltry=Negligible=Immaterial= Trivial)
Ans: Consent (Discord=Conflict=Friction=Dispute)
Fill in the gap in the text (6-10)
Geological deposits of salt were formed millions of years ago, when what is now land, lay under the sea. It is hard to believe that salt is now such a cheap …….. (commodity), because centuries ago it was the commercial ……..(equivalent) of today’s oil. The men who mined salt became wealthy and, despite the risk, a job in a salt mine was highly ……..(coveted) . Nowadays, the specific micro climates in disused mines have been ……..(exploited) for the treatment of respiratory illnesses such as asthma, and the silent, dark surroundings in a mine are considered …….. in encouraging patients to relax.
Sentence Correction
There is no mother but loves her child- No error
I need to buy some equipment- No error
I would rather die than bribe- No error
The picture has hung on the wall- (Incorrect: has)
I prefer tea than coffee in the morning- (Incorrect- than)
Closest Meaning
Cats and dogs- heavily
looked into- investigate
deny- refuse
for good- forever
out of order- None
Assistant Director Exam Math Solution
41. ২ক2-১৬+৮=০ হলে ক এর সম্ভাব্য মানফলের যােগফল কত ? – ৮
42. একটি ঝুড়িতে রাখা আম কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 2:3:2. ঝুড়ি থেকে কিছু আম সরানাে হলাে এবং নতুন কিছু কমলা ও লিচু রাখা হলাে। এতে করে ঝুড়িতে আম কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 9:54. ঝুড়িতে পরবর্তীতে যােগ করা লিচুর সংখ্যা সর্বনিম্ন কত? – ২
43. আবুলের সাপ্তাহিক বেতন 16% বৃদ্ধি পেলে তিনি প্রতি মাসে ৪12 টাকা উপার্জন করতে পারেন যদি তার সাপ্তাহিক বেতন 10% বৃদ্ধি পেত, | তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতেন? – ৭৭০
44. একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ঘনকের সমতলের ক্ষেত্রফল কত বর্গমিটার? – ৫৪
45. একটি ঘড়িতে যখন সকাল 10:12 তখন ঘন্টা 5 মিনিটের কাটার মধ্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? – ১২৬
46. একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের 50% বাংলা বিষয়ে পাস করেছে , অন্য একটি ক্লাসের 100 জন ছাত্রের 60% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মােট 55% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে, দুই ক্লাসের মােট ছাত্র সংখ্যা কত ? – ২০০
47. X এর সকল মানের জন্য (nx+2) (bx+7) = 15×2+CX+14 এবং a+b=4 হলে, c এর মান কত হতে পারে? – ৩১, ৪১
48. একটি খাবারের দোকানে দুই ধরনের খাবার পাওয়া যায় যার মূল্য 35 টাকা ও 20 টাকা, একদিনে দুই ধরনের মােট 209 টি খাবার বিক্রি করে ৪365 টাকা পাওয়া গেলে, 65 টাকা মূল্যের খাবার কয়টি বিক্রি হয়েছিল? – ৯৩
49. আশা 300 টাকা কেজি দরে খেজুর বিক্রি করে আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা 900 গ্রামকে এক কেজি দেখায় । রমজান মাসে 10% মূল্য হ্রাসে | খেজুর বিক্রি করে কোন লাভ বা লােকসান না করলে খেজুর এর ক্রয় মূল্য কত টাকা? – কোনটিও নয়
50. সজিব তার বাসা থেকে 4 কিলােমিটার দূরে লােকালয়ে গিয়ে ফেরত আসলাে যাবার পথে তার 50 মিনিট সময় লাগলেও ফেরত আসার | সময় তার গতি 10% কমে গেলে দোকানে আসা যাওয়াতে সজীবের মত কত মিনিট লাগলাে? – ১০৬
51. 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 কিলােমিটার ঘন্টা বেগে 720 মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে টানেলটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? – ৬০ সেকেন্ড
52. উত্তরঃ ১৪
53. দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যােগ করলে, যােগফল 10 হবার সম্ভাবনা কত? – কোনটিও নয়
54. যদি একটি সংখ্যা ক এর 120% অপর একটি সংখ্যা খ এর 80% হয় তাহলে (ক+খ) এর মান কত? – কোনটিও নয়
55. 5 লােক ও ৪ জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। যদি ঐ কাজ 26 জন লােক ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে তাহলে 15 জন লােক ও 20 জন বালক ঐ কাজ কতদিনে শেষ করবে? – ৪ দিন
56. সেলিম 6% সরল সুদে 10000 টাকা বিনিয়ােগ করে আর কত টাকা 9% সরল সুদে বিনিয়ােগ করলে সে মােটের ওপর 7% হারে সুদ পাবে? – কোনটিও নয়
57. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, ৪ ও 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? – ৪
58. আবুর মাসিক আয় বাবুর মাসিক আয় থেকে 40 শতাংশ বেশি এবং বদির মাসিক আই এর 7/8 অংশ। বাবুর মাসিক 5000 টাকা হলে তাদের তিনজনের মােট মাসিক আয় কত? – ২০০০০ টাকা
59. একটি কুরিয়ার সার্ভিস প্রথম 10 কেজি পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে 5 টাকা এবং 10 কেজির উপরে প্রতি কেজিতে 3 টাকা ফি | নেয়, 27 কেজি পণ্য পরিবহনে ফি কত হবে ? – কোনটিও নয়
60. Q এর মান কত হলে 4Y2-2y+16 একটি পূর্ণবর্গ হবে? – ১৬
Assistant Director Exam GK Solution
61. আদরেল জ্ঞরম্ভিরন্থপতি কে? – আজিজুল জলিল পাশা
62. স্বাধীনতার ঘােষণাপত্র সংবিধানের কততম সংশােধনীতে সংযােজিত হয়? – ১৫ তম
৬৩. বাংলাদেশে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে? – IDA ( International Development Association)
৬৪. ‘বার্ডি’ ও ‘বগি’ শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? – গলফ
৬৫. বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মােচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠান এর কাছ থেকে? – WIPO ( World Intellectual Property Organization)
৬৬. দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে? – মহেশখালী
৬৭. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? – ঢাকা
৬৮. “জাতীয় মূল্য সংযােজন কর দিবস” কত তারিখে উদযাপিত হয়? – ১০ ডিসেম্বর
৬৯, আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি? – গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল
৭০. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? – ৪১ নং
৭১. নিচের কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? – ফিজি (মিলেনেশিয়া : পুর্ব তিমুর • ফিজি • পাপুয়া নিউগিনি • সলােমন দ্বীপমালা • ভানুয়াতু)
৭২. শিল্পোন্নত দেশগুলাের সংগঠন জি-7 এ কোন দেশটি একবার যােগদান করে পরে আবার বের হয়ে গেছে? – রাশিয়া
৭৩. এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশ সমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন CIRDAP নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়? – Food and Agriculture Organization (FAO)
৭৪.ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়? – কিয়ােটো প্রটোকল
৭৫, প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্বপ্রান্ত কোথায় এসে শেষ হয়েছে? – চীন
৭৬. সাবেক সােভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি? – তাজিকিস্তান
৭৭. ঐতিহাসিক ”ফ্রিডম স্কয়ার” কোন শহরে অবস্থিত? – কোনটিও নয় (সঠিক হবে তিবলিশ, জর্জিয়া)
৭৮. নিচের কোনটি ওপেন সাের্স অপারেটিং সিস্টেম – Ubuntu
৭৯, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান করেছেন কোন দেশ? – কোনটিও নয় (সঠিক উত্তর কানাডা, রানঃ ৩৬)
৮০. নিচের কোন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছেন? – কোনটিও নয়
NSI question solution 2024
Here is national security intelligence job exam question solution with accurate answer. NSI question solution 2024 is posted under government job question bank. In this post, I have posted NSI question solution 2024 for all job examine and graduate students of Bangladesh.
১) লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
খ. কবিরাজ
২) নির্ভুল বানান কোনটি?
ক. মুহুর্মুহু ✔
৩) বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
গ. চন্দ্রাবতী ✔
৪) সন্ধি বিচ্ছেদ করুন-পুরস্কার
গ. পুরঃ + কার ✔
৫) চেটে খাওয়া যায় যা-
গ. লেহ্য ✔
৬). ওমর কৈয়াম কোন দেশের কবি?
ঘ. কোনটিই নয় ✔
৭) বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে, এগুলাে কি কি?
ক. ধ্বনি, শব্দ, বাক্য ✔
৮) গরল’ শব্দের বিপরীত শব্দ কি?
খ. অমৃত ✔
৯) ‘এ এক বিরাট সত্য’ এখানে ‘সত্য’ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষ্য ✔
১০) ‘অচেনা’ কোন সমাস?
ঘ. তৎপুরুষ ✔
১১) ‘গাড়ি ষ্টেশন ছাড়ে’ এখানে ‘ষ্টেশন’ কোন কারকে কোন বিভক্তি?
গ. অপাদানে শূন্য ✔
১২) কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়?
খ. পদ্মভূষণ ✔
১৩) ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
খ. তারেক মাসুদ ✔
১৪) চোখের বালি’ এর অর্থ কি?
খ. শত্রু ✔
১৫. ‘কৃতঘ্ন’ শব্দের অর্থ কি?
খ. যে উপকারীর অপকার করে ✔
১৬. বাক্য সংকোচন করুন- ‘চক্ষু দ্বারা গৃহীত’
গ. চাক্ষুষ ✔
১৭) ‘মােদের গরব, মােদের আশা, আমরি বাংলা ভাষা’ চরণটি কার লিখা?
ঘ. অতুল প্রসাদ সেন ✔
১৮) বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রােকেয়ার জন্ম কোন জেলায়?
খ. রংপুর ✔
১৯) যা স্থায়ী নয়
ক. অস্থায়ী ✔
২০) ‘আমানত’ শব্দের অর্থ কি?
গ. গচ্ছিত ✔
২১) He talked as if he __ everything.
d. Knew ✔
২২) Which one is correct?
b. You, he and I are present ✔
২৩) What type of noun is ‘Kindness’?
c.Abstract ✔
২৪) Which one is the correct spelling?
c. Cigarette ✔
২৫) ‘Green House’ effect is the cause of
d. Emission of gases ✔
২৬) While he __ along the road, a snake bit him.
c. Was Walking ✔
২৭) There is no alternative ___ training.
a. To ✔
২৮) Cricket is a very exciting game (transform this sentence into exclamatory one)
c. What an exciting game cricket is! ✔
২৯) Choose the correct sentence.
b. One of my friends is a lawyer ✔
৩০) Which one is a masculine gender?
b. Ox ✔
৩১) What is the synonym of ‘competent’?
b. Capable ✔
৩২) I wish if I __ a cricketer.
d. Were ✔
৩৩) Shakespeare is known mostly for his
b. Drama ✔
৩৪) “Othello’ is a Shakespeare’s play about
d. A Moor ✔
৩৫) ‘To do away with’ means
c. To get rid of ✔
৩৬) Novel prize is considered the highest honour __ can be achieved in certain fields of work.
b. That ✔
৩৭) Emperor Akbar ___, was a son of Humayun.
b. Who was a great ruler ✔
৩৮) 1 cut myself, here ‘myself’ is a/an-
d. Reflexive pronoun ✔
৩৯) Which one is not an example of comparative degree?
c. Worst ✔
d. Highest ✔
৪০) It is you who __ to blame.
c. Are ✔
৪১) বাংলাদেশের পােশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র ✔
৪২) বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
গ. সিয়েরা লিয়ন ✔
৪৩) সূচিত্রা সেনের পৈত্রিক নিবাস কোথায়?
গ. পাবনা ✔
৪৪) সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে?
ঘ. মঙ্গল শােভাযাত্রা ✔
৪৫) মিলেনিয়াম ডেভেলপমেন্ট গােল (এমডিজি) অর্জনের জন্য কোন সন নির্ধারিত?
গ. ২০১৫ ✔
৪৬) আল শাবাব কোন দেশের সংগঠন?
গ. সােমালিয়া ✔
৪৭) ক্রিকেট বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন কে?
গ. ইংল্যান্ড(২০১৯) ✔
৪৮) নাসা (NASA) কোন ধরনের প্রতিষ্ঠান?
খ. মহাকাশ গবেষণা ✔
৪৯) বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?
গ. ৩৫০ টি ✔
৫০) বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
খ. ২৬ মার্চ ✔
৫১) খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
ঘ. সিলেট ✔
৫২) নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
খ. ৬.১৫ কিঃ ✔
৫৩) বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
খ. রাঙ্গামাটি ✔
৫৪) বাংলাদেশ এশিয়ার কোন এলাকায় অবস্থিত?
খ. দক্ষিণ এশিয়া ✔
৫৫) ডােনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?
খ. ২০ জানুয়ারি ২০১৭ ✔
৫৬) AU কোন মহাদেশের সংগঠন?
গ. আফ্রিকা ✔
৫৭) NATO এর সদর দপ্তর কোথায়?
খ. বেলজিয়াম ✔
৫৮) GMT মানে কি?
c. Greenwich Mean Time ✔
৫৯) ইন্টারপােল এর সদর দপ্তর কোথায়?
খ. প্যারিস(লিও) ✔
৬০) ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
গ. ইরাক ও সিরিয়া ✔
NSI Previous Question PDF
NSI question solution 2017 pdf
NSI Exam Syllabus 2024
- Bangla = 10
- English = 10
- General Math = 15
- General Knowledge (Bangladesh and International Affairs) = 35
- Daily Science = 10
- Computer and IT =10
- Mental Ability =10
NSI Written Exam Marks Distribution
Total Marks: 100 | Exam time: 1 hour 30 Minutes
- Bengali
- -Focus Writing + Grammatical-25 Marks
- English- Translation/Essay/Focus Writing/Grammatical/Short Question-25 Marks
- General Math-15 Marks
- General Knowledge (Bangladesh and International Affairs)- NSI Related, International Organization, Short Question, Analytical
- Question/ Recent affairs- 35 Marks
প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) এর নিয়োগের লিখিত পরীক্ষার সিলেবাস
*২০১৭ সালে প্রিলি রেজাল্টের ১ সপ্তাহ পরে লিখিত পরীক্ষা হয়েছিল।
*গনিতঃ বিসিএস টাইপ ম্যাথ থাকে।
*সংক্ষিপ্ত ও টিকাঃ গোয়েন্দা সংস্থা, সংগঠন, বিভিন্ন দেশের সমসাময়িক ঘটনা।
*NSI রিলেটেড নিয়ে একটি বিশদ লেখা।
*সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে।
*প্রবলেম সলভ থাকে Analytical Type.
*English Short Question
প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) এর নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নের ধরণঃ
সহকারী পরিচালক (AD) – জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (লিখিত প্রশ্ন ২০১৫)
১। ম্যাথ ২ টা = ১৬ নম্বর
২। বাংলা গল্প = ১০ নম্বর (আংশিক দেওয়া ছিল সেটা শেষ করা)
৩। টীকা (বাংলা ও ইংলিশ) = ১০ নম্বর
৪। গোয়েন্দা সংস্থার নাম = ১০ নম্বর
৫। মাননীয় প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর নিয়ে চুক্তি (ইংলিশ) = ৬ নম্বর
৬। জঙ্গিবাদ দমনে সরকারের সফলতা ও কি কি পদক্ষেপ নেওয়া উচিত (বাংলাদেশ) = ১০ নম্বর
৭। রোহিঙ্গ সমস্যা = ১০ নম্বর
৮। সুচির প্রেসিডেন্ট না হওয়ার কারন (ইংলিশ) = ৪ নম্বর
৯। মিয়ানমারের নির্বাচন = ৪ নম্বর।
১০। সাইবার ক্রাইম (ইংলিশ) = ১০ নম্বর।
১১। ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে এন এস। আই-এর পরিচালকের ভূমিকা = ১০ নম্বর।
Conclusion
NSI Question Solution 2024, if you wanna ask any question? Please comment bellow this post or send message our official facebook page or group. We will reply as soon as possible. Thanks for connect with us and visited our website.