After the schools closed due to Corona, the government is taking steps to help students continue their education online. One of the steps being taken is the distribution of assignments. The assignments for many subjects including home science were published by the directorate of secondary and higher secondary education authority on their website.
But the Class 7 Home Science assignment answer 2025 can be found on our website. We will tell you how you can download your Class 7 Home Science assignment answer below.
Check also: Assignment Cover Page Design
Class 7 Home Science Assignment 2021
Home science is surely an important subject. It will teach you many skills that you will need in life. The information on home management and home services need to be understood. Home management levels include design, planning, coordination, control, assessment, and objectives. We have to plan first to organize something according to a schedule suitable for all of our family members.
6th week Class 7 Home Science Assignment
Class 7 Home Science Assignment
(নমুনা তালিকা) তালিকা নং-০১
পরিবারের সদস্যদের ০৭ (সাত) দিনের কাজের ধরন পর্যবেক্ষণ করে তােমার দৈনন্দিন জীবনে পরিবারের সদস্যদের অবদানের তালিকা প্রস্তুত করাে (নিচের নমুনা তালিকা অনুযায়ী) (নমুনা তালিকা)তালিকা নং -০২
Class 7 Home Science assignment answer will also include consumer safety rights and what you should keep in mind when buying different household items. By studying Home Science, you will also learn the principles of making a home attractive and clean. Home science will help you maximize your money, time and energy while making your home beautiful.
Class 7 Home Science assignment answer 3rd Week
Now that you know what your Class 7 Home Science assignment answer may contain, we will tell you how you can download the answer. We have already solved your Class 7 Home Science assignment and posted the answer on our website as fast as we could. We have made sure to answer all the questions correctly and with care.
বিষয়ের নাম: গার্হস্থ্য বিজ্ঞান, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নং-০১;
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: প্রথম অধ্যায়
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ,
বর্তমান কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে ও বিদ্যালয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব হচ্ছেনা। এই পরিস্থিতিতে অবসর সময়ে আনন্দ পাওয়ার জন্য তুমি বাড়ির আডিনায়/ ছাদে বাগান করার সুযোগ পেলে কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিচের ছক ও বিবেচ্যবিষয় অনুসরণ করে একটি ধারণাপত্র তৈরী করো।
বিবেচ্য বিষয়:
১। বাগানে তুমি কি কি গাছ লাগাতে চাও?
২। বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার করবে?
৩। এ কাজের মাধ্যমে তুমি কীভাবে উপকৃত হবে বলে মনে করছো?
ধাপ | করলীয় কাজ |
১.পরিকল্পনা | |
২. সংগঠন | |
৩. নিয়ন্ত্রণ | |
৪. মূল্যায়ন |
Class 7 Home Science Assignment Answer PDF
3rd week 7 class home science assignment answer 2025 pdf
প্রশ্ন: ১. প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কীভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি-তা পাঠ্যপুস্তকের আলােকে লিখ।
২. প্রতিবেদন তৈরিকোভিড ১৯ মােকাবিলায় কোন কোন খাদ্য গােষ্ঠী হতে খাবার আমাদের তালিকায় প্রাধান্য পাবে তা বিবেচনা করে তােমার পরিবারের উপযােগী ৭ দিনের একটি তালিকা তৈরি করা।
সংক্ষিপ্ত প্রশ্ন: ৩
ক. ব্যক্তিত্বের সাথে পােশাকের ডিজাইনের সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা কর;
খ. কাপড়ের মাড় দিতে হয় কেন? মাড় প্রয়ােগের ৫টি নিয়ম লিখ;
গ. পশমি বস্ত্র ধৌতকরণে তুমি কী ধরণের সর্তকতা অবলম্বন করবে;
অ্যাসাইনমেন্টের/নির্ধারিত কাজ
১ম অধ্যায়: গৃহ ব্যবস্থাপনার ও গৃহ সম্পদ
অ্যাসাইনমেন্টের/নির্ধারিত কাজঃ (সংক্ষিপ্ত প্রশ্ন)
- ক) সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী তােমার পরিবারের সম্পদগুলাে চিহ্নিত করাে।
- খ) অর্থ দিয়ে কোন কোন কাজগুলাে করা যায়? ব্যাখ্যা করাে।
- গ) তােমার ঘর পরিপাটি ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কাজ সহজকরণের কোন কলাকৌশলগুলাে অবলম্বন করবে তা উল্লেখ করাে।
২য় অধ্যায়: গৃহ সামগ্রী ক্রয়
সৃজনশীল প্রশ্নঃ করিম সাহেব তাড়াহড়া করে লেখাপড়ার সামী ক্রয়ের জন্য বাজারে গেলেন। বাজার থেকে নিজে চিন্তা করে প্রয়োজনীয় সামন্রী ক্রয় করে আনলেন। বাড়িতে আসার পর তার ছেলে স্কেল চাইলে তিনি স্কেল দিতে অসামর্থ্য হন। তাছাড়া তিনি যে কোম্পানীর কলম চেয়েছিলেন তা না দিয়ে বিক্রেতা তাকে নকল কোম্পানীর কলম দেন। কলম ফেরত দিতে গেলে বিক্রেতা তা ফেরত নিতে অস্বীকৃতি জানান।
২.ক) করিম সাহেব ক্রয়ের কোন নীতি অনুসরণ করেননি বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো।
বিষয়বস্তুর ধারণা: দ্রব্য সামগ্রী কেনার সময় কিছু নীতি অনুসরণ করলে ভোক্তা লাভবান হয়ে থাকেন। তিনি আগে থেকে পরিকল্পনা, দ্রব্য সামগ্রীর তালিকা প্রণয়ন, গুনাগুন যাচাই এবং যদি বাজার মূল্য সম্পর্কে ধারণা রাখেন তবে অনেকাংশে লাভবান হতে পারবেন।
পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলোকে ব্যাখ্যা:
পাঠ্যপুস্তকে দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য কিছু নীতির কথা বলা হয়েছে। যেগুলো মেনে চললে সহজেই প্রয়োজনীয় ও চাহিদা মাফিক জিনিস ক্রয় করা যায়। উদ্দীপকে করিম সাহেব ক্রয় করার তেমন কোন নীতি অনুসরণ না করায় করিম সাহেবের ভোক্তা অধিকার আইন ক্ষুন্ন হয়েছে।
চাহিদা পূরণের জন্য যে কোন দ্রব্য বা জিনিস আমরা বিক্রেতার কাছ থেকে কিনে থাকি। তাই কোন দ্রব্য বা দ্রব্য সামগ্রী কেনার জন্য কিছু নীতি অনুসরণ করা প্রয়োজন। উদ্দীপকে করিম সাহেব কোন নীতি অনুসরণ না করায় করিম সাহেবের ভোক্তার অধিকার ক্ষুন্ন হয়েছে।
করিম সাহেব একজন ভোক্তা, তার নিম্নের অধিকারগুলো রয়েছে-
১। নিরাপত্তা রধিকার
২। জানার অধিকার
৩। অভিযোগ করার অধিকার
৪। ক্ষতিপূরণ পাওয়ার অধিকার
৫। বাছাই করার অধিকার
৬। স্বাস্থ্যকর পরিবেশ এর অধিকার
৭। ভোক্তার শিক্ষা লাভের অধিকার
উদ্দীপকে করিম সাহেবের ৩ ও ৪ নং অধিকার ক্ষুন্ন হয়েছে।
খ) কলম কিনতে গিয়ে ভোক্তার অধিকার ক্ষুন্ন হয়েছে বিশ্লেষণ করো।
The answers have been sorted with your comfort in mind. We hope you will find our Class 7 Home Assignment answer useful and come back again for more assignment answers. We hope you won’t have any difficulty to follow the link and download the answer. If you want to download the answer to your assignment, follow the link shown here.
Conclusion
We have tried our best to investigate the subject and avoid any unwanted errors for your Class 7 Home Science assignment answer. Now you have the answers you need to successfully complete your Home Science assignment with ease. Visit our website again to find more necessary answers for other subjects or to download your assignments.