বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য,

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ প্রকাশিত হয়েছে http://www.buet.ac.bd/Home/Admission এই লিংকে। চলুন দেখে নেয়া যাক বিস্তারিত।

বুয়েট ২০২৫-১৯ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ ও সময়ঃ- 

অনলাইন আবেদন শুরুঃ ১ সেপ্টেম্বর,২০২২  সকাল ১০ঃ০০ টা

আবেদনের শেষ তারিখঃ ১০ সেপ্টেম্বর,২০২২  বিকাল ০৪ঃ৩০ টা

আবেদন ফী প্রদানের শেষ তারিখঃ ১১ সেপ্টেম্বর ,২০২৫ বিকাল ০৪ঃ৩০ টা

E, T, R, S চিহ্নিত আবেদন পত্র সরাসরি রেজিস্ট্রার অফিসে জমা দেয়ার তারিখঃ ০২ সেপ্টেম্বর হতে ১২ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০০ টা থেকে বিকাল ০৪ঃ৩০ পর্যন্ত।

ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫

ভর্তি পরীক্ষাঃ ০৭ অক্টোবর ২০২৫

ভর্তি পরীক্ষার ফলাফলঃ ২৭ অক্টোবর ২০২৫

বিভাগ পছন্দঃ ১০ নভেম্বর ২০২৫ থেকে ১৮ নভেম্বর ২০২৫

আবেদনের লিংক: “http://www.buet.ac.bd”

ইউনিট পরিচিতি ও আবেদন ফিঃ

  • ক ইউনিটঃ- ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগঃ- ৯০০/- টাকা
  • খ ইউনিটঃ- ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগঃ- ১১০০/- টাকা

বুয়েট ২০২৫-১৯ ভর্তি পরীক্ষার আবেদনের নূন্যতম যোগ্যতাঃ-   

  • SSC: আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে/মাদ্রাসা শিক্ষা বোর্ডে/ কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাস করতে হবে।
  • HSC: প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে/ মাদ্রাসা শিক্ষা বোর্ডে/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি ও বাংলা বিষয় পাঁচটির মোট জিপিএ ন্যূনতম ২২.৫০ পেয়ে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস করতে হবে।
  • তবে আবেদন কারীদের ভিতর থেকে ১ম ১২০০০+  জন কে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে।

বিভাগ ও আসন সংখ্যাঃ-

  • রাসায়নিক প্রকৌশল বিভাগঃ- ৬০
  • ধাতব প্রকৌশল বিভাগঃ- ৫০
  • সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগঃ- ১৯৫
  • পানি সম্পদ প্রকৌশল বিভাগঃ- ৩০
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগঃ- ১৮০
  • নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগঃ- ১৫৫
  • শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগঃ- ৩০
  • বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগঃ- ১৯৫
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগঃ- ১২০
  • বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগঃ- ৩০
  • স্থাপত্য বিভাগঃ- ৫৫
  • নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগঃ- ৩০
  • মোট আসন সংখ্যাঃ- ১০৬০

আবেদন করার নিয়মঃ-

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তির প্রয়ােজনীয় তথ্যাবলী  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) এ পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে। Submit করা শেষে একটি Application Serial No. প্রদান করা হবে এবং পরবর্তীতে এই নম্বরের বিপরীতে শিওরক্যাশ  / রকেট / bKash এর মাধ্যমে  মোবাইল দিয়ে SMS এর মাধ্যমে আবেদন ও ভর্তি পরীক্ষাবাদ প্রদেয় ফি জমা দিতে হবে।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.