জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এবার ৯৮০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৮ হাজার ৫২১টি। প্রতিটি আসনের বিপরীতে ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক এএইচএম কামাল জানান, বিশ্ববিদ্যালয়ে ৫টি ইউনিটে ১৯ টি বিভাগে আবেদন জমা পড়েছে ৩৮ হাজার ৫২১টি। একটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেবে ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।