সময়সূচী

তিন ব্যাংকের ১২ জানুয়ারির পরীক্ষা আটকে গেলো

রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার (জেনারেল) ও অফিসার (ক্যাশ) পদে নিয়োগের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশের ফলে এ তিন ব্যাংকের ১২ জানুয়ারি অনুষ্ঠেয় সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

২৮ জনের রিট আবেদনের শুনানি নিয়ে রোববার (০৭ জানুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশিদুল হক খোকন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিম আল ইসলাম ও মির্জা সুলতান আল রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাতার হোসেন সাজু।

পরে তানজিম আল ইসলাম বলেন, গত বছরের তিনটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে আদালত সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের নিয়োগ বন্ধের নির্দেশনা দিয়েছেন। এ কারণে ১২ তারিখের পরীক্ষা স্থগিত থাকবে।

আরও দেখুনঃ

তিন ব্যাংকে ৩৬৭ জন নিয়োগ

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.