আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে আজ ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস শুভেচ্ছা, উক্তি, স্ট্যাটাস, কবিতা, গান, যেমন খুশি তেমন সাজো, ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করব।
বিজয় দিবসের শুভেচ্ছা
অনেকে আছে বিজয় দিবসকে মিছিলের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিবে। তারা বিজয় দিবসের শুভেচ্ছা ব্যানার ইন্টারনেটে অনুসন্ধান করে খুঁজতে থাকে।আপনারা যাতে ভালো মানের বিজয় দিবসের শুভেচ্ছা ব্যানার খুঁজে পান। তার জন্য আমরা আমাদের এই পোস্টে সকল ধরনের তথ্য দিয়ে দিয়েছে। আশা করি আপনি বিজয় দিবসের শুভেচ্ছা গুলো পছন্দ করবেন।
বিজয় দিবসের শুভেচ্ছা বাণী
অনেকে ইন্টারনেটের 16 ডিসেম্বরের বাণী লিখে জানতে চায়। বিজয়ের মাসের সকল ধরনের বাণী আমরা আমাদের এই পোস্টে উপস্থাপন করেছি। আপনি চাইলে বাণী গুলো সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। অথবা আপনার প্রোফাইল পিকচারে এড করতে পারেন।
- এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা।
- মহান বিজয় দিবস শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা ।
- সুধি,মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের। যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা
হাজার 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ পাক হানাদার বাহিনীর হাত থেকে বিজয় লাভ করে। এই বিজয়ের মাসে সকলে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করে। আপনি হয়তো বিজয় দিবসের কোন কার্যক্রমের জন্য কোন কিছু খুঁজছেন। আমরা আপনাদের সকলের সুবিধার্থে সকল ধরনের শুভেচ্ছা ব্যানার, শুভেচ্ছা বার্তা, ছবি, উক্তি আমাদের পোস্টে দিয়ে দিয়েছে।
বিজয় দিবসের ছবি, কবিতা
বিজয়ের মাসের শুভেচ্ছা
আপনারা অনেকেই বিজয় দিবসের শুভেচ্ছা উক্তি পাওয়ার জন্য অনুসন্ধান করছেন। তাদের জন্য আমরা আজকের এই বিজয় দিবস নিয়ে শুভেচ্ছা উক্তি তুলে ধরেছি। আশা করছি উল্লেখিত বিজয় দিবসের শুভেচ্ছা উক্তি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
- ১টি যুদ্ধ, ৯টি মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, ১টি দেশ। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
- লাল এর মাঝে ভালবাসা। সাদা এর মাঝে বন্ধুত্ব। নীল এর মাঝে কষ্ট। কালো এর মাঝে অন্ধকার। আর সবুজের মাঝে আমার বাংলাদেশ।
- বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৫০ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছা।
- প্রশ্নবিদ্ধ স্বাধীনতাকে উত্তরে মেলাবার আজই তো সময়, লক্ষ কন্ঠে সোনার বাংলায় খুঁজে পাই প্রাণের আস্বাদ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
- আপনার সম্মান তখন বাড়বে। যখন বিদেশে গিয়ে আপনি নিজের দেশের সম্মান বাড়াতে পারবে। আর গর্বিতভাবে বলতে পারবেন, আমি বাংলাদেশী।
- আপনার বা আপনার পরিবারের অসম্মানে আপনার যতটা কষ্ট হবে। তার চেয়ে অনেক বেশি কষ্ট এবং রাগ হবে আপনার দেশের অসম্মান হলে। তাই সর্বদা দেশকে সম্মান করুন এবং দেশের সম্মান রক্ষায় ব্রতী থাকুন। সবাইকে বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের শুভেচ্ছা।
- আসুন আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি যে, আমরা সব অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করব, সবাইকে আমাদের দেশের মহত্ত্ব বোঝাব, সঠিক অর্থে আমরা একজন বাংলাদেশী হয়ে উঠব। শুভ জন্মদিন বাংলাদেশ।
আরও দেখুনঃ বিজয় দিবস রচনা পয়েন্ট
বিজয়ের মাসের স্ট্যাটাস
আপনারা যারা বিজয় দিবসের শুভেচ্ছা এসএমএস পেতে চান। তাদের জন্য বিজয় দিবস সম্পর্কিত শুভেচ্ছা স্ট্যাটাস তুলে ধরা হয়েছে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আসা করি আপনাদের ভাল লাগবে। বিজয় দিবসের শুভেচ্ছা বাণী সবার সাথে শেয়ার করুন।
- লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান । প্রয়োজনে আবার দেবো রক্ত ঠেলে , বজায় রাখতে বিজয়ের মান । মোদের দেহে থাকতে রক্ত , বৃথা যাবেনা শহীদদের দান । মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
- বিজয় আমাকে পথ দেখিয়েছে , দিয়েছে বাচাঁর আশ্বাস । আমি বিজয়ের গান গাই , আমি স্বাধীনতা কে চাই । আমি বিজয়ের পতাকা ধরে , সারাটি পথ পাড়ি দিতে চাই । মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
- তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ। তবুও ভাললাগা-ভালোবাসাময় তুমি, আমার বাংলাদেশ।
- ১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।
- ১৬ই ডিসেম্বর, তুমি মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বিধবা মায়ের বন্দী শ্বাসের শান্তির নিঃশ্বাস।
- প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ…।” সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
- সব ক’টা জানালা খুলে দাও না! আমি গাইবো, গাইবো বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ…
১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা উক্তি
বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ স্বাধীন দেশ। স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য তাদেরকে সম্মান জানাই। যারা বিজয় লাভের উদ্দেশে রক্ত দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে। আমরা অনেকেই ফেসবুক সহ আরো বিভিন্ন প্লাটফর্মে বিজয়ের শুভেচ্ছা উক্তি শেয়ার করে থাকি এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে থাকি। আপনাদের সুবিধার্থে বিজয় দিবসের শুভেচ্ছা উক্তি নিচে দেয়া হয়েছে।
- বিজয়ের চেয়ে আনন্দ অন্য কিছুতে নেই। স্বাধীনতার চেয়ে সুখ আর কোথায় হয় না। আর আমরা বিজয় এবং স্বাধীনতা দুটোই পেয়েছি ।
- আজ বিজয় দিবসে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা হোক। দোয়া মাহফিল অনুষ্ঠিত হোক। এতেই তাদের পরকালীন শান্তি।
- বিজয়ের প্রকৃত স্বাদ আমরা পাইনি। মানুষ হত্যার রাজনীতি চাইনি । যা চেয়েছি তার ধারেকাছেও যাইনি ।
- আমি বাঙালি মুসলমান। বিজয় দিবসে প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে সকল অকুতোভয় বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যাদের ত্যাগেই পেয়েছি এই দেশ ।
- আসুন আজকের এই বিজয়ের দিনে আত্মার মাগফেরাত কামনা করি । যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ ।
- আজ ১৬ই ডিসেম্বর । মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশ । তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
- লাল সবুজের ওই যে পতাকা উড়ছে। ওর লাল রং শহীদের রক্ত এবং সবুজ কালার যেন নবীজির রওজা থেকে ধার করা হয়েছে।
- দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা হাদীস নয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা । দেশের প্রতি নবীজির অসাধারণ ভালবাসা ছিল । অতএব আমাদেরও রাখা উচিত ।
- বিজয় মানে গর্বিত এক জাতি । লাল সবুজের পতাকা । বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটা বাংলাদেশ ।
- প্রবাসে আমার চলাফেরা ,আমার কথাবার্তা শুনে যখন ঐ দেশের কেউ বলে ওঠে আরে তুমি বাঙ্গালী না ! তখন গর্বে বুকটা ভরে ওঠ। সত্যিই বিজয় দিবসের কোন তুলনা হয় না।
১৬ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস
১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা যারা, অনেক আগ্রহ করে বসে আছি এবং একে অপরের সাথে শুভেচ্ছা পিক শেয়ার করতে চাই। তাদের জন্য এখানে বিজয় দিবসের শুভেচ্ছা পিক তুলে ধরা হয়েছে। আশা করা যায় এগুলো আপনাদের কাছে ভালো লাগবে।
- যুদ্ধ করে দেশ পেয়েছি, সবাই স্বাধীন বেশ। বিজয় দিনে ঘরে ঘরে, নেইকো খুশির শেষ ।
- দেশকে সবাই ভালোবাসো, নিজের থেকে বেশি। দেশ উন্নয়ন কাজ করে যাও, ছেড়ে রেষারেষি।
- দেশের জন্য ভাষার জন্য, আমরা করি লড়াই। বিশ্বে আমরা বীরের জাতি, করতে পারি বড়াই ।
- এই মাটিতে শুয়ে আছে, লক্ষ শহীদ গাজী। নতুন করে তাদের মত, হতে আছি রাজি ।
বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা
আপনাদের জন্য শুভেচ্ছা বার্তা আমরা এখানে দিয়ে দিয়েছি। বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা সবাই পেতে চায়।কারন অনেকেই অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা সবার মাঝে ছড়িয়ে দেয়। আপনারা যাতে সকল ধরনের শুভেচ্ছা বার্তা পান। তার জন্য আমরা বিশেষ কিছু বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা আমরা এখানে উপস্থাপন করেছি। আশা করি এটি আপনাদের ভালো লাগবে।
লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান । প্রয়োজনে আবার দেবো রক্ত ঠেলে , বজায় রাখতে বিজয়ের মান । মোদের দেহে থাকতে রক্ত , বৃথা যাবেনা শহীদদের দান । মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
বিজয় আমাকে পথ দেখিয়েছে , দিয়েছে বাচাঁর আশ্বাস । আমি বিজয়ের গান গাই , আমি স্বাধীনতা কে চাই । আমি বিজয়ের পতাকা ধরে , সারাটি পথ পাড়ি দিতে চাই । মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
‘প্রথম বাংলাদেশ আমার শেষবাংলাদেশ জীবন বাংলাদেশ আমারমরণ বাংলাদেশ… আমাদের জীবন-মরণএই বাংলাদেশেরস্বাধীনতা দিবসে সবাইকে সুভেচ্ছা।
একটি বাংলাদেশ তুমি… জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমারঅহংকার। সারা বিশ্বের বিস্ময় এইবাংলাদেশের জন্য আসুন আমরা সবাইমিলে কাজ করি।
মহান বিজয় দিবসের শুভেচ্ছ
মহানস্বাধীনতা দিবসের এটাই হোক আমাদেরশপথ।সূর্যোদয়ে তুমি সূর্যস্তেও তুমিও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমিও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি!!
আজ ১৬ ই ডিসেম্বর।মহান বিজয় দিবস।সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা…১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগেরবিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীনসার্বভৌম রাষ্ট্র,
তাদের রুহের মাগফিরাতকামনা করছি।শ্রদ্ধার সাথে স্বরন করছি জাতিরশ্রেষ্ট সন্তানদের।
মুক্তির লাল সবুজ উল্লাসেপাজরের বন্ধনগুলো অন্য আলোয় উদ্ভাসিতন মাসের লালিত ক্ষোভের দাবানলেক্ষয় হয়ে যাকমনের সব নীচতা, মৌনতা, হীনতাসবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা…