ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের চতুর্থ বর্ষের বিএ, বিএসএস, বিএসসি ও বিবিএস অনার্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ফি দিয়ে স্ব স্ব কলেজ থেকে সাময়িক সনদ ও নম্বরপত্র সংগ্রহ করা যাবে। অনলাইনে সনদ ও নম্বরপত্রের ফি দেওয়ার প্রক্রিয়া অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইট www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
গত ৮ অক্টোবর অধিভুক্ত ৭ কললেজের শিক্ষার্থীরা ফলাফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন।
পরে শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আগামী ৩০ নভেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে ঘোষণা দেন।