চাকরির খবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ জাককানইবি  বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েব সাইট <strong>www.jkkniu.edu.bd  তে প্রকাশ করা হয়েছে । আজকে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ভর্তি তথ্য ও যোগ্যতা নিয়ে আলোচনা করব ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে  ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে SMS পদ্ধতিতে  দরখাস্ত আহবান করা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়: 

আবেদন শুরু :

আবেদনের শেষ তারিখ :

ভর্তি পরীক্ষা : ১১ থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত

ইউনিট পরিচিতি ও আসন সংখ্যাঃ-

ইউনিটের নাম

ইউনিটভুক্ত বিভাগের নাম ও আসন সংখ্যা

মোট আসন সংখ্যা

AL বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ-৬৫

১১৫

ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ-৫০
AP সংগীত বিভাগ-৬০

১৬৫

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ-৩৫
চারুকলা বিভাগ-৪০
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ-৩০
B কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই)-৪০

১৩০

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই)-৪০
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইএসই)- ৫০
C হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ-৫০  

১৫০

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ-৫০
হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগ-৫০
 

D

অর্থনীতি বিভাগ-৬০

৪২০

লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগ-৬০
আইন ও বিচার বিভাগ- ৬০
ফোকলোর বিভাগ-৬০
নৃবিজ্ঞান বিভাগ-৬০
পপুলেশন সায়েন্স বিভাগ -৬০
স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগ-৬০

সর্বমোট আসন সংখ্যা

৯৮০

 

আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ-

ইউনিট নাম এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/ সমমান পরীক্ষায় চর্তুথ বিষয়সহ জিপিএ এইচ.এস.সি/সমমান পরীক্ষার বিষয় বা বিষয়সমূহে প্রাপ্ত ন্যুনতম জিপিএ
AL 1)      মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে।

2)      বিজ্ঞান, কারিগরী সহ অন্যান্য শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

ইংরেজিতে ভর্তির ক্ষেত্রে-

1)      এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

2)      ভর্তি পরীক্ষায় ইংরেজি ৪৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।

AP 1)      এস এস সি ও এইচ এস সি/ সমমান সকল শাখার জন্য সর্বনিম্ন জিপিএ ৩.০০ সহ সর্বমোট ৬.০০ থাকতে হবে।

2)      প্রি-ডিগ্রি(ফাইন-আর্টস)/আই মিউজ হতে পাশকৃতরাও আবেদন করতে পারবে। আই মিউজ/প্রি-ডিগ্রি উত্তীর্ণ শিক্ষার্থীদের এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় ১ম বিভাগ=৩.৫(জিপিএ), ২য় বিভাগ=২.৫ (জিপিএ) হিসাবে গণ্য করা হবে। ৩য় বিভাগ প্রাপ্তরা আবেদন করতে পারবে না।

 

 

এ বিভাগ সমূহে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সমন্বয়ে চূরান্ত মেধা তালিকা প্রণয়ন করা হবে।

 

B 1)      বিজ্ঞান শাখায় উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে।

2)      ডিপ্লোমা ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ২.৫ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে (৪.০০ এর মধ্যে)। তবে ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ২০১২ ও ২০১৩ সালে এস.এস.সি. পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

3)      দেশের বাহিরের ডিগ্রীধারী প্রর্থীদের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সমমান সনদ থাকতে হবে।

 

 

ঐচ্ছিক বিষয় হিসাবে গণিত উত্তর করে ন্যূনতম ১২ নম্বর পেলে উক্ত ইউনিটের সকল বিষয়ে ভর্তির জন্য বিবেচ্য হবে। আর যদি জীববিজ্ঞান উত্তর করে তবে শুধু ইএসই বিভাগে ভর্তিও জন্য বিবেচ্য হবে।

 

C 1)      উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে সর্বনিম্ন জিপিএ ৩.০০ থাকতে হবে।

2)      ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা- উভয় পরীক্ষায় সর্বমোট জিপিএ ৬.৫০।

3)      বিজ্ঞান, কারিগরি ও অন্যান্য শাখা- উভয় পরীক্ষায় সর্বমোট জিপিএ ৭.০০।

 

 

C -ইউনিটের সকল বিভাগে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ২৫ নম্বরের মধ্যে ৮ নম্বর অবশ্যই পেতে হবে।

 

D 1)      বিজ্ঞান শাখায় উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

2)      মানবিক শাখায় উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে।

3)      ব্যবসায় শাখায় উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.২৫ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

4)      কারিগরি ও অন্যান্য শাখায় উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.২৫ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৩০ এর মধ্যে অবশ্যই ১২ নম্বর পেতে হবে।

 

** ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোন ইলেকট্রনিক্স ডিভাইস বহন সম্পূর্ন নিষিদ্ধ।

বিভিন্ন ইউনিটের অাবেদন ফিঃ-

ইউনিটের নাম

টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)

AL

550

AP

550

B

500

C

400

D

500

 

আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ুন

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.