শিক্ষা সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি  বিজ্ঞপ্তি ২০২৫-১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি  বিজ্ঞপ্তি ২০২৫-১৯ প্রকাশিত হয়েছে চবি অফিসিয়াল ওয়েবসাইটে। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের অব্যশই আগে থেকে ভর্তি পরীক্ষা সম্পর্কে জানা উচিত। তাই আজকে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি তথ্য ও ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ [Chittagong University Admission Test Circular 2025-19]

গুরুত্ত্বপূর্ন তারিখ ও সময় তারিখ:  

আবেদন শুরু: ১৩ সেপ্টেম্বর ২০২৫ (১১.০০ টা)

আবেদন শেষ: ০৬ অক্টোবর ২০২৫

প্রবেশ পত্র ডাউনলোড শুরু: ১৫ অক্টোবর ২০২৫

প্রবেশ পত্র ডাউনলোডের শেষ সময়: পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত

পরীক্ষার তারিখঃ 

  • A Unit Exam: ২৯ অক্টোবর ২০২৫
  • B Unit Exam: ২৭ অক্টোবর ২০২৫
  • B1 Unit Exam: ৩১ অক্টোবর ২০২৫ (সকাল ১০.০০ টা)
  • C Unit Exam: ৩০ অক্টোবর ২০২৫
  • D Unit Exam: ২৮ অক্টোবর ২০২৫
  • D1 Unit Exam:  ৩১ অক্টোবর ২০২৫ (সকাল ১২.০০ টা)

ভর্তি পরীক্ষা দেয়ার ন্যূনতম যোগ্যতা:

সকল পরীক্ষার্থী কে অবশ্যই ২০১৫ বা ১৬ সালে এসএসসি/সমমান এবং ২০২৫ সালে এইচএসসি/সমমান পাশ করতে হবে নিম্নোক্ত পয়েন্ট নিয়েঃ-

Unit

HSC Group HSC Point SSC Point

Total Point (With 4th Subject)

A Unit

Science / Agricultural Science 3.25 3.25 7.00

B Unit

 &

B1 Unit

Science / Agricultural Science 3.00 3.00

6.50

Humanities

2.50 2.50 6.00
Business Studies 3.00 3.00

6.50

C Unit

Business Studies 3.50 3.50

7.00

D Unit All Group 3.00 3.00

6.50

পরীক্ষা পদ্ধতি ও নাম্বার বন্টন:

  • এমসিকিউ পরীক্ষার  নাম্বার ১০০,
  • জিপিএ -২০,
  • মোট নাম্বার ১২০,
  • জিপিএ এর উপর নাম্বার ২০,
  • এইচএসসি -১২ ও এসএসসি ৮,
  • মোট সময় ৬০ মিনিট
  • প্রতিটি ভুল উত্তরের জন্য নাম্বার কাটা হবে ০.২৫
  • পাশ মার্ক ৪০ (আলাদা ভাবে পাশ করতে হবেনা ) যদি কোটা থাকে তবে সেক্ষেত্রে পাশ মার্ক ৩৫

পরীক্ষার সময় যা যা আনতে হবে:

  • ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি,
  • এইচএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড,
  • ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ২ কপি,
  • কোন প্রকার ক্যালকুলেটর ঘড়ি বা ইলেক্ট্রক্যাল ডিভাইস সাথে আনা যাবেনা।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.