খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-১৯ শিক্ষাবর্ষের সি ইউনিটের মেধা তালিকার দ্বিতীয় পর্যায়ের ভর্তি ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য জানান।
এছাড়াও মেধা তালিকার প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় শরু হয়ে দুপুর আড়াই টায় শেষ হয়েছে।
সি ইউনিটে সাধারণ ৯১ টি আসনের মধ্যে ভর্তির পর ২৪ টি শূন্য রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় ২টি আসন শূন্য রয়েছে। আগামী ১১ ডিসেম্বর মেধা তালিকার দ্বিতীয় পর্যায় থেকে শূন্য আসনে ভর্তি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সি ইউনিটের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।