বিজ্ঞান কী?
ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য, তার সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞানভাণ্ডারের নাম বিজ্ঞান।
ল্যাটিন শব্দ সায়েনটিয়া (scientia) থেকে ইংরেজি সায়েন্স শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে জ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞান শব্দটির অর্থ বিশেষ জ্ঞান ধারাবাহিক পর্যবেক্ষণ ও গবেষণার ফলে কোন বিষয়ে প্রাপ্ত ব্যাপক ও বিশেষ জ্ঞানের সাথে জড়িত ব্যক্তি বিজ্ঞানী, বিজ্ঞানবিদ কিংবা বৈজ্ঞানিক নামে পরিচিত হয়ে থাকেন।
বিজ্ঞানীরা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে জ্ঞান অর্জন করেন এবং প্রকৃতি ও সমাজের নানা মৌলিক বিধি ও সাধারণ সত্য আবিষ্কারের চেষ্টা করেন। বর্তমান বিশ্ব এবং এর প্রগতি নিয়ন্ত্রিত হয় বিজ্ঞানের মাধ্যমে। তাই এর গুরুত্ব অপরিসীম। ব্যাপক অর্থে যেকোনো জ্ঞানের পদ্ধতিগত বিশ্লেষণকে বিজ্ঞান বলা হলেও এখানে বিশেষায়িত ক্ষেত্রে শব্দটি ব্যবহার করা হবে।
আরও দেখুন…
- উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলাে কী কী হবে?
- তোমার একটি বইয়ের দৈর্ঘ্য ২০ সে.মি, প্রস্থ ১৫ সে.ন্টি. এবং উচ্চতা ১ সে.মি. এরূপ ৫০ টি বই এর আয়তন কত?
- আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাসুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখ?
- Assignment: কোষ বিভাজন কাকে বলে?
- Assignment: মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী প্রক্রিয়াটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে
- Assignment: মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাস মূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
- Assignment: আকাইদ কী?
- Assignment: শিরকের কুফল ও পরিনতি বর্ণনা কর
- Assignment: কুফরির পরিণাম ব্যাখ্যা কর
- Assignment: তাওহীদ বিশ্বাস করা প্রয়োজন কেন?