সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি ২০২৫ হিসাব বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদেরকে লেনদেন লিপিবদ্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত শিরোনামে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আজ তোমাদের জন্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহে দেওয়া হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান করার চেষ্টা করবো যাতে তোমরা খুব ভালোভাবে অ্যাসাইনমেন্ট লিখতে পারো এবং ভালো ফলাফল অর্জন করতে পারো।
তোমরা কোনোভাবেই এখান থেকে সরাসরি কপি করবেনা শুধু এখান থেকে ধারণা নিয়ে লেনদেন লিপিবদ্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত সংক্রান্ত এসএসসি ২০২৫ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবে।
এসএসসি পরীক্ষা ২০২৫ ষষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান
লেনদেন লিপিবদ্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত শিরোনামে এসএসসি পরীক্ষা ২০২৫ ষষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলো নিচের ছবিতে দেওয়া আছে। তোমরা প্রথমে অ্যাসাইনমেন্ট প্রশ্নে প্রদত্ত শিরোনাম, পাঠ্যসূচী ও নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নাও যাতে লিখতে সহজ হয়।
নিচের ছবিতে হিসাব বিজ্ঞান ষষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট দেখে নাও
অ্যাসাইনমেন্ট: লেনদেন লিপিবদ্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত;
সহায়ক তথ্য:
সাফওয়ান এন্টারপ্রাইজ এর ২০২৫ সালের মার্চ মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ;
- মার্চ ১২ ৪% বাট্টায় সিয়াম ব্রাদার্স এর কাছ থেকে প্রতি ফুট ৬০ টাকা দরে ৪৫০ ফুট পাইপ ক্রয়; বিমা খরচ ১,২০০ টাকা; চালান নং ২০;
- মার্চ-১৫ মদিনা ট্রেডার্স এর নিকট হতে থেকে প্রতি ফুট ৩০ টাকা দরে ৪৮০ ফুট বৈদ্যুতিক তার ক্রয়; কারবারি বাট্টা ২.৫%। চালান নং ২৫। শর্ত ৩/১৫, নিট ৩০;
- মার্চ ১৭ সিয়াম ব্রাদার্সকে পরিমাণে অতিরিক্ত হওয়ায় ২০ ফুট পাইপ ফেরত দেয়া হল। ডেবিট নােট নং-০৮;
- মার্চ ২০ মদিনা ট্রেডার্সকে ৩০ ফুট বৈদ্যুতিক তার নষ্ট থাকার কারণে ফেরত দেয়া হল। ডেবিট নােট নং-১১;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি) :
- ক) কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা;
- খ) লেনদেন হতে ক্রয় জাবেদা প্রস্তুত করা;
- গ) লেনদেন হতে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা;
লেনদেন লিপিবদ্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত
(ক) কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ
সাধারণ অর্থে কোন বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য পরিশোধ করা হলো তাই বাট্টা।ব্যবসাপ্রতিষ্ঠানে এই বাট্টা দেওয়া ও পাওয়া উভয় হয়ে থাকে।
কারবারি বাট্টা : বিক্রেতা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে। বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ণ নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে তা কারবারি বাট্টা হিসেবে গণ্য করা হয। এই কারবারি বাট্টা বিক্রেতার জন্য বিক্রয় বার্তা এবং ক্রেতার জন্য ক্রয় বাট্টা । ক্রেতা-বিক্রেতা কেউই এইবার তার হিসাব রাখে না। প্রকৃত যে মূল্যে ক্রয় বিক্রয় হয়েছে তাই হিসেবে লিপিবদ্ধ করা হয়।
নগদ বাট্টা : ব্যবসায়ী ক্রয় বিক্রয় প্রায় বাকিতে সংঘটিত হয়। ক্রেতা বিক্রেতার মাঝে দেনাপাওনা দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাই নগদ বাট্টা। এই বাট্টা বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা এবং ক্রেতার জন্য প্রাপ্ত বাট্টা। উভয় পক্ষ তাদের হিসাবের বইতে এই বার্তা লিপিবদ্ধ করে।
(খ) লেনদেন হতে ক্রয় জাবেদা প্রস্তুত
সাফওয়ান এন্টারপ্রাইজের ক্রয় জাবেদা
নোট-১ : সিয়াম ব্রার্দাস এর নিকট থেকে ক্রয় =(মোট ক্রয়-কারবারী বাট্টা)+বিমা খরচ
= (৬০×৪৫০)-(৬০×৪৫০×৪%)+১২০০
= ২৭০০০-১০৮০+১২০০
=২৭১২০টাকা
নোট-২:মদিনা ট্রের্ডাস এর নিকট থেকে ক্রয় =(মোট ক্রয়-কারবারী বাট্টা)
= (৩০×৪৮০)-(৩০×৪৮০×২.৫%)
= ১৪৪০০-৩৬০
=১৪০৪০টাকা
গ) লেনদেন হতে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত
সাফওয়ান এন্টারপ্রাইজের ক্রয় ফেরত জাবেদা
নোট-১ : সিয়াম ব্রার্দাস এর নিকট থেকে ক্রয়কৃত পন্য ফেরত =(মোট ক্রয়-কারবারী বাট্টা)
=(৬০×২০)-(৬০×২০×৪%)
= ১২০০-৪৮
=১১৫২টাকা
নোট-২ : মদিনা ট্রের্ডাস এর নিকট থেকে ক্রয়কৃত পন্য ফেরত =(মোট ক্রয়-কারবারী বাট্টা)
=(৩০×৩০)-(৩০×৩০×২.৫%)
= ৯০০-২২.৫
=৮৭৭.৫টাকা