সাথী নামের অর্থ কি? (বাংলা ও ইসলামিক অর্থ জানুন) – Sathi Namer Ortho

বিশ্বের প্রতিটা বাবা মা তাদের প্রিয় সন্তানের জন্য একটি সুন্দর অর্থবহল নাম রাখতে সবচাইতে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। কেননা তাদের প্রিয় সন্তান বলে কথা আর তাই তারা সবসময় চেষ্টা করে এমন একটি নাম তাদের প্রিয় সন্তানের জন্য রাখার যে, নামটি শুনতে খুবই ভালো লাগে। আমাদের মুসলিমদের মধ্যে সবচাইতে বেশি যেকোন নাম রাখার ক্ষেত্রে ইসলামিক নাম গুলো রাখার আগ্রহ বেশি থাকে।

কেননা ইসলামিক নাম গুলো খুব সুন্দর এবং অর্থবহল হয়ে থাকে। যদি আপনার প্রিয় সন্তানের কোন নাম রাখতে চান তাহলে তার নাম সাথী রাখতে পারেন। অনেকেই হয়তো জানেন না যে, সাথী নামের অর্থ কি? যদি আপনি ও সাথী নামের অর্থ না জানেন তাহলে আজকের এই আর্টিকেল থেকে সাথী নামের অর্থ জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সাথী নামের অর্থ কি?

সাথী নামের অর্থ কী?

সাথে একটি সংস্কৃত শব্দ থেকে আগত। সাথী নামের অর্থ হলো সঙ্গী। সহজভাবে বলতে গেলে সাথী নামের অর্থ হলো যে বন্ধু। সাথী নামের অর্থটি কিন্তু খুব সুন্দর। যদি চান আপনার প্রিয় সন্তানের অথবা আপনার পরিবারের কিংবা আত্মীয় স্বজনের যে কোন সন্তানের নাম সাথী রাখতে পারেন। আধুনিক ইসলামিক মুসলিম মেয়েদের জনপ্রিয় অর্থবহুল সুন্দর একটি নাম হলো সাথী। আপনার প্রিয় সন্তানের নাম সাথী রাখতে একে বারেই ভুলবেন না।

সাথী নাম কাদের?

যদি আপনার ঘরে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তার নাম সাথী রাখতে পারেন। কেননা সাথী হলো একটি ইসলামিক আধুনিক মুসলিম মেয়েদের জনপ্রিয় অর্থ বহুল নাম। তবে কখনো ছেলেদের নাম সাথী রাখা যাবে না। কেননা সাথী নামটি কিন্তু ছেলেদের সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ নয়। ছেলেদের জন্য চাইলে অন্যান্য নাম রাখতে পারবেন। তবে সাথী নামটি সবসময় ছেলেদের জন্য না রাখারই চেষ্টা করবেন।

সাথী নামটি শুধুমাত্র মেয়েদের সাথে মানানসই। সাথী নামের অর্থ কিন্তু খুব সুন্দর। সেই সাথে সাথী নামের মেয়েরা খুব ভালো হয়। যদি আপনার প্রিয় সন্তানের নাম অথবা আত্মীয় স্বজনের যে কোন মেয়ে সন্তানের নাম রাখতে চান তাহলে তার নামটি সাথী রাখতে পারেন। সাথী কিন্তু খুব জনপ্রিয় একটি আধুনিক ইসলামিক মুসলিম মেয়েদের খুব সুন্দর অর্থ বহুল নাম।

বিভিন্ন ভাষায় সাথী নামের বানান

বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রতিটা দেশের কিন্তু আলাদা আলাদা ভাষা রয়েছে। আর এই আলাদা আলাদা ভাষা থাকার কারণে তারা সাথী নামটি ও বিভিন্ন ভাষায় বানান করে লিখে থাকে। আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় যেমন “সাথী” বানান করে লেখা হয়। ঠিক তেমনি অন্যান্য দেশের ভাষা গুলোতে ও সাথী নিজস্ব ভাষায় লেখা হয়।

জনপ্রিয় কয়েকটি ভাষায় সাথী নামের বানান এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য কয়েকটি ভাষায় সাথী নামের বানান হলো; আরবী ভাষায় সাথী নামের বানান হলো (رفيق), ইংরেজি ভাষায় সাথী নামের বানান হলো (Sathi), উর্দু ভাষায় সাথী নামের বানান হলো (ساتھی), হিন্দী ভাষায় সাথী নামের বানান হলো (साथी)।

সাথী নামের জনপ্রিয় দেশসমূহ

সাথী নামটি মূলত আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি জনপ্রিয়। আমাদের বাংলাদেশের অনেক মুসলিম মেয়েদের নাম সাথী রাখা হয়। শুধুমাত্র আমাদের বাংলাদেশ ই নয়। আরো কয়েকটি দেশে সাথী নামটি খুবই জনপ্রিয়। এর মধ্যে রয়েছে পাকিস্তান ও ভারতের অনেক মেয়েদের নাম সাথী রাখা হয়। তবে সবচেয়ে বেশি সাথী নামটি আমাদের বাঙালি মেয়েদের রাখা হয়ে থাকে।

বাংলাদেশে সাথী নামের জনপ্রিয়তা বলা চলে যে প্রায় আকাশচুম্বী। সাথী নামের অর্থটা ও কিন্তু খুব ই সুন্দর। সেই সাথে সাথী একটি ইসলামিক আধুনিক নাম। আপনার প্রিয় সন্তানের নাম অথবা আত্মীয় স্বজনের যেকারো সন্তানের নাম যদি একটি আধুনিক ইসলামিক নাম রাখতে চান তাহলে সাথী নামটা রাখতে পারেন। সাথী কিন্তু খুব সুন্দর একটি আধুনিক ইসলামিক মুসলিম মেয়েদের জনপ্রিয় অর্থবহুল নাম।

About Author

Srabon Mahamud
জানতে ও জানাতে চাই।