Leather shoe factory

সাভারের হেমায়েতপুর-এ চামড়ার জুতা তৈরির কারখানা শিল্পের (প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, উৎপাদন, সেবা) আওতাভুক্ত তার তালিকা তৈরি করে আওতাভুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর

আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ও ছাত্রী বন্ধুরা, কেমন আছেন সবাই? আসা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো, প্রতি সপ্তাহে আপনার জন্য  ষষ্ঠ,৭ম,৮ম,৯ম শ্রেণির এসাইনমেন্ট শ্রেণির অ্যাসাইনমেন্ট প্রকাশের পরে, আমরা অবিলম্বে ষষ্ঠ,৭ম, অষ্টম, নবম শ্রেণির উত্তর ২০২৫ দিচ্ছি। আজকের পোস্টে, আমি তোমাদের ষষ্ঠ,৭ম,৮ম,৯ম শ্রেণির ৪র্থ এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর শেয়ার করবো।

https://i.imgur.com/zQUEBbx.jpg

ক) সাভারের হেমায়েতপুর-এ চামড়ার জুতা তৈরির কারখানা ।
খ) পোলার ফার্মে মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন করা।
গ) পদ্মা সেতু তৈরি করা।
ঘ) বাখরাবাদ গ্যাসফিল্ড থেকে গ্যাস উত্তোলন।
ড) কক্সবাজারে মেরিনড্রাইভ সড়ক তৈরি ।
চ) সুন্দরবন থেকে মধু আহরণ করা।
ছ) জয়পুরহাট সুগারমিলে আখ থেকে চিনি তৈরি
জ) বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দর ব্যবহার
করা।
ঝ) গাছের চারা উৎপাদন।
ঞ) হাসপাতালে চিকিৎসা দেওয়া।

উপরে বর্ণিত কাজগুলো কোন শিল্পের (প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, উৎপাদন, সেবা) আওতাভুক্ত তার তালিকা তৈরি করে আওতাভুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।

৯ম শ্রেণির ব্যবসায় উদ্যোগ এসাইনমেন্ট উত্তর ২০২৫

উত্তর: প্রশ্নে বর্ণিত কাজগুলো যে শিল্পের অন্তর্ভুক্ত তার তালিকা: শিল্পের নাম:
বিবরন
ক: সাভারের হেমায়েতপুর -এ চামড়ার জুতা তৈরির কারখানা উৎপাদন শিল্প
খ: পোল্ট্রি ফার্মের ডিম ও বাচ্চা উৎপাদন করা প্রজনন শিল্প
গ: পদ্মা সেতু তৈরি করা নির্মাণ শিল্প
ঘ: বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন নিষ্কাশন শিল্প
ঙ: কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক তৈরি নির্মাণ শিল্প
চ: সুন্দরবন থেকে মধু আহরণ নিষ্কাশন শিল্প
ছ: জয়পুর সুগার মিলে আখ থেকে চিনি উৎপাদন উৎপাদন শিল্প
জ: বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দর ব্যবহার করা সেবা শিল্প
ঝ: গাছের চারা উৎপাদন প্রজনন শিল্প
ঞ: হাসপাতালে চিকিৎসা দেওয়া সেবা শিল্প

কারণ:

_ প্রজনন শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। পোল্ট্রি ফার্ম ফার্মের ডিম ও বাচ্চা উৎপাদন করা এবং গাছ চারা উৎপাদন উৎপাদনের উৎপাদিত সামগ্রী পুনরায় ব্যবহার করা হচ্ছে। তাই, এই দুইটি প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত।

_ নিষ্কাশন শিল্প বলতে ভূগর্ভ, বায়ু, পানি হতে প্রাকৃতিক সম্পদ আহরণকে বুঝায়। ভূগর্ভে থেকে গ্যাস উত্তোলন এবং বন থেকে মধু সংগ্রহ করা হয় বলে এরা নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত।

_ নির্মাণ শিল্প বলতে রাস্তাঘাট, সেতু, সড়ক,  বাঁধ, দালানকোঠা নির্মাণকে বোঝায়। তাই, পদ্মা সেতু তৈরি ও মেরিন ড্রাইভ সড়ক তৈরি এই শিল্পের অন্তর্ভুক্ত।

_ শ্রম ও  যন্ত্র ব্যবহার করে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করার শিল্পই হচ্ছে উৎপাদন শিল্প। এখানে চামড়া থেকে জুতা ও আখ থেকে চিনি উৎপাদন করায় কাঁচামালের রূপান্তর হচ্ছে যা উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত।

_ যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত তাকে সেবা শিল্প বলে। তাই বাণিজ্যের জন্য সমুদ্র বন্দর ব্যবহার ও হাসপাতালে চিকিৎসা নেওয়া, মানুষের জীবনকে সহজ ও সুন্দর করেছে। তাই, এগুলো সেবা শিল্পের অন্তর্ভুক্ত।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.