বেদ হচ্ছে হিন্দুদের আদি ধর্মগ্রন্থ। হিন্দুধর্ম যার পুরাতন নাম সনাতন ধর্ম। সনাতন ধর্ম। বেদ হল প্রাচীন ভারতে লিপিবদ্ধ তত্ত্বজ্ঞান-সংক্রান্ত একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন। বৈদিক সংস্কৃত ভাষায় রচিত বেদই সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ। সনাতনরা বেদকে অপৌরুষেয় এবং নৈর্বক্তিক ও রচয়িতা শূন্য মনে করেন।
বেদ পাঠের মাধ্যমে আমি যে শিক্ষা লাভ করেছি তা হলোঃঃ
১.হিন্দুধর্ম সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পেরেছি।
২.হিন্দুধর্মের উৎপত্তি সম্পর্কে জানতে পেরেছি।
৩.ঈশ্বর সম্পর্কে জানতে পেরেছি।
৪.ঈশ্বরের কোন আকার নেই। ঈশ্বর নিরাকার।
৫.পৃথিবী সৃষ্টির ইতিহাস জানতে পেরেছি।
৬.ঈশ্বরের লীলা লেখা সম্পর্কে জানতে পারি।
৭.জীব বৈচিত্র্য সম্পর্কে পেরেছি।
আরও দেখুনঃ
- ০১। ঈশ্বর কেন লীলা করেন?
- ০২। ঈশ্বরের মাহাত্ম্য প্রকাশ কর?
- ০৩। শ্রীমদ্ভগবদ গীতায় ভক্তকে কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে?
1 Comment
Divyded