Egypt

নীলনদ আর পিড়ামিডের দেশ ভ্রমণকাহিনী অনুযায়ী সুদানবাসীর শারীরিক গঠনের বর্ণনা দাও।

উত্তর: নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী অনুযায়ী শারীরিক গঠন- সুদান বাসীদের সবাই প্রায় ৬ ফুট লম্বা। দৈর্ঘ্য ৬ ফুট এর চেয়েও বেশি। হৃদয়ের রং ব্রঞ্চ এর মত। এদের ঠোঁট নিগ্রো দের মত। পুরো নয়, টকটকে লাল নয়।

আশা করছি উপরোক্ত আর্টিকেলটি তোমাদের অনেক কাজে লাগবে। ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম অ্যাসাইনমেন্টের সমাধান করার জন্য এগুলো কাজে লাগিয়ে নিজেদের মেধা মনন খাটিয়ে উত্তর করে নিবে।

আরও দেখুনঃ

১। ইহুদি বংশে তিনজন লােকের কী কী শারীরিক সমস্যা ছিল?

২। সততার পুরস্কার’ গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও

৩। ‘সততার পুরস্কার’ গল্পটির শিক্ষণীয় দিকটি অল্প কথায় লিখ।

৪। লােকে যােগেন বসাককে মহৎলােক বলে ভাবতাে কেন?

৫। বােলতা বা ভিমরুলকে মিনু শত্রু ভাবে কেন?

৬। মিনুর অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুটে বাইরে বেরিয়ে এসেছিল কেন?

৭। সমঝদার আর ঘরছাড়া মানুষ কিসের টানে মিশরে ছুটে যায়?

৮। নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তির পরিচয় দাও।

৯। মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা কী বিশ্বাস করতেন?

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.