সনাতন ধর্মে উল্লেখযোগ্যগ্রন্থগুলোর মধ্যে পুরাণ অন্যতম | পুরাণ শব্দটির অর্থ হচ্ছে পুরাতন বা প্রাচীন | কিন্তু পুরাণ শব্দটিকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে | পুরাণ হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এক শ্রেণির ধর্মগ্রন্থ যেখানে সৃষ্টি ও দেবতাদের উপাখ্যান , ঋষি ও রাজাদের বংশ , পৃথিবীর ভৌগলিক পরিচিতি , তীর্থমাহাত্ম্য, দান , ব্রত , তপস্যা , আয়ুর্বেদ প্রভৃতির মধ্যে দিয়ে বেদভিত্তিক সনাতন ধর্ম ও সমাজের কথা বলা হয়েছে |
মহাভারতের রচিয়তা মহির্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব পুরাণসমূহের রচিয়তা |
পুরাণ বলতে একটি গ্রন্থ বুঝায় না বরং অনেক গুলো গ্রন্থের সমষ্টিকে বুঝায় |পুরাণের সংখ্যা অনেক তবে প্রধান পুরাণ হিসেবে আঠারো পুরাণকে বিবেচনা করা হয় | মূলত এই কারণেই পুরাণকে গ্রন্থ না বলে গ্রন্থাবলি বলা হয়ে থাকে |
প্রধান পুরাণগুলো যথাক্রমেঃ
1. ব্রহ্ম পুরাণ 2, পদ্মপূরান 3.বিষ্ণু পুরাণ 4.শিব পুরাণ বা বায়ু পুরাণ 5. ভাগবত পুরাণ 6.নারদ পুরাণ 7.মার্কেন্ডেয় পুরাণ 8. অগ্নিপুরাণ 9.ভবিষ্যপুরাণ 10.ব্রহ্মবৈবর্ত পুরাণ 11. বরাহ পুরাণ 12.লিঙ্গপূরাণ 13.স্কন্দ পুরাণ 14.বামন পুরাণ 15.কূর্ম পুরাণ 16.মতস্য পুরাণ 17.গরুড় পুরাণ 18.ব্রহ্মান্ড পুরাণ
বিশেষ দ্রষ্টব্যঃ লিঙ্গপুরাণ শব্দে লিঙ্গ শব্দটি আমাদের বর্তমান সমাজে ব্যবহৃত লিঙ্গ শব্দকে নির্দেশ করে না