class 8 Science Assignment

আগেভাগেই, একটা ব্যাপারে ধারণা পরিষ্কার করে নিই,

ভরের একক(Mass, m) : কেজি(Kg, kilogram)

ওজনের একক(Weight, w) : m*g কেজি*মিটার/সেকেন্ড²=নিউটন।

এখানে g হলো অভিকর্ষজ ত্বরণ।

প্রশ্নে বলা আছে, আপনার ওজন 50 কেজি, এটা কিন্তু ভুল। আসলে ওটা আপনার ভর, m = 50 কেজি ।

পৃথিবীতে আপনার ওজন হলো গিয়ে, W= m*g = 50*9.81 Kg-m/s² = 490.5 নিউটন, এখানে g=9.81 m/s²

চাঁদে আপনার ওজন হবে মোটামুটি W=m*g = 50*1.62 Kg-m/s² = 81নিউটন।

যেহেতু চাঁদে g এর মান 1.16 m/s² যেটা পৃথিবীর g এর মানের 6 বাগের এক ভাগ, তাই চাঁদে যেকোনো বস্তুর ওজন পৃথিবীতে সেই বস্তুর ওজনের 6 ভাগের এক ভাগ হবে।

কিন্তু মহাবিশ্বের যেকোনো জায়গায় আপনার ভর 50 কেজি থাকবে।

পৃথিবীতে কোনো ব্যক্তি বা বস্তুর ওজন 100 কেজি(ভর নয় কিন্তু, ওজন = ভর*g) হলে বিভিন্ন গ্রহ উপগ্রহে তার ওজন কতো হবে এই ছবি দেখে ধারণা পাওয়া যেতে পারে।

২. পৃথিবীতে আমার ভর ৫০ কেজি। চাঁদে আমার ওজন কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করা হলো:

বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে এর ভর। ভর হচ্ছে একটি ধ্রুবক রাশি যা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না।

অর্থাৎ, পৃথিবীতে আমার ভর ৫০ কেজি হলে চাঁদেও ভর ৫০ কেজিই থাকবে।

বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়। কোন বস্তুর ওজন থাকতে পারে আবার নাও থাকতে পারে।

যেহেতু, বস্তুর ভর একটি ধ্রুব রাশি; সুতরাং বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভর করে।

যেসব কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সেসব কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়।

ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। চাঁদের অভিকর্ষজনিত ত্বরণের মান পৃথিবীর প্রায় ১/৬ ভাগ।

তাই, পৃথিবীতে আমার ভর ৫০ কেজি হলেও চাঁদে আমার ওজন কমে যাবে।

বি.দ্রঃ চাঁদে ১ কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় ১.৬৩ নিউটন (N)

আরও দেখুনঃ

পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন- ব্যাখ্যা কর

I hope you are enjoying this article. Thanks for visiting this website.