biology

খালি চোখে লক্ষ্যণীয় উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং টিস্যুর শ্রমবন্টন নির্ণয়

২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গতকাল ১৮ জুলাই রাত দশটার দিকে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আশা করছি আপনারা ইতিমধ্যে কার সংগ্রহ করেছেন।

এসএসসি পরীক্ষা ২০২৫ জীব বিজ্ঞান ১ম এ্যাসাইনমেন্ট

বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য জীববিজ্ঞান বিষয়টি এ সপ্তাহের অ্যাসাইনমেন্ট যুক্ত করা হয়েছে। সেখানে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের আলোকে ছাত্র-ছাত্রীদের অ্যাসাইনমেন্ট নির্দেশিকা দেওয়া হয়েছে আমরা এখন আপনাদের প্রথম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান দেব।

খালি চোখে লক্ষণীয় উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং টিস্যুর শ্রমবণ্টন নির্ণয়

জীব বিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু থেকে একটি প্রতিবেদন লেখার কথা বলা হয়েছে আমরা এখন সে গতিপথের উত্তর এখানে প্রধান করব।
main-qimg-2836e6ba1453358c248a318394802d00
9t2-04
9t2-03
9t2-01
উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য
উদ্ভিদ কোষের চারিদিকে সেলুলোজ বিবাহিত জলপ্রপাতের বিদ্যমান থাকে যার নিচে প্লাজমা ঝিল্লির অবস্থান করে। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ ছাড়া অধিকাংশ উদ্ভিদ কোষে প্লাস্টিড দেখা দেয় তবে ছত্রাক ব্যক্তিরা ইত্যাদিতে প্লাস্টিক বিদ্যমান থাকে না। উদ্ভিদ কোষে কোন সেন্ট্রোজোম থাকে না ব্যক্তিগত কিছু সৌবল মহসড়কে সেন্ট্রোজোম পরিলক্ষিত করা যায়।
সাধারণত বড় আকারের এক বা একাধিক কোষগহ্বর থাকে যা অনেকদিন স্থায়ী থাকে। উদ্ভিদ কোষের সাধারণত বড় আকারের এক বা একাধিক কোষগহ্বর থাকে এবং স্থায়ী। পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষের আকার সাধারণত পরিবর্তিত হয় না প্লাজমা পর্দার মাইক্রোভিলাই থাকে না।
kosprchir
টিস্যু কি ?
টিস্যু বলতে একই উৎস থেকে সৃষ্ট কতগুলো পৌষ আয়তন ও আকৃতিতে অভিন্ন অথবা ভিন্ন হওয়া সত্ত্বেও যখন সংঘবদ্ধভাবে এক ধরনের কাজ করে থাকে তখন ঐক্য সমষ্টিকে টিস্যু বা কলা বলা হয়। অন্যভাবে একই গঠন ও কাজ বিশিষ্ট একাধিক কস একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই কাজে নিয়োজিত থাকলে ওই পোস্টে এবং তাদের সৃষ্ট আন্তঃকোষীয় পদার্থকে একত্রে টিস্যু বা কলা বলে যেমন রক্ত এক ধরনের যোজক টিস্যু।

এসএসসি পরীক্ষা ২০২৫ জীব বিজ্ঞান ১ম এ্যাসাইনমেন্ট সমাধান

https://i.imgur.com/8z2nSZw.jpg
https://i.imgur.com/4i0xTpJ.jpg
উপরোক্ত আলোচনার ভিত্তিতে আপনি অবশ্যই 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বায়োলজির অ্যাসাইনমেন্ট এর সমাধান পেয়েছেন আমরা যথাযথভাবে প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছি তবুও যদি কোন ভুল থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.