৯ম শ্রেণির ২য় সপ্তাহের জীব বিজ্ঞান বিষয়ের এ্যাসাইনমেন্ট ২০২৫
দ্বিতীয় সপ্তাহে ৯ম শ্রেণির বিজ্ঞান বিষয়ের জীব বিজ্ঞান থেকে ১ম এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এটি তোমাদের জীব বিজ্ঞান এর ১ম অ্যাসাইনমেন্ট হিসেবে নির্ধারিত হয়েছে।
শ্রেণি: ৯ম, বিষয়: বিজ্ঞান, এ্যাসাইনমেন্ট নং-০১
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: ১ম অধ্যায়: জীবনপাঠ
পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু:
- জীববিজ্ঞানের ধারণা;
- জীববিজ্ঞানের শাখাগুলো;
- ভৌত জীববিজ্ঞান
- ফলিত জীববিজ্ঞান
- জীবের শ্রেণিবিন্যাস;
- শ্রেণিবিন্যাসের বিভিন্ন ধাপ;
- দ্বিপদ নামকরণ পদ্ধতি;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
নিচের সংকেতগুলোতে অনুসরণ করে Margulis এর শ্রেণিবিন্যাস অনুযায়ী জীবজগতের ৫টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক ছকে উপস্থাপন কর এবং নিচে উল্লেখিত তোমার পরিচিত জীবগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী রাজ্যের অন্তর্ভুক্ত করে ছকটিতে দেখাও
সংকেত:
(ক) নিচের বৈশিষ্ট্যের আলোকে রাজ্য নির্বাচন কর:
- ১। কোষের প্রকৃতি ও সংখ্যা;
- ২। নিউক্লিয়াসের গঠন;
- ৩। সাইটোপ্লাজমীয় অঙ্গানুসমূহ;
- ৪। কোষ বিভাজন;
- ৫। খাদ্যাভাস;
- ৬। জনন পদ্ধতি;
- ৭। ভ্রণ গঠন;
(খ) কোনটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা দেখাও:
- ১। আমগাছ;
- ২। আমাশয়ের জীবাণু;
- ৩। দোয়েল;
- ৪। রাইজোবিয়াম;
- ৫। মিউকর;
- ৬। সাইকাস;
- ৭। শামুক;
- ৮। অ্যাগারিকাস;
- ৯। নিউমোকক্কাস;
- ১০। স্পাইরোগাইরা;
এই নির্ধারিত কাজটি করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় নিতে হবে-
১। পোস্টার পেপার অথবা ক্যালেন্ডারের উল্টা পৃষ্ঠায় অথবা খাতার পৃষ্ঠা জোড়া দিয়ে ছক তৈরি করা যেতে পারে।
২। নিজ পাঠ্যপুস্তকসহ প্রয়োজনে উপরের বা নিচের শ্রেণির পাঠ্যপুস্তকের সাহায্য নেওয়া যেতে পারে।
৩। ইন্টারনেট, পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন তথ্য নেওয়া যেতে পারে।
মুল্যায়ন রুবিক্স:
ক. অতি উত্তমঃ
- ১। বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক
- ২। বাক্য গঠন ও বানান সঠিক
- ৩। উপস্থাপনায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা উপস্থিত
খ. উত্তমঃ
- ১। অধিকাংশ ক্ষেত্রে বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক
- ২। অধিকাংশ ক্ষেত্রে বাক্য গঠন ও বানান সঠিক
- ৩। উপস্থাপনায় অধিকাংশ ক্ষেত্রে নিজস্বতা ও সৃজনশীলতা উপস্থিত
গ. ভালোঃ
- ১। বিষয়বস্তু আংশিক সঠিক ও আংশিক ধারাবাহিক
- ২। বাক্য গঠন ও বানান আংশিক ভুল
- ৩। উপস্থাপনায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা উপস্থিত
ঘ. অগ্রগতি প্রয়োজনঃ
- ১। বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতার অভাব;
- ২। অধিকাংশ ক্ষেত্রে বাক্য গঠন ও বানান ভুল;
- ৩। উপস্থাপনায় নিজস্বতা ও স্বকীয়তার অভাব;
2 Comments
Doel kon class ar mosha????
doel kon class ar modha??