বর্তমানে সবচেয়ে কম খরচে টাকা লেনদেন করার জন্য নগদ হল সবচেয়ে সেরা একটি মোবাইল ব্যাংকিং সেবা। তবে কিছু কিছু কারণে অনেকের নগদ একাউন্ট বন্ধ করার প্রয়োজন পড়ে। এর মধ্যে হতে পারে অনেকে নগদ একাউন্ট ব্যবহার করতে চান না। আবার অনেকেই আছেন যাদের দুইটি নগদ একাউন্ট থাকার কারণে নগদ একাউন্ট বন্ধ করতে চান।

আবার অনেকে দেশের বাইরে চলে যাওয়ার জন্যে নগদ একাউন্ট বন্ধ করতে চেয়ে থাকেন। কিন্তু অনেকেই আছে যারা জানে না যে, কিভাবে নগদ একাউন্ট বন্ধ করতে হয়? আপনি যদি নগদ একাউন্ট বন্ধ করতে চান কিন্তু জানেন না যে, কিভাবে নগদ একাউন্ট বন্ধ করতে হয়?

তাহলে আজকের এই আর্টিকেলটি মূলত আপনার জন্যই। কেননা আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব যে, কিভাবে একটি নগদ একাউন্ট বন্ধ করবেন। তো চলুন জেনে নেয়া যাক নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে অথবা নগদ একাউন্ট কি কি কারনে বন্ধ করার প্রয়োজন পড়ে!

সিম বন্ধ 

যারা নগদ একাউন্ট বন্ধ করতে চায় তাদের সবচেয়ে বড় সমস্যাটি হয়েছে যে নাম্বারে নগদ একাউন্ট অপেন করা আছে। সেই সিম টি বন্ধ করে দেওয়ার কারণে তারা নগদ একাউন্ট বন্ধ করে দিতে চায়। এমন অনেকেই রয়েছে যারা নতুন একটি সিম কিনবে এবং বর্তমান সিমটি বন্ধ করে দেওয়ার জন্য নগদ একাউন্ট বন্ধ করে থাকে।

যদি আপনি কোন সিম বন্ধ করতে চান তাহলে অবশ্যই সেই সিমের নগদ একাউন্ট বন্ধ করতে আপনাকে হবেই। কেননা আপনি পরবর্তি সময় যেন আবারো একটি নতুন নগদ একাউন্ট চালু করে ব্যবহার করতে পারেন। আপনি যদি নগদ একাউন্ট বন্ধ না করে সিমটি বন্ধ করে দেন। তাহলে ওই সিমটিতে আপনার নগদ একাউন্টে চালু হয়ে থাকবে।

আর আপনি কিন্তু আর কোম নগদ একাউন্ট ব্যবহার করতে পারবেন না। আর তাই অনেকে সিম বন্ধ করার আগে তাদের নগদ একাউন্টে বন্ধ করে দেয়। যাতে করে পরবর্তী সময়ে তারা নতুন একটি নগদ একাউন্ট অন্য কোন সিমে চালু করে ব্যবহার করতে পারে।

সিম পরিবর্তন

অনেকেই আছে যারা এমন একটি নাম্বার দিয়ে নগদ একাউন্ট ওপেন করেছে। যে এই নাম্বারটি তার নিজের নামে রেজিস্ট্রেশন করা নয়। অথবা সেই নাম্বারটি আর ব্যবহার করতে চায় না। আর তাই সে নতুন একটি ফোন নাম্বার গ্রহণ করে। তখন সেই নতুন ফোন নাম্বারে নগদ একাউন্ট অপেন করার প্রয়োজন পড়ে। আর তখন সেই পুরনো ফোন নাম্বারটি থেকে নগদ একাউন্ট বন্ধ করার প্রয়োজন পড়তে পারে।

নতুন নগদ একাউন্ট

নতুন একটি একাউন্ট খোলার জন্য অনেকেই পুরনো নগদ একাউন্ট বন্ধ করতে চায়। যদি আপনি কখনো পুরনো নগদ একাউন্টে বন্ধ করে নতুন একটি নগদ একাউন্ট চালু করতে চান। তাহলে এই জন্য আপনাকে পুরনো নগদ একাউন্ট বন্ধ করার প্রয়োজন পড়তে পারে। যাতে করে আপনি নতুন একটি নগদ একাউন্ট ওপেন করতে পারেন এবং ব্যবহার করতে পারেন।

নগদ একাউন্ট বন্ধ করার পদ্ধতি

যদি আপনি নগদ একাউন্ট বন্ধ করতে চান তাহলে কয়েকটি উপায় নগদ একাউন্ট বন্ধ করতে পারবেন। নগদ একাউন্ট বন্ধ করার অন্যতম উপায় হল হেল্পলাইনে কথা বলে সরাসরি কাস্টমার কেয়ারের কোনো কর্মী কে নগদ একাউন্ট বন্ধ করতে বলা। বেশিরভাগ নগদ একাউন্ট কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার মাধ্যমে বন্ধ করা হয়ে থাকে।

এছাড়াও আপনি চাইলে আপনার নিকটস্থ নগদ কাস্টমার সেন্টারে গেলে তাদের কে আপনার নগদ একাউন্ট বন্ধ করে দিতে বললে তারা আপনার নগদ একাউন্ট বন্ধ করে দিবে। আর হ্যাঁ এটা অবশ্যই আপনার নিকটস্থ কোনো কাস্টমার কেয়ার থাকলেই এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন কেননা এই পদ্ধতিটা একটু ঝামেলাময় বলা।

কাস্টমার কেয়ার এর সাহায্যে নগদ একাউন্ট বন্ধ করতে চাইলে আপনাকে ডায়াল করতে হবে 16167 নাম্বারে। এছাড়াও আপনি চাইলে 0960 9616 167 এই নাম্বারে ফোন দিয়ে নগদ কাস্টমার কেয়ার এজেন্টের সাথে কথা বলে আপনার নগদ করে নিতে পারবেন। আর হ্যাঁ সবসময় খেয়াল রাখবেন যে যেই ফোনে বা সিমে আপনার নগদ একাউন্ট অপেন করা আছে।

সেই সিম দিয়েই নগদ কাস্টমার কেয়ারে ফোন করে আপনার নগদ একাউন্ট বন্ধ করার চেষ্টা করবেন। নগদ এর কাস্টমার কেয়ার এজেন্ট এর সাথে কথা বলার সময় অবশ্যই তারা আপনার নগদ একাউন্ট এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাইবে। এসব গুরুত্বপূর্ণ তথ্য গুলোর মধ্যে অন্যতম হলো আপনার এনআইডি কার্ড।

এছাড়াও আপনি কিভাবে এবং কবে নগদ একাউন্ট অপেন করেছেন এবং কি কারণে নগদ একাউন্ট বন্ধ করতে চাচ্ছেন। এইসব তথ্যগুলো নগদ কাস্টমার কেয়ারের এজেন্ট আপনাকে জিজ্ঞাসা করতে পারে। অবশ্যই তাদেরকে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলে তারা আপনার নগদ একাউন্টে বন্ধ করে দিবে।

উপরের কোন কারণে যদি আপনি বোধ করেন যে নগদ একাউন্ট বন্ধ করার প্রয়োজন। তাহলে আপনার নগদ একাউন্ট উপরের নিয়ম অনুযায়ী খুব সহজে বন্ধ করে নিতে পারেন। আশা করি কি কি কারণে এবং কেন নগদ এখন বন্ধ করুন এসব বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে ও বুঝতে পেরেছেন।

এর পরও যদি কোনো কারণে নগদ একাউন্ট বন্ধ করার কারণ সমূহ সম্পর্কে জানতে না পারেন। তাহলে অবশ্যই আমাদের কে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনাকে জানিয়ে বা বুঝিয়ে দেয়ার চেষ্টা করবো যে, কী কী কারণে নগদ এখন বন্ধ করতে হয়? অথবা কি কি কারণে নগদ একাউন্ট বন্ধ করবেন।

জানতে ও জানাতে চাই।