২ টি সবুজ সারের নাম লিখ? কৃষিক্ষেত্রে সবুজ সার তৈরি করা হয় উপড়ে ফেলা বা বপন করা ফসলের পরিত্যক্ত অংশগুলি দিয়ে।
২ টি সবুজ সারের নাম হলঃ
২ টি সবুজ সারের নাম হলঃ
২ টি সবুজ সারের নাম লিখ?
কৃষিক্ষেত্রে সবুজ সার তৈরি করা হয় উপড়ে ফেলা বা বপন করা ফসলের পরিত্যক্ত অংশগুলি দিয়ে।
২ টি সবুজ সারের নাম হলঃ
১। জৈব সার বা কম্পোস্ট সারঃ গোবর, কম্পোস্ট, আবর্জনা,খড়কুটা, আগাছা পচিয়ে জৈব সার তৈরী করা হয়।
২ । রাসায়নিক সারঃ এই ধরনের সারে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম থাকে।
সবুজ সারের উপকারীতা কি?
ক্র. | উপকারিতা | ব্যাখ্যা |
---|---|---|
১ | মাটির উর্বরতা বৃদ্ধি করে | সবুজ গাছ পচে গিয়ে মাটিতে জৈব পদার্থ ও পুষ্টি সরবরাহ করে। |
২ | নাইট্রোজেন যোগান দেয় | ডাল জাতীয় সবুজ সার (যেমন ধৈঞ্চা) নাইট্রোজেন স্থির করে মাটিকে সমৃদ্ধ করে। |
৩ | মাটির গঠন উন্নত করে | মাটিতে জৈব পদার্থ যোগ হওয়ায় মাটি ঝুরঝুরে ও পানি ধারণক্ষমতা বাড়ে। |
৪ | আগাছা দমন করে | সবুজ সার ফসল জমি ঢেকে রাখে, ফলে আগাছা জন্মাতে পারে না। |
৫ | মাটির জৈব জীবাণুর সংখ্যা বাড়ায় | জৈব পদার্থ বৃদ্ধি পেলে উপকারী অণুজীব বৃদ্ধি পায়। |
৬ | রোগ ও পোকামাকড় দমন করে | কিছু সবুজ সার উদ্ভিদের নির্গত রাসায়নিক পদার্থ ক্ষতিকর জীবাণু দমন করে। |
৭ | খরচ কমায় | রাসায়নিক সারের বিকল্প হওয়ায় উৎপাদন খরচ কমে যায়। |
৮ | পরিবেশবান্ধব চাষে সহায়তা করে | এটি সম্পূর্ণ প্রাকৃতিক, পরিবেশে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। |
সাধারণভাবে ব্যবহৃত সবুজ সার ফসল:
- ধৈঞ্চা
- শূনহেম্প (Sunhemp)
- মুগ ডাল
- খেসারী
- বরবটি
সংক্ষেপে: সবুজ সার মাটিকে জীবন্ত করে তোলে এবং টেকসই কৃষির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান।
আরও দেখুনঃ
(ক) বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন?
(খ) একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে?
(গ) কিভাবে সেচের পানি অপচয় হয়?
সৃজনশীল প্রশ্ন: ২.
সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করে। মরিচ গাছগুলাে বাড়ার সাথে সাথে গাছের পাতার রঙ বিবর্ণ হয়ে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে। এ অবস্থা দেখে সিয়ামের চাচা পরিমিত মাত্রায় সার প্রয়ােগের পরামর্শ দেন।