ঈশ্বর সর্বত্র নিরকার রূপে বিরাজ করছেন। সকল জীবের মাঝে ঈশ্বর রয়েছেন। তাই তো স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর।
টার দুপ্রকার উত্তর আছে
1. অর্ধায়েত্তিক জ্ঞান অনুসারে:- শুধু মূর্তি অথবা পূজা ছাড়াও শুধু ঈশ্বর কে ভক্তি করা উচিত এটা খুব কম লোকেই করে তবে এর জন্য তোমার মনে তিনি বিরাজ করেন। এছাড়া তোমার ছায়া হিসাবে তিনি তোমার সাথে থাকতে পারে।
2. বৈজ্ঞানিক জ্ঞান অনুসারে:- ঈশ্বর একপ্রকার শক্তি যা যেকোনো উপায় আমাদের শরীরের সাহায্য করে বাঁচতে।