প্রতিদিন শিখি

এক নজরে জ্যামিতিক সকল সংজ্ঞা: পর্ব-২ (কিছু প্রাসঙ্গিক ইংরেজী শব্দ)

নিচে “এক নজরে জ্যামিতিক সকল সংজ্ঞা” তালাকৃতভাবে তুলে ধরা হলো, যা ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতিতে ও দ্রুত রিভিশনের জন্য খুবই উপযোগী:

📘 এক নজরে জ্যামিতিক সকল সংজ্ঞা

ধারাবাহিক নং সংজ্ঞা ব্যাখ্যা / অর্থ
বিন্দু (Point) যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই, শুধু অবস্থান আছে।
রেখা (Line) অসীম দৈর্ঘ্যসম্পন্ন সরল পথ যা দুইদিকে অনন্ত বিস্তৃত।
রেখাংশ (Line Segment) দুটি বিন্দুর মধ্যবর্তী সোজা পথ, যার শুরু ও শেষ আছে।
রশ্মি (Ray) একটি বিন্দু থেকে শুরু হয়ে একদিকে অনন্ত বিস্তৃত সরল পথ।
কোণ (Angle) দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যে ঘূর্ণন সৃষ্টি হয়।
সমকোণ (Right Angle) যার পরিমাণ ৯০ ডিগ্রি।
স্থূলকোণ (Obtuse Angle) ৯০° থেকে বেশি, কিন্তু ১৮০° এর কম কোণ।
সূক্ষ্মকোণ (Acute Angle) ০° থেকে ৯০° এর মধ্যে কোণ।
সোজা কোণ (Straight Angle) ১৮০° কোণ, অর্থাৎ সোজা রেখা।
১০ ত্রিভুজ (Triangle) তিনটি রেখাংশ দ্বারা গঠিত বদ্ধ জ্যামিতিক আকার।
১১ চতুর্ভুজ (Quadrilateral) চারটি রেখাংশ দ্বারা গঠিত বদ্ধ জ্যামিতিক চিত্র।
১২ বৃত্ত (Circle) একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত সকল বিন্দুর সংকলন।
১৩ ব্যাসার্ধ (Radius) বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দু পর্যন্ত রেখাংশ।
১৪ ব্যাস (Diameter) বৃত্তের যে কোনো দুটি বিন্দুকে কেন্দ্র অতিক্রম করে সংযুক্ত রেখাংশ।
১৫ পরিধি (Circumference) বৃত্তের চারপাশের দৈর্ঘ্য।
১৬ কেন্দ্র (Center) বৃত্তের মধ্যবর্তী স্থায়ী বিন্দু।
১৭ সমান্তরাল রেখা দুটি রেখা যেগুলো কখনো একে অপরকে ছেদ করে না।
১৮ লম্ব রেখা (Perpendicular) দুটি রেখা পরস্পর ৯০° কোণে ছেদ করলে তা লম্ব হয়।
১৯ ক্ষেত্রফল (Area) কোনো আকারের অভ্যন্তরের অংশের পরিমাণ।
২০ পরিসীমা (Perimeter) একটি বদ্ধ আকারের চারপাশ ঘিরে রেখার মোট দৈর্ঘ্য।
  • Geometry-জ্যামিতি,
  • Point-বিন্দু্,
  • Line-রেখা,
  • Solid-ঘনবস্ত
  • Angle-কোণ,
  • Adjacent angle-সন্নিহিত কোণ,
  • Vertically opposite angles-বিপ্রতীপকোন,
  • Straight angles-সরলরেখা,
  • Right angle-সমকোণ,
  • Acute angle সূক্ষকোণ,
  • Obtuse angle- স্থুলকোণ ,
  • Reflex angle –প্রবিদ্ধ কোন,
  • Complementary angle-পূরক কোণ,
  • Supplementary angle-সম্পুরক কোণ,
  • Parallel line-সমান্তরাল রেখা,
  • Transversal-ছেদক,
  • Alternate angle-একান্তর কোণ,
  • Corresponding angle-অনুরূপ কোণ,
  • In-center – অন্ত-কেন্দ্র,
  • Circumcenter – পরিকেন্দ্র,
  • Centroid –ভরকেন্দ্র,
  • Orthocenter- লম্ববিন্দু,
  • Equilateral triangle-সমবাহু ত্রিভুজ,
  • Isosceles angle-সমদিবাহু ত্রিভুজ,
  • Scalene angle –বিষমবাহু ত্রিভুজ,
  • Right angled triangle- সমকোণী ত্রিভুজ,
  • Acute angled triangle-সূক্ষকোণী ত্রিভুজ,
  • Obtuse angled triangle-স্থুলকোণী ত্রিভুজ,
  • Congruent – সর্বসম,
  • Equiangular triangles-সদৃশকোণী ত্রিভুজ,
  • Quadrilateral- চতুভুজ,
  • Diagonal-কর্ণ,
  • Parallelogram- সামন্তরিক,
  • Rectangle-আয়তক্ষেত্র ,
  • Square-বর্গ, Rhombus-রম্বস,
  • Mensuration -পরিমিতি

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.