বর্তমান সময়ের এই যুগে আমাদের দেশের অনেক তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং করে আমাদের দেশে মোটা সংখ্যার একটি রেমিটেন্স আসে। রেমিটেন্স যোদ্ধা হয়ে দাঁড়িয়েছে আমাদের বর্তমানের তরুণ প্রজন্মের বিভিন্ন ফ্রিল্যান্সাররা।

ফ্রিল্যান্সিং করে তারা যত টাকা যে শুধু টাকা ইনকাম আছে তাই নয় সাথে ফ্রিল্যান্সিংকে অনেকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে। আপনি যদি বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং করে থাকেন অথবা ফ্রিল্যান্সিং করতে চান তাহলে নিশ্চয়ই আগে আপনার জানা উচিত যে ফ্রিল্যান্সিং কি আপনার জন্য ভালো হবে নাকি হবে না।

তো আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি জানতে পারবেন ফ্রিল্যান্সিং কি আপনার জন্য ভালো হবে নাকি ফ্রীলান্সিং আপনার জন্য ভালো হবে না। তো চলুন এখানে জেনে নেই কিভাবে ফ্রী-ল্যান্সিং এ আপনার জন্য ভালো হবে নাকি হবে না এটা কিভাবে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন।

বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে আমাদের দেশের অনেক তরুণ-তরুণীরাই নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে। আবার এমন কিছু তরুণ-তরুণীরা রয়েছে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ। তবে তারা নিজেদের কারণে ব্যর্থ হয়েছে এটা চোখ বুঝে বলা যায়। ফ্রিল্যান্সিং সেক্টরটা এমন একটি সেক্টর যেখানে আপনাকে বিভিন্ন ঝুঁকি, টাইম ম্যানেজমেন্ট, দক্ষতা, আত্মবিশ্বাস ও সময়কে কাজে লাগিয়ে কাজ করতে হবে।

যেকোনো ধরনের বাধা বিপত্তি পেরিয়ে ফিলিংস সেক্টরে আপনাকে সামনে এগোতে হবে। তাহলে আপনি ফ্রীলান্সিং আপনার জন্য ভালো হবে। যদি আপনি এসব বিষয়গুলো ভালোভাবে মেইনটেন করতে পারেন। তাহলেই ফ্রীলান্সিং আপনার জন্য সবচেয়ে সেরা একটি আয়ের পথ হবে।

সময় ম্যানেজমেন্ট

প্রত্যেকটা ফ্রিল্যান্সারের সাফল্য নির্ভর করে সময়ের উপর। এখানে আপনি যতটা সময় মেইনটেইন করে চলতে পারবেন ততটাই সাফল্য অর্জন করতে পারে। যদি আপনি সময় মেইনটেইন করতে না পারেন তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়।

যেকোনো কাজ যথাসময়ে ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়ার পরে তার কাছ থেকে পেমেন্ট যথাসময়ে বুঝে নিবেন। মনে রাখবেন ফ্রিল্যান্সিং সেক্টরের টাইম ম্যানেজমেন্ট হলো সবচেয়ে বড় একটা বিষয়। ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা হলেও আপনাকে যথাসময়ে যথাযথ ভাবে যেকোনো কাজ সম্পাদন করে সময়কে কাজে লাগাতে হবে। কখনো এখানে আলসেমি করে কাজ করা যাবে না।

ঝুঁকি ও অনিশ্চয়তা

পৃথিবীর যেকোনো কাজেই আপনি ঝুঁকি দেখতে পাবেন। ফ্রিল্যান্সিং সেক্টরে ও আপনার ঝুঁকি ও অনিশ্চয়তা থাকাটাই স্বাভাবিক। কখনো যদি কোনো ঝুঁকি ও অনিশ্চয়তার মুখোমুখি হন তাহলে নিজেকে আরো শক্তভাবে তুলে ধরবেন। কখনো পিছপা হওয়া যাবে না। যদি কখনো পিছপা হন তাহলে কিন্তু আর সামনে এগোতে পারবেন না।

আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে। কেননা এই বিষয়টা আপনারা অনেকে দেখতে পাবেন যারা বড় বড় ফ্রিল্যান্সার রয়েছে তারা কিন্তু শুরুতে কখনোই কোনো কাজ শুরু করে সেটাতে হার হাল ছেড়ে দেয় নি। আর যে কারণে তারা বড় বড় ফ্রিল্যান্সার হতে পেরেছে। আর যারা হাল ছেড়ে দিয়েছে তারা কিন্তু কখনো ফ্রিল্যান্সার হতে পারেনি।

আত্মবিশ্বাস

আপনি পৃথিবীতে যাই করো না কেন সেজন্য প্রপস আপনার আত্মবিশ্বাস রাখতে হবে। আপনি যে একজন সফল ফ্রিল্যান্সার হতে চান তাহলে অবশ্যই নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে। ধরেন আপনি কাজ করেন আর যদি বলেন এই কাজটা আমার দ্বারা হবে না।

তাহলে কিন্তু সেই কাজটা কখনোই আপনার দ্বারা হবে না। আর আপনি যদি কোন কাজ শুরু করার আগেই বলে দেন যে আমি এই কাজটি পারবো। এটাই হলো আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাসের কারণে আপনি ওই কাজটি 50% অলরেডি করে ফেললেন।

যেহেতু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা আপনি ফ্রিল্যান্সিংকরবেন তাই আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি একটা বিষয়। আত্মবিশ্বাস আর আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের বেশিদূর এগোতে পারবেন না। সব সময় চেষ্টা করে নিজের মধ্যে বা নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন।

যদি আপনি উপরের সবগুলো বিষয়ে ভালোভাবে মেইনটেন করতে পারেন। তাহলেই আপনি বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং সেক্টর আপনার জন্য খুবই ভালো হবে। আর যদি না আপনি এইসব বিষয়গুলো ভালভাবে মেইনটেন না করতে পারেন। তাহলে এখনি ভেবে নিন যে, ফ্রিল্যান্সিং সেক্টরটি আপনার জন্য নয় আপনি অন্য কোন সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

আশাকরি আজকের এই আর্টিকেল থেকে জানতে পেরেছেন আপনার জন্য ফ্রিল্যান্সিং ভালো হবে নাকি খারাপ হবে। এরপরে ও যদি বুঝতে না পারেন যে, ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া আপনার জন্যে ঠিক না বেঠিক তাহলে কমেন্টে জানাতে পারেন।

যে কেন ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং কে বেছে নিতে পারছেন না। যাতে করে ভালোভাবে জানতে ও বুঝতে পারেন ফ্রিল্যান্সিং কি আপনার জন্য নাকি আপনার জন্য নয়। তাহলে হয়তো খুব সহজেই আপনি ফ্রিল্যান্সিং সেক্টর কে আপনার নিজের করে নিতে পারবেন।

জানতে ও জানাতে চাই।