হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় ২০২৬

বিভিন্ন কারণে আমাদের হাতে থাকা ফোনটি হারিয়ে যায়। শুধু হারিয়ে যায় তাই বললে হবে না মাঝে মাঝে চুরি হয়ে যায়। তবে আপনার এন্ড্রয়েড ফোন যদি হারিয়ে যায়। আর আপনি তো খুঁজে না পান তাহলে গুগল ফাইন্ড মাই ডিভাইস সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে, খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খোঁজার চেষ্টা করে ফিরে পেতে পারেন।

গুগল ফাইন্ড মাই ডিভাইস

গুগলের একটি অসাধারন অ্যাপস বা সফটওয়্যার বলা যায় এই গুগল ফাইন্ড মাই ডিভাইস সফটওয়্যারটিকে। যদি আপনার ফোনে এই গুগল ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ ইন্সটল করা থাকে। তাহলে যদি কখনো ফোনটি হারিয়ে যায় তাহলে খুব সহজেই ফোনটি আপনি খুঁজে পেতে পারবেন। আর এই জন্য সব সময় বলা যায় যে আপনি যদি কখনো হারিয়ে যাওয়া ফোন টি উদ্ধার করতে চান। তাহলে এখনি আপনার ফোনে গুগল ফাইন্ড মাই ডিভাইস সফটওয়্যার ইন্সটল করে রাখুন।

হারানো ফোন খুঁজে পেতে যা যা লাগবে

গুগলের ফাইন্ড মাই ডিভাইস অ্যাপসটি ব্যবহার করার মাধ্যমে যদি আপনি হারিয়ে যাওয়া স্মার্ট এন্ড্রয়েড ফোন খুঁজে পেতে চান। তাহলে এর জন্য আপনার এমন কিছু বিষয় রয়েছে যেসব বিষয়গুলো ওই হারিয়ে যাওয়া ফোনে রাখতে হবে অথবা থাকতে হবে। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, হারিয়ে যায় স্মার্ট এন্ড্রয়েড ফোনটি খুঁজে পাওয়ার পূর্বশর্ত হলো এগুলো। যে আপনার স্মার্ট এন্ড্রয়েড ফোনে আগে থেকেই ফাইন্ড মাই ডিভাইস সফটওয়্যার টি ইন্সটল করা থাকতে হবে।

সেই সাথে আপনারা ওই হারিয়ে যাওয়া ফোনে আরও থাকতে হবে জিপিএস বা লোকেশন চালু থাকতে হবে। এরপরে যে ফোনটি আপনার হারিয়ে গিয়েছে ওই ফোনের ভিতরে আপনার ডাটা কানেকশন অথবা ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে। যদি আপনার ওই হারিয়ে যাওয়া ফোনটিতে ডাটা কানেকশন জিপিএস এবং ফাইন্ড মাই ডিভাইস অ্যাপসসহ তিনটি জিনিস চালু থাকে। তাহলে যেকোনো জায়গায় আপনার হারিয়ে গেলে ফোনটি খুব সহজেই আবার ফিরে পেতে পারবেন।

কিভাবে গুগল ফাইন্ড মাই ডিভাইস চালু করবেন?

এবার চলুন আমরা জেনে নিন কিভাবে আপনার স্মার্ট এন্ড্রয়েড ফোনে গুগল ফাইন্ড মাই ডিভাইস সফটওয়্যারটি চালু করবেন। এজন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ‘ফাইন্ড মাই ডিভাইস”। ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে গুগলের একটি অফিশিয়াল অ্যাপস বা সফটওয়্যার আসবে।

প্রথমে আপনাকে সফটওয়ারটি ইন্সটল করে নিতে হবে। সফটওয়ারটি ইন্সটল করা হয়ে গেলে তার পরে আপনাকে ডাটা কানেকশন করার মাধ্যমে ওই সফটওয়্যার টিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর সেখানে আপনাকে সাইনআপ অথবা লগইন করতে বলা হবে। এখন আপনার এইখানের মোট কথা হল এমন একটি জিমেইল এখানে দিবেন। যে জিমেইল এর পাসওয়ার্ড আপনি পরবর্তীতে অন্য কোন ফোনে খুব সহজে লগইন করে ব্যবহার করতে পারেন।

তো লগইন করার জন্য ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে গুগল ফাইন্ড মাই ডিভাইস সফটওয়ারটিতে লগইন করে রেখে দিবেন। এরপরে আপনাকে আর কিছু করতে হবে না। এখন যদি আপনার এই স্মার্টফোনটি হারিয়ে যায় তাহলে খুব সহজেই আপনি অন্য কোন ফোন ব্যবহার করার মাধ্যমে যে, জিমেইল দিয়ে আপনি গুগল ফাইন্ড মাই ডিভাইস এ লগইন করেছিলেন।

সে লগইন মেইল অন্য আরেকটি ডিভাইসে লগইন করার মাধ্যমে ঐ ডিভাইসের ফাইন্ড মাই ডিভাইস সফটওয়ারটিতে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন। আপনার হারিয়ে যাওয়া স্মার্ট এন্ড্রয়েড ফোন এখন কোথায় আছে এবং ওই ফোনে আপনার কত পারসেন্ট চার্জ রয়েছে। এরকম সকল তথ্য আপনি খুব সহজেই পেয়ে যাবেন।

আরো দেখুনঃ ফেসবুক হ্যাক হওয়া এড়ানোর নিয়ম ২০২৬

অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাওয়ার উপায় (Find My Device – ২০২৬ আপডেট)

গুগলের Find My Device ২০২৬ এ আরও স্মার্ট হয়েছে। অনুসরণ করুন—

Step 1: Google Find My Device এ যান : www.google.com/android/find

Step 2: ফোনে লগইন করা Gmail দিয়ে Sign In করুন

ফোনের যে অপশনগুলো দেখতে পারবেন—

১. Locate (লোকেশন দেখা)

ফোন এখন কোথায় আছে—ম্যাপে দেখাবে।

২. Play Sound (সাউন্ড বাজানো)

ফোন Silent থাকলেও ৫ মিনিট পুরো ভলিউমে বাজবে।

৩. Secure Device (ফোন লক করা)

ফোন লক করে একটি বার্তা দেখাতে পারবেন
যেমন: “ফোনটি হারিয়ে গেছে, দয়া করে ফিরিয়ে দিন।”

৪. Erase Device (ডাটা মুছে ফেলা)

ফোন না পাওয়ার পরিস্থিতিতে ডাটা সম্পূর্ণ মুছে দিতে পারবেন।

আইফোন খুঁজে পাওয়ার উপায় (Find My iPhone – ২০২৬ আপডেট)

✔️ Step 1: Find My iPhone এ যান : www.icloud.com/find

Step 2: Apple ID দিয়ে লগইন করুন

তারপর পারবেন—

১. Location Tracking

ফোনের রিয়েল-টাইম লোকেশন দেখা যাবে।

২. Play Sound

Silent মোডেও বেজে উঠবে।

৩. Lost Mode

ফোন লক + আপনার কন্টাক্ট নম্বর দেখাবে।

৪. Erase iPhone

ডাটা রিমোটলি ডিলিট করা যাবে।

ফোন অফ থাকলে কিভাবে খুঁজবেন (২০২৬ আপডেট)

২০২৬ সালে নতুন ফিচার এসেছে:

Android Offline Finding

Google Find My Device নেটওয়ার্কের মাধ্যমে
অফ থাকা ডিভাইসের শেষ লোকেশন দেখায়।

iPhone Offline Tracking

Apple এর Find My Network দিয়ে
অফ থাকা iPhone-এর last location জানায়।

যদিও:

  • ফোন পুরোপুরি shut down হলে খুঁজে পাওয়া কঠিন
  • তবে চুরি হলে পুলিশ ট্র্যাক করতে পারে

যদি কখনো আপনার হাতে থাকা স্মার্ট এন্ড্রয়েড ফোনটি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়। তাহলে সেটা কিভাবে ফিরে পাবেন তার সবগুলো বর্ণনা কিন্তু আমরা উপরে ভালোভাবে দিয়েছি। এখন কিন্তু আপনি চাইলে উপরের টিপস এবং ট্রিকস গুলো ফলো করার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোন টি আবার খুঁজে পেতে পারেন।

IMEI দিয়ে ফোন খুঁজে পাওয়ার উপায় (২০২৬)

ফোন হারালে IMEI নম্বর সবচেয়ে জরুরি।

IMEI নম্বর জানবেন কীভাবে?

  • *#06# ডায়ালে
  • ফোনের বক্সে
  • Google Account → Devices
  • iCloud → Devices

IMEI দিয়ে ফোন ট্র্যাক করতে পারবেন—

  1. বাংলাদেশ পুলিশ
  2. অপারেটর (GP/Robi/BL/Teletalk)
  3. BTRC

📌 প্রয়োজনীয় কাগজপত্র

  • জাতীয় পরিচয়পত্র
  • ফোনের বক্স / রশিদ
  • হারানোর GD কপি

ফোন হারানোর পর করণীয় (গুরুত্বপূর্ণ)

১. সঙ্গে সঙ্গে Gmail/Facebook/Banking Apps লগআউট করুন

→ নতুন ফোন থেকে Password Change

২. সিম ব্লক করুন

→ অপারেটরের কাস্টমার কেয়ারে কল দিন

৩. ডিভাইস ট্র্যাক করুন

→ Find My Device / iCloud

৪. থানায় GD করুন

→ IMEI সহ চুরি হলে ট্র্যাক করা সম্ভব

ফোন হারানো প্রতিরোধের টিপস ২০২৬

Always On:

  • Location
  • Find My Device / Find My iPhone
  • Google Backup
  • Screen Lock (PIN/Pattern/Fingerprint)

App Lock & Cloud Backup সক্রিয় রাখুন

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সুরক্ষিত থাকবে।

আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনারা ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন যে কিভাবে স্মার্ট এন্ড্রয়েড ফোন হারিয়ে গেলে আবার ফিরে পাওয়া যায়। যদি আপনার এন্ড্রয়েড ফোনটি হারিয়ে যায় তাহলে এখন হয়তো আপনি খুব সহজেই সেই স্মার্টফোনটি খুঁজে পেয়ে যেতে পারবেন। এর পরও যদি আপনি জানতে অথবা বুঝতে না পারেন যে কিভাবে আপনার হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোনটি খুঁজে পাবেন।

অথবা এন্ড্রয়েড ফোন হারিয়ে গেলে খোঁজার উপায় সম্পর্কে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এর ফলে হয়তো আপনার এন্ড্রয়েড ফোন যদি কখনো হারিয়ে যায় তাহলে খুব সহজেই আবার ফিরে পেতে পারবেন।

About Author

Srabon Mahamud
জানতে ও জানাতে চাই।