আমার মনে হয় আমাদের মধ্যে সবাই কমবেশি জানি যে ফেসবুকের ব্যবহারের যাত্রা শুরু হয়েছিল মার্ক জাকারবার্গের কয়েকজন বন্ধুদের ব্যবহারের মাধ্যমে এবং পরবর্তীতে আস্তে আস্তে সেটা ছড়িয়ে পুরো বিশ্বে। এভাবেই অসাধারণ এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুকের আর্ভিভাব ঘটে।

আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা অনেক সময় প্রিয় বন্ধুদের সহজে খুজে পাই না। যখন তাদের খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যাব বা যখন তাদের নাম লিখে ফেসবুকে সার্চ করব তখন তাদের নাম না এসে একই নামে অন্যান্য লোকের আইডি চলে আসে।

আজকের এই পোস্টের মূলত আমরা ফেসবুকে বন্ধু খোঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর উপায় সম্পর্কে আলোচনা করব। কিভাবে আপনি খুঁজলে সঠিক বন্ধুদের ফেসবুকে খুঁজে পাবেন এসব বিষয় নিয়ে আজকের এই পোস্ট। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়!

আপনি যদি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন তখন কিন্তু আপনার সব বন্ধুদের সহজে খুজে পান না। আপনি যাদের যাদের খুঁজে পান তাদেরকে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। আবার কোন বন্ধু কে যদি খুঁজে পান না তাদের নাম লিখে যদি ফেসবুকে সার্চ দেন তাহলে আপনার সামনে একগাদা একই নামে হাজার হাজার ব্যক্তির প্রোফাইল এসে পড়ে।

তখন আপনি বেছে বেছে খুজেঁ আপনার বন্ধুকে অনেক সময় পেলে ও আবার অনেক সময় পান না। তাদের পান না তাদের নামে অনেক আইডি থাকার কারণেই হয়তো খুঁজে পান না। কিন্তু আজকের এই পোস্টের মাধ্যমে আপনি খুব সহজেই তাদেরকে খুঁজে খুঁজে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন।

ফেসবুকে বন্ধু খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর উপায়

আপনার প্রিয় বন্ধুকে খুঁজে পাওয়ার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে গিয়ে সার্চ বারে আপনার বন্ধুর নামটি লিখে সার্চ দিতে হবে। এরপরে আপনার বন্ধুর কোন বন্ধু যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনি আপনার প্রিয় বন্ধুকে খুব সহজে পেয়ে যাবেন।

এরপরে ও সার্চ বারে যদি আপনার বন্ধুর নামে অনেক ব্যক্তির আইডি আসে অথবা আপনার বন্ধুর কোন বন্ধুর সাথে আপনার ফ্রেন্ডলিস্ট না থাকে। তাহলে আপনি তখন কিভাবে আপনার বন্ধু কে খুজেঁ বের করবেন? আর এই জন্য আপনি যখন আপনার বন্ধুর নাম লিখে সার্চ দেন তখন সার্চ বারেড আইডি গুলোতে পিপল (People) সিলেক্ট করে রাখবেন।

এরপরও যদি আপনি আপনার বন্ধুর নামটা খুঁজে না পান তাহলে আপনি চাইলে আপনার নিজের অথবা আপনার বন্ধুর সিটি (City) ফিল্টার করে সার্চ দিতে পারেন। সিটি ফিল্টার করে সার্চ দেওয়ার ফলে আপনার সিটিতে থাকা আপনার বন্ধুর নামে যতগুলো আইডি আছে তার সব আপনার সামনে চলে আসবে।

এভাবে আপনি আপনার বন্ধুকে খুঁজে পেতে পারেন। তারপরও যদি অনেকগুলো আইডি চলে আসে তাহলে আপনি চাইলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড (Friend of Friends) অথবা এডুকেশন (Education) নামক বিভিন্ন ফিল্টারগুলি ব্যবহার করে আপনার বন্ধুকে খুঁজে পেতে পারেন। তাছাড়া আপনি চাইলে আপনার বন্ধুদের গ্রাম বা শহর এর নাম লিখে বা ফিল্টারে ব্যবহার খুব সহজে বন্ধুদের খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন।

এত কিছুর পরও যদি আপনি আপনার বন্ধুকে খুঁজে না পান তাহলে আরও যেসব ফিল্টার রয়েছে সেগুলো ব্যবহার করে খুঁজতে পারেন। তাহলে খুব সহজেই আপনি আপনার বন্ধুকে খুঁজে পেয়ে যাবেন এবং তাকে খুঁজে পাওয়ার পর ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন।

রিকোয়েস্ট পাঠানোর জন্য তার প্রোফাইলে ক্লিক করে দেখবেন লেখা রয়েছে সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট (Send Friend Request) অথবা এড ফ্রেন্ড (Add Friend) এ অপশন এ ক্লিক করলে আপনার বন্ধুর আপনার আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। এরপর যদি আপনার বন্ধু ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে তাহলে তার সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাবে।

এখন যদি বপনি সেন্ড ফ্রেন্ড রিকুয়েষ্ট অথবা এড ফ্রেন্ড নামক অপশন না পান তখন কি করবেন। তাহলে আপনি ফলো নাকম অপশন পাবেন। তখন আপনি তাকে ফলো করতে পারেন। এই পদ্ধতিগুলো অনুসরণ করে আর ফেসবুকে বন্ধু খোঁজা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন।

এভাবে খুব সহজে আপনার প্রিয় বন্ধু-বান্ধবদের কে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন। আশাকরি ফেসবুকে বন্ধু খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর উপায় সম্পর্কে জানতে পেরেছেন।

এরপর ও যদি আপনি বুঝতে না পারেন যে, কিভাবে ফেসবুকে বন্ধু খুঁজে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাতে হয়, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাকে ভালো ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার বন্ধুদের খুঁজে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাবেন।

জানতে ও জানাতে চাই।