RAM ও ROM এর মধ্যে পার্থক্য

RAM ও ROM এর মধ্যে পার্থক্য কি?

প্রতিটি জিনিসের যেরকম সাদৃশ্য বা মিল থাকে তার বিপরীতে থাকে ঠিক সেরকম বৈসাদৃশ্য, অমিল বা পার্থক্য। আজ আমরা জানবো কম্পিউটারের স্থায়ী এবং অস্থায়ী স্মৃতি সম্বন্ধে এবং তার পাশাপাশি RAM ও ROM এর মধ্যে পার্থক্য কি সেটা জানার জন্য আপনাদেরকে বলবো অনুগ্রহ করে আপনারা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়ুন।

আমরা আজকে এই পোস্টে জানব Ram ও Rom কি? এদের বৈশিষ্ট্য ও কাজ কি? এই রেম ও রম এর মধ্যে পার্থক্য গুলি কি?

অনেকেই আমরা জানি যে, RAM ও ROM কম্পিউটারের ইন্টারনাল মেমোরি এবং কম্পিউটারের জন্য দুটি খুবই গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার।

কম্পিউটার যাদের ছাড়া একটি কাজ ও করতে পারে না। কম্পিউটারের ইন্টারনাল মেমোরি আবার দুধরনের হয়ে থাকে।

১. প্রাইমারি রেম (Primary RAM)।

২. সেকেন্ডারি রেম (Secondary RAM)।

Primary RAM গুলি হল RAM ও ROM এবং Secondary RAM এর মধ্যে আছে Hard Drive, Floppy Disk, CD ইত্যাদি।

রেম কি বা What is RAM?

RAM এর পূর্ণরূপ বা পুরো নাম হল Random Access Memory (রেন্ডম এক্সেস মেমোরি)। রেম হল একটি কম্পিউটারের ইন্টারনাল মেমোরি বা হার্ডওয়্যার যা আপনি সিপিইউ (CPU) এর মধ্যে মাদারবোর্ডের সাথে সংযুক্ত দেখতে পাবেন।

Ram হল একটি Volatile memory যার অর্থ এর মধ্যে থাকা ডাটাগুলি সাময়িক এবং যখন কম্পিউটার অন থাকবে, রেম এর মধ্যে ডাটা ততক্ষণ স্থায়ী থাকবে।

রম কি বা What is ROM?

Rom এর পূর্ণরূপ হল Read Only Memory (রীড-অনলি মেমোরি) এবং এটিও একটি কম্পিউটার হার্ডওয়্যার ও এক ধরণের সংরক্ষণ মাধ্যম যা প্রাইমারি মেমোরি হিসাবে পরিচিত বা কাজ করে থাকে।

Rom হল একটি non-volatile মেমোরি অর্থাৎ এখানে থাকা ডেটাগুলি পার্মানেন্ট বা স্থায়ি যা বৈদ্যুতিক পাওয়ার এর ওপর নির্ভরশীল নয়।

এখন আমরা ROM এর কিছু উদাহরণ দেখবো, যেমন পার্সোনাল কম্পিউটার (সিস্টেম), গেমিং কনসোল, স্মার্টফোন, স্মার্টটিভি ও AC ইত্যাদি।

আরও দেখুনঃ ভিটমেট আ্যপস ডাউনলোড করব (আসল ভিটমেট চেনার উপায়) জেনে নিন

RAM ও ROM এর মধ্যে পার্থক্যসমূহ:

এখন আমরা জানবো RAM ও ROM এর মধ্যে পার্থক্য (Difference between RAM and ROM) গুলি কি কি?

RAM

ROM

RAM এর পূর্ণরূপ হল রেন্ডম এক্সসেস মেমোরি বা Random Access Memory. ROM এর full form হল Read Only Memory বা রিড অনলি মেমোরি।
রেম একটি Volatile Memory. রম হল Non-Volatile Memory.
এটি অস্থায়ী সংরক্ষণ মাধ্যম। এটি স্থায়ী সংরক্ষণ মাধ্যম।
RAM এর মধ্যে থাকা তথ্য পড়া, লেখা ও মুছে দেওয়া যায়। ROM এর মধ্যে থাকা ডাটা শুধু মাত্র পড়া যায় পরিবর্তন বা মুছে দেওয়া যায়না।
ROM এর তুলনায় RAM দ্রুত হয়ে থাকে। RAM এর তুলনায় ROM ধীর।
এর আকার বড় ও capacity বেশি যেরকম ১ থেকে ২৫৬ জিবি (1-256 GB) হয়। রম এর আকার ছোট ও ধারণাশক্তি কম হয়। যেরকম ১-৮ এমবি (1-8 MB)।
RAM দুই ধরণের হয় SRAM ও DRAM ROM চার ধরণের হয়ে থাকে PROM, MROM, EPROM, এবং EEPROM।
ROM এর তুলনায় RAM ব্যয়বহুল হয়। ROM এর দাম RAM এর তুলনায় অনেক কম।
এটি প্রাইমারি মেমোরি ও ক্যাশে মেমোরি হিসাবে ব্যবহৃত হয়। রম ফার্মওয়্যার (firmware) ও মাইক্রো কন্ট্রোলার হিসাবে ব্যবহার হয়

সারসংক্ষেপ:

উপরোক্ত আলোচনা হতে আমরা জানতে পারলাম যে, RAM ও ROM এর মধ্যে পার্থক্য কি সে সম্পর্কে আরো অনেক বিস্তারিত বিষয়।

আমরা আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনি আপনার কাংখিত প্রশ্নের উত্তরটি খুঁজে পেয়েছেন।

যদি এই আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরো অনেক নতুন নতুন পোস্ট এর জন্য অবশ্যই আমাদের সাইট অনুসরণ করুন।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.