science class 7

অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ।

অণু

  • অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
  • অণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে।
  • অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে অণু পরমাণুতে বিশ্লিষ্ট হয়।
  • পৃথিবীতে যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য বলে অণুর সংখ্যাও অসংখ্য।
  • অণুকে ভাঙলে একই বা ভিন্ন মৌলের পরমাণু পাওয়া যায়।

পরমাণু

  1. পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
  2. সাধারণত পরমাণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে না, তবে কোনো কোনো মৌলিক পদার্থের পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে। যেমন—হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি।
  3. পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
  4. বিভিন্ন প্রকার পরমাণুর সংখ্যা সীমিত। এ পর্যন্ত ১১১ প্রকারের পরমাণু আবিষ্কৃত হয়েছে।
  5. পরমাণুকে ভাঙলে ওই মৌলের আর অস্তিত্ব থাকে না।

অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ

 অণু  পরমাণু
 ১. মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ঐ পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাই অণু।  ১. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হল পরমাণু।
 ২. অণুর স্বাধীন সত্তা আছে।  ২. পরমাণুর স্বাধীন সত্তা নেই।
 ৩. অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না।  ৩. পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।
 ৪. অণুতে মৌলিক ও যৌগিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে।  ৪. পরমাণুতে মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে।
 ৫. অণুর উপাদান অসীম।  ৫. পরমাণুর উপাদান ১১৪টি।

আরও দেখুনঃ

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.