Hindu Religion Assignment

হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টা কে কি কি নামে অভিহিত করা যায়?

হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টা কে কি কি নামে অভিহিত করা যায়?

হিন্দুধর্মানুসারে আমরা স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করি | যেমনঃ ঈশ্বর , পরমেশ্বর , ব্রহ্ম , পরমব্রহ্ম , আত্মা, পরমাত্মা ইত্যাদি |

এবারে ঈশ্বর তথা স্রষ্টা সম্পর্কে ধারণাটা একটু ঝালাই করে নেয়া যাক-

ঈশ্বর শব্দটির অর্থ হচ্ছে প্রভু | তিনি সর্বশক্তিমান | তিনি শৃঙ্খলার সঙ্গে জীব জগতকে নিয়ন্ত্রণ করছেন | সকল শক্তি ও গুণের তিনিই আধার | সূর্যের আলো তারই আলো | তিনিই জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন | তিনি সৃষ্টি , স্থিতি ও পালনের একমাত্র কর্তা | তিনিই মৃত্যুর সীমায় জীবনকে বেঁধে দিয়েছেন | এভাবেই তিনি জীব ও জগতের প্রভুত্ব করেন | এ জন্যই তার নাম ঈশ্বর | তার আদি নেই , তাই তিনি অনাদি | তার অন্ত নেই , তাই তিনি অনন্ত | তার বিনাশ নেই , তাই তিনি অবিনশ্বর |

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.